মহাত্মা শরণে মোদি, হিরোশিমায় গান্ধীমূর্তি উন্মোচন প্রধানমন্ত্রীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিরিয়া থেকে সুদান। ইথিওপিয়া থেকে ইউক্রেন। যুদ্ধের আগুন জ্বলছে প্রায় সর্বত্রই। এহেন পরিস্থিতিতে বিশ্বশান্তির বার্তা দিয়ে হিরোশিমায় মহাত্মা গান্ধীর আবক্ষমূর্তির আবরণ উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে জি-৭ সম্মেলনে যোগ দিতে শুক্রবার জাপান পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজ শনিবার হিরোশিমায় মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচন করে মাল্যদান করেন তিনি। আণবিক অভিশাপগ্রস্ত ওই শহর থেকে বর্তমান যুগে মহাত্মার বাণীর প্রাসঙ্গিকতা যে কতটা তা স্পষ্ট করেন নমো। এদিন তিনি বলেন, “হিরোশিমার নাম শুনলে আজও পৃথিবী যেন আতঙ্কিত হয়ে উঠে। এই শহরে মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচন বিশেষ বার্তাবহ। আজ বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে শক্তি জোগাচ্ছে মহাত্মার শান্তি, অহিংসা ও ভ্রাতৃত্বের বাণী।”
[আরও পড়ুন: দিল্লি দরবার কার? আমলাতন্ত্র নিয়ন্ত্রণে সুপ্রিম নির্দেশ উড়িয়ে অধ্যাদেশ মোদি সরকারের]
উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিশাপ আজও বহন করে চলেছে হিরোশিমা। ৮ আগস্ট, ১৯৪৫ ওই শহরে বিশ্বের প্রথম পরমাণু বোমা ফেলে আমেরিকা। ইন্দ্রের বজ্রের সমতুল্য ওই অস্ত্রের প্রহারে মুহূর্তে প্রায় শ্মশানে পরিণত হয় হিরোশিমা। মৃত্যু হয় প্রায় দেড় লক্ষ মানুষের। তবে এখানেই শেষ নয়, কয়েক দশক পরেও তেজস্ক্রিয়তার ছাপ রয়ে গিয়েছে সেখানে।
এদিকে, আজ জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে সাক্ষাৎ করেন মোদি। নিজের টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, “আজ সকানে প্রধানমন্ত্রী কিশিদার সঙ্গে খুবই সদর্থক বৈঠক হয়েছে। ভারত ও জাপানের দ্বীপাক্ষিক সম্পর্ক খতিয়ে দেখেছি আমরা। একই সঙ্গে, ভারতের জি-২০ সভাপতিত্ব ও জাপানের জি-৭ প্রেসিডেন্সি নিয়ে আলোচনা হয়।”
প্রসঙ্গত, জি-৭ সম্মেলনে এটাই মোদির চতুর্থবার যোগদান। গত বছর জার্মানির বাভারিয়ায় তিনি গিয়েছিলেন। এর আগে ২০২১ সালে ইংল্যান্ডের কর্নওয়ালেও তিনি উপস্থিত ছিলেন। তবে সেবারের সম্মেলন ছিল ভারচুয়ালি। তারও আগে ২০১৯ সালে ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে প্রথমবার তিনি যোগদান করেছিলেন। ২০২০ সালের সম্মেলনটি বাতিল হয়েছিল করোনা আবহে।
[আরও পড়ুন: মোদি সরকারের হাত ধরে দেশে ফিরল নোটবাতিলের আতঙ্ক! তোপ কংগ্রেস-তৃণমূলের]

Source: Sangbad Pratidin

Related News
মশারি টাঙিয়ে ঘুমোনোর প্রস্তুতি সুপারের, তারপরই হাসপাতালে হাজির খোদ স্বাস্থ্যমন্ত্রী
মশারি টাঙিয়ে ঘুমোনোর প্রস্তুতি সুপারের, তারপরই হাসপাতালে হাজির খোদ স্বাস্থ্যমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি সপ্তাহেই রাজ্যের স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসার কথা তেজস্বী যাদবের (Tejashwi Yadav)। তার আগে হাসপাতাল Read more

চিকিৎসার জন্য বাপের বাড়ি গিয়ে উধাও বধূ! স্বামীর কাছে ফিরিয়ে দিল হ্যাম রেডিও
চিকিৎসার জন্য বাপের বাড়ি গিয়ে উধাও বধূ! স্বামীর কাছে ফিরিয়ে দিল হ্যাম রেডিও

দিব্যেন্দু মজুমদার, হুগলি: প্রায় দুই সপ্তাহ পর নিখোঁজ স্ত্রীকে খুঁজে পেলেন স্বামী। সৌজন্যে হ্যাম রেডিও। ঘরের লোক ঘরে ফেরায় খুশির Read more

Babita Sarkar: SSC দুর্নীতি মামলায় গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়, কী বললেন লড়াকু ববিতা?
Babita Sarkar: SSC দুর্নীতি মামলায় গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়, কী বললেন লড়াকু ববিতা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময় কোচবিহারের ববিতা সরকার (Babita Sarkar) এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে গর্জে উঠেছিলেন। মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে Read more

ভালবাসা, পরকীয়া, অপরাধবোধ, সব থাকা সত্ত্বেও দুর্বল চিত্রনাট্যের কারণে আশাহত করল ‘গেহরাইয়াঁ’
ভালবাসা, পরকীয়া, অপরাধবোধ, সব থাকা সত্ত্বেও দুর্বল চিত্রনাট্যের কারণে আশাহত করল ‘গেহরাইয়াঁ’

বিদিশা চট্টোপাধ‌্যায়: অপ্রচলিত প্রেমের গল্প বলতে ভালবাসেন পরিচালক শকুন বাত্রা। ‘এক ম‌্যায় অউর এক তু’, ‘কাপুর অ‌্যান্ড সন্‌স’ ছবিতে আমরা Read more

ঘন ঘন কানে ইয়ারবাড, বধির হলেন উত্তরপ্রদেশের যুবক, এখনই সতর্ক হোন
ঘন ঘন কানে ইয়ারবাড, বধির হলেন উত্তরপ্রদেশের যুবক, এখনই সতর্ক হোন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত দুই দশককে প্রযুক্তির যুগ বললে ভুল বলা হয় না। কম্পিউটার, মোবাইল ফোন, তৎসহ ইন্টারনেট বিপ্লব Read more

হাই কোর্টের ডিভিশন বেঞ্চে ধাক্কার পরই সিবিআই দপ্তরের উদ্দেশে রওনা পার্থর!
হাই কোর্টের ডিভিশন বেঞ্চে ধাক্কার পরই সিবিআই দপ্তরের উদ্দেশে রওনা পার্থর!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাই কোর্টের ডিভিশন বেঞ্চে ধাক্কা খাওয়ার পরই সিবিআই দপ্তরের উদ্দেশে রওনা দিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ Read more