সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজমেঢ় শরিফে পুজো দিতে বিপাকে সারা আলি খান! ঘিরে ধরলেন ভক্তরা। নবাব-কন্যার সঙ্গে নিরাপত্তী রক্ষীরা থাকলেও অনুরাগীদের সামাল দিতে বেগ পেতে হয়। আর সেই মুহূর্তের ভিডিওই এখন ভাইরাল নেটপাড়ায়। বলিউডের ‘সংস্কারি কন্যা’কে দেখা গেল সেই ভিড় ঠেলেই নিয়ম মেনে পুজো দিতে।
কান চলচ্চিত্র উৎসব থেকে ফিরেই সোজা আজমেঢ় শরিফে ঢুঁ মারলেন সারা আলি খান। রবিবার ‘জরা হাটকে জরা বাঁচকে’ সিনেমার প্রচারের জন্য জয়পুরে যাচ্ছিলেন অভিনেত্রী। তার ফাঁকেই রাজস্থানের দরগায় পৌঁছে যান আশীর্বাদ নিতে। তবে বলিউড অভিনেত্রীকে দেখতে সেখানে যেভাবে ভিড় জমিয়েছিলেন অনুরাগীরা, তাতে পুজো দেবেন কি, সারার প্রাণ প্রায় ওষ্ঠাগত হয়ে ওঠে।
[আরও পড়ুন: ভোজপুরী সিনেপর্দা থেকে সোজা Cannes-এ! ঘোমটা টেনে রেড কার্পেটে স্বপ্না চৌধুরী]
পরনে হালকা সবুজ রঙের সালোয়ার। চোখে রোদচশমা। নিয়ম অনুযায়ী মাথায় ওড়না দিয়ে দরগার দেওয়ালে সুতো বেঁধে প্রার্থনা করতে দেখা গেল সারা আলি খানকে। ভক্তদের ভিড় ঘিরে রয়েছে অভিনেত্রীকে। তবে অনুরাগীদের ঠেলাঠেলি, গুঁতোর জেরে যে এক পা এগোতেও সারার অসুবিধে হচ্ছিল, তা ভাইরাল ভিডিওতেই স্পষ্ট।
View this post on Instagram
A post shared by Pallav Paliwal (@pallav_paliwal)
উল্লেখ্য, নবাব পরিবারের মেয়ে হয়েও গণেশ চতুর্থী থেকে দিওয়ালি, শিবরাত্রি.. সব উৎসবেই শামিল হন সারা আলি খান। কাশীর বিশ্বনাথ, আসমে কামাখ্যা থেকে কেদারনাথ, উজ্জিয়িনীর মহাকালেশ্বর মন্দির একাধিক তীর্থক্ষেত্র চষে ফেলেছেন সারা। তার জন্য অবশ্য কম কটাক্ষ শুনতে হয়নি নবাব-কন্যাকে। তবে দমে যাননি তিনি। মুসলিম পরিবারের মেয়ে হয়েও সর্ব ধর্ম সমন্বয়ে বিশ্বাসী অভিনেত্রী।
[আরও পড়ুন: পুরুষবন্ধুর গলা জড়িয়ে পানশালায় ‘নেশাতুর’ নাইসা! ভাইরাল দেবগন-কন্যার কাণ্ড]
View this post on Instagram
A post shared by Pallav Paliwal (@pallav_paliwal)
প্রসঙ্গত, আগামী সপ্তাহেই মুক্তি পাচ্ছে সারা আলি খান, ভিকি কৌশল অভিনীত ‘জরা হাটকে জরা বাঁচকে’। তার প্রাক্কালে পুরোদস্তুর প্রচারে ব্যস্ত তারকারা। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন সারা। নজর কেড়েছে রেড কার্পেটে তাঁর উপস্থিতি।
Source: Sangbad Pratidin