এসএসকেএমের ‘ক্ষত’ ভুলিয়ে দিল মেডিক্যাল, মদন মিত্রের রেফার করা রোগীর চিকিৎসা শুরু

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসএসকেএম ও মদন মিত্রর (Madan Mitra)টানাপোড়েন শনিবার প্রায় দিনভর চর্চায় ছিল। রাজ্যের সুপারস্পেশ্যালিটি সরকারি হাসপাতালে রোগী ভরতি করাতে গিয়ে প্রত্যাখ্যাত কামারহাটির বিধায়ক ওইদিন দফায় দফায় বিস্তর ক্ষোভ উগরে দিয়েছেন। পালটা তাঁর আচরণ নিয়ে এসএসকেএম (SSKM)কর্তৃপক্ষও অভিযোগ দায়ের করেছে। তবে রবিবার এই চিত্রে খানিকটা বদল। এসএসকেএমের ‘ক্ষত’ ভুলিয়ে দিল কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (Kolkata Medical College and Hospital)। মদন মিত্রর পাঠানো রোগীর চিকিৎসা শুরু হয়েছে এই হাসপাতালে। শুধু তাইই নয়, মেডিক্যাল কর্তৃপক্ষ তাঁকে ফোন করে এই খবর জানিয়েছেন। রবিবার সকালে রোগীকে দেখতে গিয়ে মেডিক্যালের কর্তৃপক্ষকে প্রশংসায় ভরিয়ে দিলেন মদন মিত্র। সেইসঙ্গে বিশেষভাবে উল্লেখ করেন মুখ্যমন্ত্রীর ভূমিকার কথা।
রবিবার দুপুরে মেডিক্যালের সামনে থেকে সাংবাদিকদের মুখোমুখি হন কামারহাটির (Kamarhati) বিধায়ক। বলেন, ”কলকাতা মেডিক্যাল কলেজ এগিয়ে এসেছে। এখান থেকে আমাকে ফোন করে বলা হয়েছে, চলে আসুন, এখানে বেড-সহ সমস্ত ব্যবস্থা করা হয়েছে। সেই রোগী এখানে ভরতি হয়েছে। আমি তাঁকে দেখতে এসেছিলাম। আমি বলি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের প্রতি মানবিক। আমি তাই তাঁর সঙ্গে সবসময় আছি। সেদিন এসএসকেএমের ব্যবহারে দুঃখ পেয়েছিলাম।”
[আরও পড়ুন: ‘সব মহিলা আইনের কাছে পৌঁছতে পারেন না’, নারী অধিকার নিয়ে সরব বিচারপতি গঙ্গোপাধ্যায়]
ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। বাইক দুর্ঘটনায় (Accident) জখম এক যুবককে নিয়ে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে ভরতি করাতে গিয়েছিলেন স্বয়ং মদন মিত্র। কিন্তু সেখানে রোগীর চিকিৎসা হয়নি। বেড খালি নেই বলে তাঁকে জানানো হয়। বিধায়ক নিজে মেডিক্যাল অফিসারের সঙ্গে কথা বলতে চান। কিন্তু সুরাহা হয়নি তাতে। এরপর তিনি স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে ফোন করে বিষয়টি জানান। সমাধান মেলেনি তাতেও। ক্ষোভে ফেটে পড়েন মদন মিত্র। সিপিএম আমলে ১ মিনিটেই হাসপাতালে রোগী ভরতি করানো যেত, এমন মন্তব্য করে এই মুহূর্তে হাসপাতালের পরিষেবা নিয়ে অভিযোগ করেন তিনি। দিনভর এসব চলার পর শনিবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে দলের তরফে মদন মিত্রর সঙ্গে কথা বলে শৃঙ্খলা বজায় রাখার বার্তা দেওয়া হয়।
[আরও পড়ুন: কর্ণাটকের পর টার্গেট মধ্যপ্রদেশ! প্রিয়াঙ্কাকে সামনে রেখে প্রচার শুরু কংগ্রেসের]
এরপর রবিবারই অন্য মুডে দেখা গেল কামারহাটির তৃণমূল বিধায়ককে। এসএসকেএমের তীব্র সমালোচনায় ইতি টেনে কলকাতা মেডিক্যাল কলেজের ভূয়সী প্রশংসা করলেন তিনি। আর গোটা কৃতিত্বই দিলেন মুখ্যমন্ত্রীকে।

Source: Sangbad Pratidin

Related News
হায়দরাবাদ ধাক্কা কাটিয়ে রোহিতদের বিরুদ্ধে নামছে কেকেআর, স্পিন ত্রয়ীই এগিয়ে রাখছে নাইটদের
হায়দরাবাদ ধাক্কা কাটিয়ে রোহিতদের বিরুদ্ধে নামছে কেকেআর, স্পিন ত্রয়ীই এগিয়ে রাখছে নাইটদের

মনোজ তিওয়রি: আইপিএলে কেকেআর (KKR) বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ম‌্যাচটা এলে আজও কেমন একটা উত্তেজনা টের পাই। অনেক পুরনো Read more

একযোগে পদত্যাগ করলেন সব মন্ত্রী, শোরগোল ওড়িশায়
একযোগে পদত্যাগ করলেন সব মন্ত্রী, শোরগোল ওড়িশায়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৯ মে তিনবছর পূর্ণ করল ওড়িশার (Odisha) বিজু জনতা দল (BJD) সরকার। তার পরই বড়সড় রদবদলের Read more

৫৪৮ জনের গ্রেপ্তারি, দোষী মাত্র ১২! সুপ্রিম নির্দেশে রাষ্ট্রদ্রোহ আইন বদলাবে কেন্দ্র
৫৪৮ জনের গ্রেপ্তারি, দোষী মাত্র ১২! সুপ্রিম নির্দেশে রাষ্ট্রদ্রোহ আইন বদলাবে কেন্দ্র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্দেশটা আগেই এসেছিল। সুপ্রিম কোর্টের (Supreme Court) সেই নির্দেশ মতোই স্থগিত হয়ে থাকা ব্রিটিশ জমানার রাষ্ট্রদ্রোহ আইনের Read more

এখনও অধরা দুষ্কৃতী, ক্যানিংয়ে তিন তৃণমূল নেতা খুনের তদন্তে SIT গঠন জেলা পুলিশের
এখনও অধরা দুষ্কৃতী, ক্যানিংয়ে তিন তৃণমূল নেতা খুনের তদন্তে SIT গঠন জেলা পুলিশের

দেবব্রত মণ্ডল, বারুইপুর: ক্যানিংয়ের (Canning) তিন তৃণমূল নেতা খুনের ঘটনার তদন্তে পাঁচ সদস্যের সিট গঠন করল জেলা পুলিশ। নেতৃত্বে থাকবেন Read more

আল কায়দা প্রধানকে নিকেশ করা মার্কিন অস্ত্র এবার ভারতের হাতে, ছাড়পত্র কেন্দ্রের
আল কায়দা প্রধানকে নিকেশ করা মার্কিন অস্ত্র এবার ভারতের হাতে, ছাড়পত্র কেন্দ্রের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকা (USA) থেকে সামরিক এমকিউ-৯ রিপার ড্রোন কিনতে পারবে ভারত। বৃহস্পতিবার এই প্রস্তাবে সিলমোহর দিয়েছে ভারতীয় Read more

৯ বছরে ছ’বার সংসদের অবমাননা! নতুন ভবনের উদ্বোধনের আগে মোদিকে নিশানা তৃণমূলের
৯ বছরে ছ’বার সংসদের অবমাননা! নতুন ভবনের উদ্বোধনের আগে মোদিকে নিশানা তৃণমূলের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদের নতুন ভবনের উদ্বোধনের আগে ফের কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে বাক্যবাণে বিঁধল তৃণমূল। এরাজ্যের শাসকদলের অভিযোগ, Read more