সংবাদ প্রতিদিন ব্যুরো: লক্ষ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে মাধ্যমিকে (Madhyamik Exam 2023) প্রথম স্থানে কাটোয়ার দেবদত্তা মাঝি। লক্ষ্য আইআইটি। দ্বিতীয় শুভম পাল ও রিফত হাসান সরকারের স্বপ্ন ডাক্তার হয়ে মানুষের পাশে দাঁড়ানো।
পূ্র্ব বর্ধমানের কাটোয়া বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা দেবদত্তা মাঝি। বাবা জয়ন্ত মাঝি পেশায় অধ্যাপক। মা শেলি দাঁ কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুলের শিক্ষিকা। বরাবরই পড়াশোনায় ভাল দেবদত্তা। মাধ্যমিকের আগেও দিনভর ব্যস্ত থাকত লেখারপড়ায়। দেবদত্তা ভেবেছিল, মেধা তালিকায় ঠাঁই পাবে। কিন্তু একে বারে প্রথম হবে তা ভাবতে পারেনি। পর্ষদ সভাপতি নাম ঘোষণা করতেই কাটোয়ার মাঝি পরিবারের আনন্দের বন্যা। নিজে হাতে মেয়েকে মিষ্টি খাওয়ালেন মা শেলি দেবী। দেবদত্তা জানিয়েছে, আইটিআইতে পড়াশোনা শোনা করতে চায় সে।
হাসান রিফাত সরকার।
[আরও পড়ুন: WB Madhyamik Result 2023: মাধ্যমিকে প্রথম কাটোয়ার দেবদত্তা, মেধাতালিকায় ঠাঁই পেল না কলকাতার কোনও পড়ুয়া]
মাধ্যমিকে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র রিফাত হাসান সরকার ও বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের শুভম পাল। দু’জনের স্বপ্ন চিকিৎসক হওয়া। সেই লক্ষ্যেই পড়াশোনা চালিয়ে গিয়েছে। তবে মাধ্যমিকে এতটা ভাল ফল হবে তা ভাবতে পারেনি নিজেরাও। শুভম জানিয়েছ, তাঁর প্রিয় বিষয় বায়োলজি। তবে গল্পের বই তার বিশেষ পছন্দ। পড়ার ফাঁকে সময় পেলেই গল্পের বই পড়ত শুভম। শুভমের বাবা সমীর পাল জানিয়েছেন, ছেলের পড়াশোনা দেখতেন পড়ুয়ার মা। এত ভাল ফল হবে ভাবতে পারেননি। ছেলের পছন্দের পথেই তাকে এগোতে দেবেন বলে জানিয়েছেন সমীরবাবু। ছেলের সাফল্যে গর্বিত মা।
মাধ্যমিক পরীক্ষার ফল (WB Madhyamik Result) এবার সরাসরি জানা যাবে ‘সংবাদ প্রতিদিন’ ডিজিটালেও। www.sangbadpratidin.in ওয়েবসাইটে ঢুকলেই মাধ্যমিক ফলাফল সংক্রান্ত একটি পপ আপ আপনার নজরে পড়বে। তাতে ক্লিক করুন। তারপর https://result.sangbadpratidin.in ক্লিক করে নির্দিষ্ট জায়গায় ছাত্র বা ছাত্রীর রোল নম্বর এবং জন্মতারিখ টাইপ করলেই কেল্লাফতে। জানা যাবে মাধ্যমিকের ফলাফল।
[আরও পড়ুন: ভগবানপুরে তৃণমূল কর্মীর উপর গুলি কেন্দ্রীয় বাহিনীর! বিস্ফোরক অভিযোগ শাসকদলের]
Source: Sangbad Pratidin