‘চাকরবাকরদের কথা সহ্য করব না’, SSKM কর্তৃপক্ষকে পালটা দিলেন ক্ষুব্ধ মদন মিত্র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মদন মিত্র বনাম এসএসকেএম কর্তৃপক্ষের টানাপোড়েন আরও তীব্রতর হল। সরকারি হাসপাতালের ‘অব্যবস্থা’ নিয়ে সরব হয়েছিলেন কামারহাটির তৃণমূল বিধায়কের তোলা অভিযোগের পরিপ্রেক্ষিতে জটিলতা বাড়ল। তাঁর বক্তব্যের বিরোধিতা করে এসএসকেএমের (SSKM) থানায় অভিযোগ জানানো মোটেই ভালভাবে নেননি তিনি। এসএসকেএমের অধিকর্তা ডাঃ মণিময় বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তার পালটায় মদন মিত্রর (Madan Mitra) হুঁশিয়ারি, ”কোনও চাকরবাকরের কথা সহ্য করব না। আবার যদি কারও বিপদ হয়, আমি আবার এসএসকেএমে ভরতি করাতে যাব। তাতে যদি কেউ ডান্ডা মারে, গ্রেপ্তার করে, তাতেও কিছু যায় আসে না। আমি তো দু, তিনটে পাঞ্জাবি নিয়ে ঘুরছি, গ্রেপ্তার হতে পারি বলে। প্রয়োজনে যদি আমাকে বিধানসভার সদস্যপদ ছাড়তে হয়, তাও ছাড়ব।”
ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে।বাইক দুর্ঘটনায় শুভদীপ পাল নামে এক যুবক জখম হন। তিনি চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালের ল্যাব টেকনিশিয়ান। তাঁকে হাসপাতালে ভরতি করাতে যান খোদ মদন মিত্র। কামারহাটির বিধায়কের দাবি, প্রায় ছ’ঘণ্টা অ্যাম্বুল্যান্সেই শুভদীপকে রেখে দেওয়া হয়। হাসপাতালে ঢোকার মুখে পুলিশ এবং কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। মেডিক্যাল অফিসারকে ডাকেন। তাঁর প্রশ্ন, “ল্যাব টেকনিশিয়ানের যদি এই অবস্থা হয় তবে সাধারণ মানুষের কী হবে?” এসএসকেএমে দালালরাজের মতো বিস্ফোরক অভিযোগও করে হাসপাতাল বয়কটের ডাক দেন বিধায়ক।
এরপর এসএসকেএমের তরফে অধিকর্তা ডাঃ মণিময় বন্দ্যোপাধ্যায় বলেন, “শুক্রবার রাতের ঘটনা অনভিপ্রেত। মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে। আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। এই ধরনের ব্যবস্থার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি মুখ্যমন্ত্রীর। এসএসকেএম হাসপাতালেরও তাই। ঘটনার অবশ্যই তদন্ত হবে। এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারের সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ব্যবস্থা নেওয়া হবে।” তাঁর এই বক্তব্য নিয়ে পালটা আসরে নামেন কামারহাটির জনপ্রিয় বিধায়ক।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, ”এসএসকেএমের সঙ্গে আমি তৃণমূলের পরিচয় করিয়েছি। একসময় আমি আর মমতা বন্দ্যোপাধ্যায় মিলে একজনকে নিয়ে গিয়েছিলাম। তাকে কোপানো হয়েছিল, সারারাত ধরে বসেছিলাম। এখন মুখ্যমন্ত্রীর চারপাশে যারা ঘুরছে, সেসব চাকরবাকরের কথা আমি সহ্য করতে পারব না। মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়নি, কিন্তু এটাই বলতে চাই।” এরপর তিনি কুণাল ঘোষকে নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। বলেন, ”আমার দলের মুখপাত্র, তাঁর বিরুদ্ধে ৪৫০ অভিযোগ আছে।” মদন মিত্রর এই ক্ষোভ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন কুণাল ঘোষও। বিষয়টি তিনি সহানুভূতির দৃষ্টিতেই দেখেছেন। তাঁর বক্তব্য, ”এসএসকেএম নিয়ে মদন মিত্রর আলাদা সেন্টিমেন্ট আছে, তাই সাময়িকভাবে মাথাগরম হয়েছিল। রাগ কমলে সব ঠিক হয়ে যাবে। তবে গোটা ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে তাঁরা যেভাবে উপস্থাপিত করেছে, তাও ভুল।”

Source: Sangbad Pratidin

Related News
OMG! সানি লিওনির সঙ্গেই বাংলাদেশ সফরে নুসরত-যশ-মিমি, ব্যাপারটা কী?
OMG! সানি লিওনির সঙ্গেই বাংলাদেশ সফরে নুসরত-যশ-মিমি, ব্যাপারটা  কী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সানি লিওনির (Sunny Leone) বাংলাদেশে যাওয়া নিয়ে নানা চর্চা। রীতিমতো উত্তাল হয়েছিল ওপার বাংলা। শোনা গিয়েছিল, Read more

Republic Day 2022: ৭৩তম সাধারণতন্ত্র দিবসে সবচেয়ে বড় ‘ফ্লাইপাস্টের’ সাক্ষী থাকবে দেশবাসী
Republic Day 2022: ৭৩তম সাধারণতন্ত্র দিবসে সবচেয়ে বড় ‘ফ্লাইপাস্টের’ সাক্ষী থাকবে দেশবাসী

দেশজুড়ে পালিত হচ্ছে ৭৩তম সাধারণতন্ত্র দিবস। কোভিডবিধি মেনেই এবারও দিল্লির রাজপথে কুচকাওয়াজ। সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে থাকছেন না কোনও বিদেশি অতিথি Read more

রোগীস্বার্থে উদ্যোগ, এবার দেশের সব মেডিক্যাল কলেজেই থাকবে সিসিটিভি
রোগীস্বার্থে উদ্যোগ, এবার দেশের সব মেডিক্যাল কলেজেই থাকবে সিসিটিভি

স্টাফ রিপোর্টার: সুষ্ঠু প্রশাসন ও রোগীস্বার্থকে সামনে রেখে মেডিক্যাল কলেজগুলির দৈনন্দিন কাজে সরাসরি নজরদারি চালাতে উদ্যোগী ন্যাশনাল মেডিক্যাল কমিশন। আর Read more

ODI World Cup 2023: বিশ্বকাপের মহাযুদ্ধ আহমেদাবাদে, মেগাফাইনালে আমন্ত্রিত নন সৌরভ!
ODI World Cup 2023: বিশ্বকাপের মহাযুদ্ধ আহমেদাবাদে, মেগাফাইনালে আমন্ত্রিত নন সৌরভ!

অরিঞ্জয় বোস, আহমেদাবাদ: নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মেগাফাইনাল রবিবার। প্রার্থনায় বসেছে গোটা দেশ। ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল দেখতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বসবে চাঁদের Read more

কাটমানির ভাগ নেন দেব! বিস্ফোরক অভিযোগ হিরণের, পালটা দিল তৃণমূলও
কাটমানির ভাগ নেন দেব! বিস্ফোরক অভিযোগ হিরণের, পালটা দিল তৃণমূলও

সম্যক খান, মেদিনীপুর: ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারীর (দেব) বিরুদ্ধে এবার কাটমানির ভাগ নেওয়ার অভিযোগ তুললেন খড়গপুরের বিজেপি বিধায়ক Read more

মেয়ের হেনস্তার প্রতিবাদে গর্জে ওঠা প্রীতির পাশে তারকারা, কী প্রতিক্রিয়া প্রিয়াঙ্কা-হৃতিকদের?
মেয়ের হেনস্তার প্রতিবাদে গর্জে ওঠা প্রীতির পাশে তারকারা, কী প্রতিক্রিয়া প্রিয়াঙ্কা-হৃতিকদের?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়ের হেনস্তার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছিলেন প্রীতি জিন্টা (Preity Zinta)। তার পাশে দাঁড়ালেন প্রিয়াঙ্কা চোপড়া, Read more