সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমাজন সংস্থার একের পর এক কর্মী চাকরি হারাচ্ছেন। রীতিমতো অন্ধকারে তাঁদের ভবিষ্যৎ। কিন্তু তাতে কোনও ভ্রুক্ষেপই নেই আজামন প্রধান জেফ বেজসের। কারণ সংস্থায় যখন গণছাটাই হচ্ছে, তখন দিব্যি বিলাসবহুল ইয়টে বান্ধবীর সঙ্গে প্রেমসাগরে ডুব দিয়েছেন তিনি। এমন ছবি সামনে আসতেই ক্ষোভ উগরে দিয়েছেন চাকরিহারারা।
বিশ্বজুড়ে মন্দার আশঙ্কার কথা মাথায় রেখেই সংস্থার খরচ কমাতে কর্মীছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল আমাজন (Amazon)। যার জেরে রাতারাতি চাকরি খুইয়েছেন হাজারো কর্মী। কিন্তু আমাজন কর্তার হাবভাব দেখে তেমনটা বোঝার জো কোথায়! একদিকে যেখানে ৯০০০ কর্মী চাকরি খুইয়েছেন, ই-কমার্স সংস্থার চেয়ারম্যান জেফ বেজসকে সেখানে ৫০০ মিলিয়ন ডলারের ইয়টে ঘুরে বেড়াতে দেখা গেল! হ্যাঁ, ঠিকই পড়েছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কিছু ছবি। সেখানেই দেখা যাচ্ছে, বিলাসবহুল ইয়টে প্রেমিকা লরেন স্যাঞ্চেসের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।
[আরও পড়ুন: বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নিচ্ছে রিজার্ভ ব্যাংক, বদলে ফেলুন এই তারিখের মধ্যেই]
Jeff Bezos & his girlfriend Lauren took his $500 million yacht out and got some sun… Nice pic.twitter.com/7JJraFNItp
— The JRE Companion (@TheJRECompanion) May 17, 2023
সম্প্রতি মায়ামিতে ফর্মুলা ওয়ান রেস দেখতে গিয়েছিলেন বেজস (Jeff Bezos)। তার পরদিনই স্পেনে বান্ধবীকে সঙ্গে নিয়ে ৪১৭ ফুট দীর্ঘ ইয়টে ঘনিষ্ঠ হলেন তিনি। নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ছবিতে ধরা দিয়েছেন শার্টনেস বেজস। বিকিনিতে তাঁর গার্লফ্রেন্ড। এটিই নাকি বিশ্বের দীর্ঘতম ইয়ট। সংস্থার প্রধান বলে কথা, এমন জীবন কাটাতে দোষ কোথায়! কিন্তু সময়টাই ভিলেন হয়ে দাঁড়িয়েছে বেজসের সামনে।
আমাজন যখন কাতারে-কাতারে কর্মীদের চাকরি কেড়ে নিচ্ছে শুধুমাত্র সংস্থার খরচ কমানোর ‘অজুহাতে’, তখন অনেকেই মনে করছেন, সেই সংস্থার প্রধানের এহেন আচরণ একেবারেই মেনে নেওয়া যায় না। তবে সমালোচনা কানে তুলতে নারাজ বেজস।
[আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের আগে নতুন কর্মসূচি, এবার ‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে জানান সমস্যার কথা]
Source: Sangbad Pratidin