SSKM নিয়ে বড়সড় বিতর্কে মদন মিত্র, শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দলের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসএসকেএমে (SSKM) রোগী ভরতি করাতে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে বড়সড় বিতর্ক বাঁধিয়েছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। শনিবার দিনভর এনিয়ে টানাপোড়েন চলেছে। দফায় দফায় তিনি এসএসকেএম কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক তোপ দেগেছেন। সন্ধেবেলায় সেই আক্রমণের সুর আরও চড়িয়েছেন কামারহাটির বিধায়ক। দলের মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh)সঙ্গে দেখা করার পর তিনি এসএসকেএমের অধিকর্তা ডাঃ মণিময় বন্দ্যোপাধ্যায়ের নাম করেই তাঁকে আক্রমণ করলেন। এদিকে, কামারহাটির বিধায়ককে নিয়ে বিতর্ক দানা বাঁধায় সাবধানী তৃণমূল। তাঁকে ডেকে দলীয় শৃঙ্খলারক্ষার কথা বলা হয়েছে শীর্ষ নেতৃত্বের তরফে।
শুক্রবার রাতে বাইক দুর্ঘটনায় (Accident) জখম এক ব্যক্তিকে নিয়ে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে যান খোদ মদন মিত্র। সেখানে চিকিৎসা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে সরকারি সুপারস্পেশ্যালিটি হাসপাতাল বয়কটের ডাক দেন তিনি। পালটা হাসপাতাল কর্তৃপক্ষও মদন মিত্রর আচরণে ক্ষুব্ধ হয়ে পদক্ষেপ নেয়। এ বিষয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন সেখানকার অধিকর্তা ডাঃ মণিময় বন্দ্যোপাধ্যায়। বিধায়কের আচরণকে গুন্ডামির সঙ্গে তুলনা করে তিনিও সাংবাদিক বৈঠক করেন। তার পালটা জবাবে মদন মিত্র বলেন, ”আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকর, কিন্তু কোনও চাকরবাকরের কথা সহ্য করব না। দরকারের বিধায়ক পদ ছেড়ে দেব, টিউশন করব। উনি আমায় কী দিয়েছেন? ৫ বছরে পাঁচ মিনিটও সময় দেননি।”
[আরও পড়ুন: ‘পাঠান’ থেকে টোকা হয়েছে টম ক্রুজের এই ছবির দৃশ্য! ‘ঢাক পেটাচ্ছেন’ শাহরুখ-ভক্তরা]
এসবের পর সন্ধ্যায় তাঁর সঙ্গে আলাদাভাবে কথা বলেন দলের মুখপাত্র কুণাল ঘোষ।  প্রায় আধঘণ্টা কথাবার্তা চলে মদন মিত্র ও কুণাল ঘোষের।  সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল বিধায়ক জানান, ”কুণাল ছোট ভাইয়ের মতো। এখান দিয়ে যাচ্ছিলাম। একটু চা খেয়ে গেলাম।” তাঁকে এসএসকেএম নিয়ে প্রশ্ন করতেই ফের বিস্ফোরণ ঘটান তিনি।  এবার সরাসরি ডাঃ মণিময় বন্দ্যোপাধ্যায়ের নাম করেই বলেন, ”মণিময়বাবুর বডি ল্যাঙ্গোয়েজই আলাদা। যেন ‘দেখে নেব’ বলে শাসাচ্ছেন। কে উনি?” তিনি আরও বলেন, ”ডেলোর মিটিংয়ের কী হয়েছিল, তা বলিনি বলে আমাকে ২৩ মাস আটকে রেখেছিল। সেই ২৩ মাসের অভিজ্ঞতা নিয়ে আমি বই লিখব। তা বেস্ট সেলার হবে।”
[আরও পড়ুন: পরা যাবে না জিন্স, টিশার্ট, লেগিংস, শিক্ষক-শিক্ষিকাদের জন্য পোশাক ‘ফতোয়া’ অসমে]
এনিয়ে কুণাল ঘোষ জানান, ”উনি দলের দীর্ঘদিনের সৈনিক। একটা ভুল বোঝাবুঝি হয়েছে। SSKM’এরও কিছু বক্তব্য রয়েছে।  যা ঘটেছে, তা পরিবারের মধ্যেই ঘটেছে। এর সঙ্গে কোনও দলের কোনও সম্পর্ক নেই। চ্যাপটার ক্লোজড।” তবে বিতর্কের কি অবসান ঘটবে এখনই? প্রশ্ন থাকছেই। 

Source: Sangbad Pratidin

Related News
‘পাশে আছি’, ওয়েইসির গাড়িতে গুলি কাণ্ডে অভিযুক্তের বাড়িতে গিয়ে আশ্বাস যোগীর মন্ত্রীর
‘পাশে আছি’, ওয়েইসির গাড়িতে গুলি কাণ্ডে অভিযুক্তের বাড়িতে গিয়ে আশ্বাস যোগীর মন্ত্রীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনী (UP election 2022) প্রচার সেরে ফেরার সময় হামলার মুখে পড়েছিল এআইএমআইএম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েসির (Asaduddin Read more

পোলট্রি ফার্মের নামে বিলাসবহুল গাড়িতে কোটি টাকা পাচার! আসানসোলে নাকা চেকিংয়ে গ্রেপ্তার ৪
পোলট্রি ফার্মের নামে বিলাসবহুল গাড়িতে কোটি টাকা পাচার! আসানসোলে নাকা চেকিংয়ে গ্রেপ্তার ৪

শেখর চন্দ্র, আসানসোল: পোলট্রি ফার্মের (Poultry Farm) ব্যবসার জন্য বিপুল অঙ্কের টাকা নিয়ে যাওয়ার পথে পুলিশের হাতে গ্রেপ্তার আসানসোলের (Asansol) Read more

দুবাই বিমানবন্দরে মাদক-সহ ধরা পড়ে জেলবন্দি বলিউড অভিনেত্রী
দুবাই বিমানবন্দরে মাদক-সহ ধরা পড়ে জেলবন্দি বলিউড অভিনেত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাদকসহ বিমানবন্দরে ধরা পড়ে শারজায় জেলবন্দি বলিউড অভিনেত্রী ক্রিসন পরেরা। খবর অনুযায়ী, দুবাই বিমানবন্দরে মাদকসহ ধরে Read more

‘প্রচুর চাপ, ভারতে একটানা থেকে কাজ করা সম্ভব নয়!’ অকপট চঞ্চল চৌধুরী
‘প্রচুর চাপ, ভারতে একটানা থেকে কাজ করা সম্ভব নয়!’ অকপট চঞ্চল চৌধুরী

বাংলাদেশে দু’বার জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী। ওপার বাংলার সঙ্গে জনপ্রিয় এপার বাংলাতেও। তাঁর অভিনীত সিরিজ কারাগার এখন টক অফ Read more

IPL 2022: কেমন হতে পারে ব্যাঙ্গালোরের প্রথম একাদশ, দলের শক্তি ও দুর্বলতা কী? একনজরে টিম প্রোফাইল
IPL 2022: কেমন হতে পারে ব্যাঙ্গালোরের প্রথম একাদশ, দলের শক্তি ও দুর্বলতা কী? একনজরে টিম প্রোফাইল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় দলের অধিনায়ক হিসেবে বহু কীর্তির মালিক বিরাট কোহলি। কিন্তু আইপিএলে নিজের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে Read more

বক্তৃতার মাঝে NSDL ডিরেক্টরকে জলের বোতল এগিয়ে দিলেন অর্থমন্ত্রী, ভাইরাল সীতারমণের সৌজন্য
বক্তৃতার মাঝে NSDL ডিরেক্টরকে জলের বোতল এগিয়ে দিলেন অর্থমন্ত্রী, ভাইরাল সীতারমণের সৌজন্য

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজকের দিনের হাইপ্রোফাইল ব্যক্তিরা ভদ্রতা-সভ্যতার ধার ধারেন না। এমনটাই অভিযোগ বহু সাধারণ মানুষের। এই ভাবনার উলটো Read more