স্টাফ রিপোর্টার : রক্তদানের সময়ই জানা যাবে আপনি কতটা সুস্থ। কোন ব্যাধি থাকলে রক্তদান সম্ভব নয়। আবার সাবালক না হলেও সুস্থ শরীর এবং স্বাভাবিক রক্তচাপ ও পালস রেট ঠিক থাকলে রক্তদান সম্ভব। সেক্ষেত্রে অভিভাবক অনুমতি দেবেন। এখন ৬৫ বছরের বয়স্ক ব্যক্তি রক্তদান করতে পারবেন। এমন অনেক তথ্য বিজ্ঞপ্তি আকারে স্বাস্থ্য দফতর বৃহস্পতিবার প্রকাশ করল।
প্রাথমিক নিয়ম
১) ন্যূনতম বয়স ১৮ বছর।
২) সর্বোচ্চ বয়স ৬০ বছর (প্রথমবারের দাতা হলে) থেকে ৬৫ বছর (নিয়মিত দাতা হলে)।
৩) ন্যূনতম ওজন হতে হবে ৩৫০ মিলি দানের ক্ষেত্রে ৪৫ কেজি, ৪৫০ মিলি দানের ক্ষেত্রে ৫৫ কেজি এবং অ্যাফোরেসিসের ক্ষেত্রে ৫০ কেজি।
৪) রক্তদানের সময়ে রক্তচাপ থাকতে হবে ১০০-১৪০/৬০-৯০, পালস রেট থাকতে হবে ৫০-১০০ প্রতি মিনিটে দু’টি রক্তদানের মধ্যে পুরুষদের ৩ মাস ও মহিলাদের ৪ মাসের ন্যূনতম ব্যবধান রাখতে হবে।
[আরও পড়ুন: নিঝুম রাতে আমগাছে অশরীরী! সিভিক ভলান্টিয়াররা পিছু নিতেই উধাও, আতঙ্কে কাঁটা বান্দোয়ান]
কারা পারবেন না
১) হেপাটাইটিস-বি/সি, এইচআইভি, ম্যালেরিয়া, টিবি থাকলে।
২) মহিলারা স্তন্যদান করালে এবং ঋতুস্রাব চলাকালীন।
৩) ওপেন হার্ট (বাইপাস-সহ) কিংবা অঙ্কো সার্জারি হলে।
৪) অ্যাজমা, ক্যানসার, চেস্ট পেন, হার্টের অসুখ, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, রিউম্যাটিক হার্ট ডিজ়িজ, এন্ডোক্রিন ডিজ়অর্ডার, খিঁচুনি কিংবা মৃগীর ইতিহাস, স্কিৎজোফ্রেনিয়া থাকলে।
৫) ইনসুলিন, নাইট্রোগ্লিসারিন, ডিজিটালিসের পাশাপাশি অ্যান্টি-কনভালস্যান্ট, অ্যান্টি-এরিথমিক্স, অ্যান্টি-কোয়াগুল্যান্ট, অ্যান্টি-থাইরয়েড ওষুধের মতো ওষুধ চললে।
ক্ষেত্রবিশেষে বিরতি
১) সন্তান প্রসবের পর অন্তত ১২ মাস এবং গর্ভপাতের পর অন্তত ৬ মাস।
২) অ্যানাস্থেশিয়া করে বড় অস্ত্রোপচারে বেশি রক্তক্ষরণ হলে অন্তত ১২ মাস।
৩) ছোটখাটো অস্ত্রোপচার হলে, রক্ত নিলে, দাঁত তুললে কিংবা দাঁতের অস্ত্রোপচারের ক্ষেত্রে অন্তত ৬ মাস।
৪) ঠান্ডা লাগা, সর্দি-কাশি-সাইনাসাইটিস, কোভিড, ফ্লু ইত্যাদির ক্ষেত্রে সেরে ওঠার পর অন্তত ২৮ দিন।
৫) টাইফয়েড, কলেরা, প্যাপিলোমা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, মেনিঙ্গোকক্কাল, পার্টুসিস, নিউমনোকক্কাল, পোলিও, ডিপথেরিয়া, টিটেনাস, প্লেগ ইত্যাদির টিকা নিলে অন্তত ১৪ দিন।
৬) মিজলস, রুবেলা, মাম্পস, জাপানিজ এনসেফালাইটিস, ইয়েলো ফিভার, হেপাটাইটিস-এ টিকা নিলে অন্তত ২৮ দিন।
৭) টিটেনাস ভ্যাকসিন, অ্যান্টি-স্নেক ভেনম সিরাম, অ্যান্টি-ডিপথেরিয়া সিরামের ক্ষেত্রে ২৮ দিন।
৮) অ্যান্টি-রেবিস ও হেপাটাইটিস-বি টিকার ক্ষেত্রে ১২ মাস।
টিকা এবং ট্যাটুর ক্ষেত্রে
১) করোনার টিকা নিলে ১৪ দিন।
২) যে কোনও অ্যান্টিবায়োটিক কোর্স শেষ হওয়ার পর অন্তত ১৪ দিন।
৩) আকুপাংচার, ট্যাটু ইত্যাদির ক্ষেত্রে অন্তত ১২ মাস।
৪) এমন কোনও ওষুধ যার পার্শ্বপ্রতিক্রিয়া এখনও অজানা।
[আরও পড়ুন: এগরা কাণ্ডের প্রতিবাদে বিজেপির মিছিলে বোমাবাজি, পরপর বিস্ফোরণ, উত্তপ্ত ভগবানপুর]
Source: Sangbad Pratidin