একবছর কাজ করে একদিনেরও বেতন পাননি, ইস্তফা দিলেন পাকিস্তানের হকি কোচ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা একমাস বেতন পাননি। বাধ্য হয়ে পাকিস্তানের (Pakistan) হকি কোচের পদ থেকে ইস্তফা দিলেন সিগফ্রেড আইকম্যান। গত বছরই পাকিস্তানের হকি দলে যোগ দিয়েছিলেন নেদারল্যান্ডসের আইকম্যান। কিন্তু আটমাস পরেই দেশে ফিরে যেতে বাধ্য হন। অবশেষে শনিবার তিনি জানিয়ে দেন, পাকিস্তান হকি দলের কোচের (Pakistan Hockey Coach) পদ থেকে ইস্তফা দিচ্ছেন। প্রসঙ্গত, রবিবার রাতেই এশিয়া কাপে খেলতে যাবে পাকিস্তানের হকি দল।
চূড়ান্ত আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। ব্যাপক মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল সেদেশের আমজনতা। এহেন পরিস্থিতিতেই পাক হকি দলের কোচ হিসাবে যোগ দেন আইকম্যান। বেতন ছাড়াই দীর্ঘ আটমাস কাজ করেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আচমকাই পাকিস্তান ছেড়ে চলে যান আইকম্যান। যাওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন।
[আরও পড়ুন: ২ হাজারের নোট বদলাতে লাগবে না পরিচয়পত্র, বিশেষ ফর্ম, ঘোষণা SBI-এর]
আইকম্যানের দাবি, দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ার বিষয়টি স্পোর্টস বোর্ড জানত। একাধিকবার আশ্বাস দেওয়া সত্ত্বেও তাঁর বকেয়া মেটানো হয়নি। সেই অভিমান থেকেই পাকিস্তান ছাড়ছেন। যদিও কোচের পদ থেকে তিনি ইস্তফা দেননি। অন্যদিকে পাকিস্তানের হকি ফেডারেশনের তরফে বলা হয়, আসলে হকি দলে অন্য কোচদের হস্তক্ষেপ মেনে নিতে পারছিলেন না আইকম্যান। সেই জন্যই পাকিস্তান ছেড়ে চলে গিয়েছেন তিনি।
তবে শনিবার পাকিস্তানের হকি কোচ সাফ জানিয়েছেন, তাঁর পক্ষে এই দলের সঙ্গে যুক্ত থাকা আর সম্ভব নয়। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি লেখেন, “আমি আশা করেছিলাম বকেয়া বেতন মিটিয়ে দেবে পাকিস্তান। কিন্তু এতদিন কেটে গেলেও তাদের তরফে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। তাই পাকিস্তান হকি কোচের পদ থেকে সরে যাচ্ছি।” জানা গিয়েছে, রবিবারেই এশিয়া কাপ খেলতে মাসকটে উড়ে যাচ্ছে পাক জুনিয়র হকি দল। তার আগে কার্যত হুড়মুড় করেই নতুন কোচ নিয়োগ করেছে পাকিস্তানের হকি ফেডারশন। 
[আরও পড়ুন: ‘আপনি তো ভীষণ জনপ্রিয়’, মোদিকে দেখামাত্র জড়িয়ে ধরলেন বাইডেন, চাইলেন অটোগ্রাফ!]

Source: Sangbad Pratidin

Related News
‘যা করেছেন ঠিক করেছেন’, সন্ধ্যা মুখোপাধ্যায়ের পদ্মশ্রী ফেরানো নিয়ে প্রতিক্রিয়া বাংলার শিল্পীদের
‘যা করেছেন ঠিক করেছেন’, সন্ধ্যা মুখোপাধ্যায়ের পদ্মশ্রী ফেরানো নিয়ে প্রতিক্রিয়া বাংলার শিল্পীদের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পদ্মশ্রী সম্মান প্রত্যাখ্যান করলেন গীতশ্রী সন্ধ্য়া মুখোপাধ্য়ায়। পদ্মশ্রী বিষয়ে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকের পক্ষ থেকে সন্ধ্যা Read more

‘বিহার থেকে লোক এনে কালিয়াগঞ্জে তাণ্ডব’, পুলিশের ‘ভুল’ মেনেও বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর
‘বিহার থেকে লোক এনে কালিয়াগঞ্জে তাণ্ডব’, পুলিশের ‘ভুল’ মেনেও বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর

গৌতম ব্রহ্ম: কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যু পরবর্তী পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, “কালিয়াগঞ্জে পরিকল্পিতভাবে চক্রান্ত করেছে Read more

সংসদীয় কমিটির গোপন নথিও বাজেয়াপ্ত করেছে CBI, স্পিকারকে বিস্ফোরক চিঠি কার্তির
সংসদীয় কমিটির গোপন নথিও বাজেয়াপ্ত করেছে CBI, স্পিকারকে বিস্ফোরক চিঠি কার্তির

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অনৈতিক, বেআইনি।’ সিবিআই তল্লাশি নিয়ে এবার লোকসভার স্পিকারের কাছে বিস্ফোরক চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরম Read more

পরিবারের একমাত্র রোজগেরে সদস্যের ক্যানসার, সংসারের কী হবে? আশঙ্কায় আত্মঘাতী মা-ছেলে
পরিবারের একমাত্র রোজগেরে সদস্যের ক্যানসার, সংসারের কী হবে? আশঙ্কায় আত্মঘাতী মা-ছেলে

বিপ্লব দত্ত, কৃষ্ণনগর: পরিবারের একমাত্র রোজগেরে সদস্যের ক্যানসার। এবার কী হবে? ভবিষ্যৎ বলে তো আর কিছুই থাকবে না। এই আশঙ্কায় Read more

‘অসহায়তার সুযোগ নিয়ে ধর্মান্তকরণ করছে ওরা’, খ্রিস্টান মিশনারিদের তোপ RSS প্রধানের
‘অসহায়তার সুযোগ নিয়ে ধর্মান্তকরণ করছে ওরা’, খ্রিস্টান মিশনারিদের তোপ RSS প্রধানের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ধর্মান্তকরণ নিয়ে সরাসরি খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে তোপ দাগলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (Rashtriya Swayamsevak Sangh) প্রধান Read more

প্রেমের টান, সংসার ছেড়ে টোটো চালকদের সঙ্গে ঘর বাঁধলেন দুই গৃহবধূ! চাঞ্চল্য বাগদায়
প্রেমের টান, সংসার ছেড়ে টোটো চালকদের সঙ্গে ঘর বাঁধলেন দুই গৃহবধূ! চাঞ্চল্য বাগদায়

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: সম্প্রতি সংসার ছেড়ে দুই রাজমিস্ত্রির সঙ্গে একই পরিবারের দুই গৃহবধূর পালিয়ে যাওয়ার ঘটনা শোরগোল ফেলেছিল হাওড়ায় (Howrah)। Read more