সুব্রত বিশ্বাস: যাত্রা শুরুর দ্বিতীয় দিনই বিপত্তি। প্রবল ঝড়বৃষ্টিতে হাওড়ার ফেরার পথে বিকল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। দু’ঘণ্টা অতিক্রান্ত হওয়ার পরও একই জায়গায় দাঁড়িয়ে সেমি হাই স্পিড ট্রেনটি। নিভে গিয়েছে কামরা আলো। চলছে না এক্সপ্রেসের এসিও। ফলে চূড়ান্ত হয়রানির শিকার যাত্রীরা।
রেল সূত্রে খবর, প্রাকৃতিক বিপর্যয়ের জন্যই মাঝপথে বিকল হয়ে পড়ে বন্দে ভারত। বিকেল ৪টে ৪৮ মিনিট নাগাদ আচমকা ঘণ্টায় ১০০-১১০ কিলোমিটার বেগে ঝড় বইতে শুরু করে। ট্রেনটি তখন দুলাখপাটনা ও মঞ্জুরী রোড স্টেশনের মাঝে বৈতরণী নদী পার হচ্ছিল। তখনই একটি গাছের ডাল ওভারহেডের তারে পড়ে। যার জেরে তার ছিঁড়ে যায়। ভেঙেচুরে যায় ইঞ্জিনের উইন্ডস্ক্রিনও। ফলে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায় হাওড়া-পুরী বন্দে ভারত। এরপর রেল কর্মীরা মেরামতির কাজ শুরু করেন। কিন্তু দু’ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও যাত্রা শুরু করতে পারেনি ট্রেন।
এ রাজ্যে বন্দে ভারত এক্সপ্রেসের পিছু ছাড়ছেন বিপত্তি। হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস চালুর পরই একের পর এক পাথর ছোঁড়ার ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছিল। এবার হাওড়া-পুরী বন্দে ভারত চলা শুরু করার দ্বিতীয় দিনের বিঘ্নের মুখোমুখি পড়লো ট্রেনটি।
Source: Sangbad Pratidin