‘বাঁশ-কঞ্চি নিয়ে দৌড় করান’, বসিরহাটের জনসভা থেকে বিজেপিকে হুঁশিয়ারি নুসরতের

গোবিন্দ রায়, বসিরহাট: পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপিকে বাঁশ নিয়ে দৌড় করান। আমজনতাকে এমনই ‘পরামর্শ’ দিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। আর তাঁর এই বার্তায় স্বাভাবিকভাবেই চাঙ্গা হয়ে উঠলেন জেলার দলীয় কর্মী-সমর্থকরা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে জেলায় জেলায় চলছে ‘তৃণমূলের নবজোয়ার’ কর্মসূচি। আগামী সপ্তাহে বসিরহাটেও এই কর্মসূচি রয়েছে তাঁর। তার আগে রবিবার নবজোয়ারের প্রস্তুতি সভা ছিল বসিরহাটের (Basirhat) সোলাদানা মাঠে। সেখানেই উপস্থিত হয়ে আমজনতার উদ্দেশে বার্তা দেন তারকা সাংসদ।
তাঁর কথায়, “পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে কেউ যদি আপনাদের মাথা ঘোরানোর চেষ্টা করে তাহলে বাঁশ,কঞ্চি যা পাবেন, তাই নিয়ে দৌড় করাবেন।” এদিন ‘তৃণমূলের নবজোয়ারে’র প্রস্তুতি সভায় সাংসদ নুসরত জাহান ছাড়াও উপস্থিত ছিলেন, বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক সপ্তর্ষি বন্দোপাধ্যায়, তৃণমূল সাংগঠনিক জেলার সভাপতি স্বরোজ বন্দ্যোপাধ্যায়, উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সদস্য সাহানুর মণ্ডল, যুব তৃণমূলের সভাপতি শরিফুল মণ্ডলরা।
[আরও পড়ুন: দেড় মাস ধরে সেনার পরিচয়ে বাস, দুর্গাপুরে ধৃত ভুয়ো জওয়ান, উদ্ধার বহু নথি]
এদিনের জনসভা থেকে কেন্দ্রীয় সরকারের একাধিক জননীতি প্রকল্পের টাকা আটকে রাখা সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি- সিবিআইয়ের (ED-CBI) হেনস্থা বিষয় নিয়ে সরব হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কেন্দ্রীয় জনকল্যাণমূলক প্রকল্পের টাকা আটকে রাখা নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন সাংসদ। তাঁর দাবি, ”মানুষের কাজ যাতে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় না করতে পারেন, তার জন্য ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে। আমরা দিল্লি গিয়ে বাংলার মানুষের জন্য কিছু চাইলে দেয় না। বাংলার মানুষের জন্য কি করেছো তোমার?  কিছুই করোনি। তাহলে কেন বাংলার মানুষ ভোট দেবে?”
[আরও পড়ুন: অরিজিতের সমালোচনা করে বিপাকে! কী সাফাই দিলেন অনুরাধা পড়ওয়াল?]
বিজেপির (BJP) পাশাপাশি এদিন কংগ্রেসকেও নিশানা করতে ছাড়েননি সাংসদ। নুসরতের দাবি, “মানুষের মধ্যে থাকলেই মানুষের মন জয় করা যায়। কেউ দিল্লি থেকে বা বহরমপুর থেকে উড়ে আসবে আর বড় বড় ভাষণ দেবে, আর মানুষের মন জয় করে নিয়ে চলে যাবে, সেটা হবে না। ১৯-এর ভোট আমি দেখেছি, তারপর দিল্লি গিয়েছি। ২১-এর ভোটের আগে বলেছিল ‘ইস বার দোসো পার’। ওই দু’শোর নাইয়াটা অনেকক্ষণ ধরে টেনেছে। কিন্তু পার আর করতে পারেনি। মাঝসমুদ্রে ডুবে গিয়েছে।”

Source: Sangbad Pratidin

Related News
দুর্গাপুরে ভিনরাজ্যের যাত্রীর কাছে উদ্ধার ৩৬ লক্ষ টাকা! পাচারচক্রের যোগ খতিয়ে দেখছে পুলিশ
দুর্গাপুরে ভিনরাজ্যের যাত্রীর কাছে উদ্ধার ৩৬ লক্ষ টাকা! পাচারচক্রের যোগ খতিয়ে দেখছে পুলিশ

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: দুর্গাপুর (Durgapur) স্টেশনে এক রেলযাত্রীর কাছ থেকে উদ্ধার হল নগদ ৩৬ লক্ষ টাকা! জানা গিয়েছে, ধৃত ব্যক্তির Read more

স্থায়ী সমিতি গঠনে স্থগিতাদেশ, হাই কোর্টে ঝুলে রইল রানিনগরের ভাগ্য
স্থায়ী সমিতি গঠনে স্থগিতাদেশ, হাই কোর্টে ঝুলে রইল রানিনগরের ভাগ্য

গোবিন্দ রায়: মুর্শিদাবাদের রানিনগর ২ গ্রাম পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠনে স্থগিতাদেশ। কলকাতা হাই কোর্টে ঝুল রইল বোর্ড গঠন। আগামী  ১৪ Read more

এবার সিবিআইয়ের নজরে অনুব্রতকন্যা, বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা
এবার সিবিআইয়ের নজরে অনুব্রতকন্যা, বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার সিবিআইয়ের (CBI) নজরে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে তদন্তকারী সংস্থার আধিকারিকরা। শোনা Read more

ঠেলায় পড়লে সিংহও গাছে ওঠে! বুনো মোষের ভয়ে কম্পমান পশুরাজের ভিডিও ভাইরাল
ঠেলায় পড়লে সিংহও গাছে ওঠে! বুনো মোষের ভয়ে কম্পমান পশুরাজের ভিডিও ভাইরাল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না’। কেবল বিড়াল নয়, ঠেলায় পড়লে যে ‘বড়’ বিড়ালেরও গাছে Read more

হোয়াটসঅ্যাপে ভুরিভুরি স্প্যাম কল, আন্তর্জাতিক প্রতারণার ফাঁদ? কী জানাল সংস্থা
হোয়াটসঅ্যাপে ভুরিভুরি স্প্যাম কল, আন্তর্জাতিক প্রতারণার ফাঁদ? কী জানাল সংস্থা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক মাসে গোটা বিশ্বে তাদের গ্রাহক সংখ্যা পৌঁছায় ২০০ কোটিতে। পরিচিতদের সঙ্গে যোগাযোগ রাখার জনপ্রিয় সোশ্যালমাধ্যম Read more

১০০ দিনের টাকা কোথায়? সাংসদ সৌমিত্র খাঁকে ঘিরে বিক্ষোভ মহিলাদের
১০০ দিনের টাকা কোথায়? সাংসদ সৌমিত্র খাঁকে ঘিরে বিক্ষোভ মহিলাদের

টিটুন মল্লিক, বাঁকুড়া: মহিলাদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সাংসদকে সামনে পেয়েই ঘিরে ধরলেন একদল মহিলা। তাঁর কাছে Read more