সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের (Emiliano Martinez) জন্য প্রহর গুনতে শুরু করেছে শহর কলকাতা। তিনি নিজেও কি ফুটবল পাগল এক শহরের জন্য মনে মনে তৈরি হচ্ছেন না! আর্জেন্টিনার (Argentina) বিশ্বজয়ী গোলকিপার ফুটতে শুরু করে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর বার্তা সেই প্রমাণই দিচ্ছে।
দিবু মার্টিনেজকে কলকাতায় আনার ‘ভগীরথ’ শতদ্রু দত্ত তাঁর নিজস্ব ফেসবুক প্রোফাইলে আর্জেন্টাইন গোলকিপারের বার্তার ভিডিও পোস্ট করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন বিশ্বজয়ী গোলকিপার। নিজের সই সম্বলিত গ্লাভস মমতাকে উপহার হিসেবে দেবেন লিও মেসির দলের শেষ প্রহরী। মার্টিনেজের সই করা গ্লাভসের ছবিও পোস্ট করা হয়েছে তাঁর বার্তার সঙ্গে। গ্লাভসে মুখ্যমন্ত্রীকে সম্বোধন করে লেখা ‘দিদি’। ভিডিও বার্তায় দিবু জানিয়েছেন, তিনি এই শহরে আসার জন্য একপ্রকার উত্তেজিত। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার গোলকিপার কলকাতাবাসীর জন্য আগাম বার্তাও পাঠিয়েছেন, ”আমি খুব উত্তেজিত। সিটি অব জয়ে একাধিক কর্মসূচিও রয়েছে আমার।”
[আরও পড়ুন: আজ আবেগের বিস্ফোরণ ইডেনে, অকাতরে সবুজ-মেরুন জার্সি দেবে লখনউ]
কাতার বিশ্বকাপে নীল-সাদা জার্সিধারীদের ‘মসিহা’ ছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। তাঁর কলকাতায় পা রাখার নির্ঘণ্ট আগেই জানিয়ে দেওয়া হয়েছে। ৩ জুলাই রাতে ‘ফুটবলের মক্কা’য় পৌঁছবেন দিবু। তার পর এই শহরে রয়েছে তাঁর একাধিক কর্মকাণ্ড। ৪ জুলাই মোহনবাগান মাঠে যাবেন মার্টিনেজ। সেখানে কলকাতা পুলিশের ফ্রেন্ডশিপ কাপের ম্যাচ বল মেরে উদ্বোধন করার কথা তাঁর। পরের দিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে গিয়ে মারাদোনার মূর্তিতে মাল্যদান করবেন এমিলিয়ানো মার্টিনেজ।
দিবু মার্টিনেজের আবেগ হৃদয়ে মেখে তাঁকে বরণ করার জন্য যে তৈরি হচ্ছে এই শহর, তা বলে দেওয়াই যায়।
[আরও পড়ুন: মাত্র ৬ বছর বয়সেই ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট, নজির হুগলির খুদের]
Source: Sangbad Pratidin