বুধবার ভোটমুখী চার রাজ্যের নেতাদের নিয়ে বৈঠক খাড়গের, প্রিয়াঙ্কাই দলের মুখ

বুদ্ধদেব সেনগুপ্ত: বাবার মৃত্যুবার্ষিকীতে সামাজিক মাধ্যমে আবেগঘন দেওয়াল লিখন ছেলের। সেই দেওয়াল লিখন মন ছুঁয়ে গেল আপামর কংগ্রেস (Congress) নেতাকর্মীর। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর (Rajiv Gandhi) উদ্দেশে রাহুলের (Rahul Gandhi) বার্তা, “বাবা তুমি আমার সঙ্গেই আছ। প্রেরণা হয়ে, স্মৃতিতে, সব সময়।”
রবিবার ছিল ৩২তম মৃত্যুবার্ষিকী দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর। আর সেই দিনেই রাহুলের পোস্টে ঝরে পড়ল প্রয়াত বাবার প্রতি অদম্য ভালবাসা ও শ্রদ্ধা। সেই সঙ্গে রাজীব গান্ধীকে নিয়ে তৈরি একটি ভিডিও-ও শেয়ার করেছেন তিনি। আবার ওই দিনই রাজীবকে শ্রদ্ধা জানিয়ে এসে ‘মিশন মধ্যপ্রদেশ’ স্থির করল কংগ্রেস। কর্নাটকের সাফল্যকে হাতিয়ার করে এবার মধ্যপ্রদেশ দখলের লক্ষ্যে কোমর বেঁধে নামছে শতাব্দীপ্রাচীন দল। সেনাপতি সোনিয়া-তনয়া প্রিয়াঙ্কা (Priyanka Gandhi)। চলতি বছরের শেষেই মধ্যপ্রদেশ-সহ চার রাজ্যের বিধানসভা নির্বাচন। এর মধ্যে মধ্যপ্রদেশে বিশেষ নজর রয়েছে হাত শিবিরের। সূত্রের খবর, আগামী মাসের শুরুতেই মধ্যপ্রদেশ দখলের লক্ষ্যে নামছে কংগ্রেস। ১২ জুন প্রিয়াঙ্কা গান্ধীর একগুচ্ছ কর্মসূচি দিয়ে শুরু হচ্ছে কংগ্রেস মিশন মধ্যপ্রদেশ। ওইদিন জব্বলপুরে নর্মদায় স্নান করে প্রচারে নামবেন প্রিয়াঙ্কা।
[আরও পড়ুন: CBI তলব নিয়ে অভিষেকের মামলায় দ্রুত শুনানি নয়, নিয়ম মেনে আবেদনের পরামর্শ সুপ্রিম কোর্টের]
এদিন সকালে বীরভূমিতে রাজীব গান্ধীর সমাধিস্থলে গিয়ে তাঁকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাও জানান রাহুল। তাঁর সঙ্গে ছিলেন বোন প্রিয়াঙ্কাও। রাজীবকে শ্রদ্ধা জানান সোনিয়া গান্ধী ও কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তবে লক্ষ্য বাকি চার রাজে্যর ভোট। প্রিয়াঙ্কাকে দিয়ে প্রচার শুরু করার পরিকল্পনা নিয়ে এআইসিসি। হিমাচল ও কর্নাটকে তাঁকে সামনে রেখে প্রচারে ঝড় তোলায় সাফল্য এসেছে। সেই সঙ্গে জল্পনা শুরু হয়েছে, খাড়গে বা রাহুল গান্ধী নন কেন। প্রিয়াঙ্কা কেন প্রচারের শুরুতেই? তা হলে কি প্রিয়াঙ্কাকে মুখ করেই এগোতে চাইছে হাত শিবির।
গত ভোটে বৃহত্তম দল হিসাবে কংগ্রেস সরকার গঠন করলেও করোনাকালে মধ্যপ্রদেশে পিছনের দরজা দিয়ে ক্ষমতার দখল নেয় গেরুয়া শিবির। ২০ জন বিধায়ককে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এবার ভাল ফল করার ব্যাপারে আশাবাদী কংগ্রেস। কমলনাথ, দিগ্বিজয় সিংয়ের মতো স্থানীয় নেতারাও বেশ শক্তিশালী। অন্যদিকে, বিজেপিতে শিবরাজ চৌহান, কৈলাস বিজয়বর্গীয়, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার গোষ্ঠীকোন্দলও সুবিদিত। আর কোভিডের সময় রাতারাতি সরকার দখল নেওয়ায় মধ্যপ্রদেশবাসীর মনে ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভকে কাজে লাগাতে একাধিক জনমোহিনী প্রতিশ্রুতিও দিচ্ছে হাত শিবির।
[আরও পড়ুন: উপবাসে চাহিদা নিরামিষ খাবারের, কেন্দ্রের নির্দেশে ট্রেনের মেনুতে বন্ধ হচ্ছে পিঁয়াজ-রসুন]
ইতিমধ্যেই দলের তরফে জানানো হয়েছে, ক্ষমতায় ফিরলে বিনামূল্যে ১০০ ইউনিট বিদ্যুৎ দেওয়া হবে। পরের ১০০ ইউনিটের জন্য মাত্র ১০০ টাকা দিতে হবে মধ্যপ্রদেশবাসীকে। এছাড়াও ৫০০টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মহিলাদের জন্য প্রত্যেক মাসে দেড় হাজার টাকা ভাতা দেওয়ার ঘোষণা করেছে কংগ্রেস।
দলের গোষ্ঠীকোন্দল মিটিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করলে সাফল্য যে আসবেই কর্নাটক তার প্রমাণ। সিদ্দারামাইয়া ও শিবকুমার তা করে দেখিয়েছেন। তাঁদের উদাহরণকে সামনে রেখে আগামী বুধবার দিল্লিতে ভোটমুখী চার রাজ্যের নেতাদের বৈঠকে ডেকেছেন সভাপতি মল্লিকার্জুন খাড়গে। চার রাজ্যের সব শিবিরের নেতাদের দিল্লিতে বৈঠকে আসতে নির্দেশ দিয়েছেন। নির্বাচনের রণকৌশল ছাড়াও প্রচার কৌশল নিয়ে বৈঠকে আলোচনা হবে।

Source: Sangbad Pratidin

Related News
বাংলাদেশে পাচারের ছক বানচাল! ঝাড়খণ্ড হয়ে ভারতে ঢোকার আগেই পাকড়াও গরু বোঝাই কন্টেনার
বাংলাদেশে পাচারের ছক বানচাল! ঝাড়খণ্ড হয়ে ভারতে ঢোকার আগেই পাকড়াও গরু বোঝাই কন্টেনার

শেখর চন্দ, আসানসোল: গরুপাচার মামলা নিয়ে তোলপাড় বাংলা। গ্রেপ্তার করা হয়েছে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal)। জেলায় জেলায় চলছে তল্লাশি। রহস্যের Read more

‘তোকে জ্যান্ত কবর দেব, আসছি’, সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতাকে খুনের হুমকি ঘিরে চাঞ্চল্য
‘তোকে জ্যান্ত কবর দেব, আসছি’, সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতাকে খুনের হুমকি ঘিরে চাঞ্চল্য

রঞ্জন মহাপাত্র, কাঁথি: সোশ্যাল মিডিয়ায় দাপুটে তৃণমূল নেতাকে (TMC Leader) জ্যান্ত কবর দেওয়ার হুমকি! ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল Read more

ছোট লগ্নিতে বড় সমৃদ্ধি, ঋণপত্রের বাজারেই লুকিয়ে সমৃদ্ধির চাবিকাঠি
ছোট লগ্নিতে বড় সমৃদ্ধি, ঋণপত্রের বাজারেই লুকিয়ে সমৃদ্ধির চাবিকাঠি

ছোট বিনিয়োগকারীরা এগিয়ে আসুন, ঋণপত্রের বাজারে লগ্নি করুন। যত অংশগ্রহণ বাড়বে, ততই সমৃদ্ধ হবে এই দুনিয়া। বর্তমানে রিটেল ইনভেস্টররা বন্ড Read more

কেমন হল ধনুষের প্রথম হলিউড ছবি ‘দ্য গ্রে ম্যান’? পড়ুন রিভিউ
কেমন হল ধনুষের প্রথম হলিউড ছবি ‘দ্য গ্রে ম্যান’? পড়ুন রিভিউ

বিদিশা চট্টোপাধ্যায়: বিখ‌্যাত পরিচালকদ্বয় রুসো ব্রাদার্স (অ‌্যান্থনি এবং জোসেফ রুসো) পরিচালিত ছবি ‘দ‌্য গ্রে ম‌্যান’ (The Gray Man) নিয়ে উৎসাহর Read more

মাহি মার রাহা হ্যায়…! আইপিএলের প্রথম ম্যাচেই পুরনো মেজাজে ধোনি
মাহি মার রাহা হ্যায়…! আইপিএলের প্রথম ম্যাচেই পুরনো মেজাজে ধোনি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অধিনায়কত্বের চিন্তা নেই। প্রত্যাশার চাপ নেই। সমর্থকদের দাবি ছিল একটাই, ‘পুরনো মাহিকে দেখতে চাই’। আইপিএলের (IPL Read more

হইচই করে প্রেমিকার জন্মদিন পালন, পরক্ষণে গলার নলি কেটে তরুণীকে খুন করলেন প্রেমিক
হইচই করে প্রেমিকার জন্মদিন পালন, পরক্ষণে গলার নলি কেটে তরুণীকে খুন করলেন প্রেমিক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হইচই করে বান্ধবীর জন্মদিন পালন করার কিছুক্ষণ পরে সেই তরুণীকেই গলার নলি কেটে খুন করলেন খোদ Read more