অনবদ্য সেঞ্চুরি কোহলির, হায়দরাবাদকে হারিয়ে প্লে অফের দৌড়ে আরসিবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচটি ছিল বিরাট কোহলিদের কাছে মরণ-বাঁচনের। ম্যাচ জিতলে প্লে অফের আশা ভালভাবে বেঁচে থাকবে। দিনান্তে কোহলি-ডু প্লেসির দাপটে ম্যাচ জিতল আরসিবি। প্লে অফের দৌড়ে ভালভাবে থেকে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স। আর বিরাট কোহলিরা ম্যাচ জেতার ফলে কলকাতা নাইট রাইডার্সের প্লে অফে যাওয়ার সব স্বপ্ন কার্যত ভেঙেই গেল। খাতায় কলমে কেকেআরের প্লে অফে পৌঁছনোর একটা সুযোগ ছিল। কিন্তু তা ছিল খুবই কঠিন। প্লে অফের ছাড়পত্র নাইটদের জোগাড় করতে হলে একগুচ্ছ পারমুটেশন-কম্বিনেশন করতে হত। কিন্তু আরসিবি বৃহস্পতিবার জিতে নাইটদের আশায় জল ঢেলে দিল। শুধু কেকেআর কেন, মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালসের পথও তো কণ্টকাকীর্ণ করে দিল আরসিবি। তাদের স্বপ্নও ভেঙে দিল কোহলির আরসিবি।
কোহলি ধরা দিলেন বিরাট অবতারে। তাঁর ওপেনিং সঙ্গী ফ্যাফ ডু প্লেসিও চেনা ছন্দে ছিলেন। আর এই দুই তারকা চলতে শুরু করলে আরসিবি-কে রোখে কার সাধ্যি! সানরাইজার্স হায়দরাবাদও পারেনি। কোহলি হাঁকালেন ‘বিরাট’ সেঞ্চুরি। এবারের আইপিএলে তাঁর প্রথম শতরান। কিন্তু আইপিএলের ইতিহাসে তিনি এবং ক্রিস গেইল একই বন্ধনীতে। দু’ জনের সেঞ্চুরির সংখ্যা ৬। ৯৪ থেকে ছক্কা হাঁকিয়ে কোহলি সেঞ্চুরিতে পৌঁছন এদিন। কিন্তু সেঞ্চুরির পরের বলেই তাঁকে ফিরতে হয়। তিনি নিজেও হতবাক হয়ে যান। হয়তো ভেবেছিলেন তাঁর মারা শটটা গ্যালারিতে আছড়ে পড়বে। কোহলির ৬৩ বলে ১০০ রানের ইনিংসটা অনেকেই মনে রাখবেন বহুদিন। তাঁকে যোগ্য সঙ্গত করে গেলেন ফ্যাফ ডু প্লেসি। ১৭২ রানে প্রথম উইকেট যায় আরসিবি-র। দক্ষিণ আফ্রিকার তারকা ডু প্লেসি ফেরেন ৭১ রানে। বাকি কাজটা সারেন ম্যাক্সওয়েল ও ব্রেসওয়েল। দুরন্ত এই জয়ের ফলে আইপিএলের পয়েন্ট তালিকায় আরসিবি পাঁচ নম্বর থেকে উঠে এল চারে। চার থেকে নেমে গেল মুম্বই ইন্ডিয়ান্স। উল্লেখ্য, এখনও একটি ম্যাচ বাকি রয়েছে আরসিবি-র। তাদের রান রেটও বেশ ভাল। 
[আরও পড়ুন: ‘বাইরে চিকিৎসা করাতে হবে’, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন অনুব্রতর]
বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদ প্রথমে ব্যাট করে ২০ ওভারে তোলে পাঁচ উইকেটে ১৮৬ রান। সানরাইজার্স হায়দরাবাদকে বেশ ভাল জায়গায় পৌঁছে দেওয়ার পিছনে রয়েছে ক্লাসেনের দুরন্ত সেঞ্চুরি। ৫১ বলে ১০৪ রান করে ফিরে যান ক্লাসেন। আটটি বাউন্ডারি ও ছ’টি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। ক্লাসেন ছাড়া সানরাইজার্স হায়দরাবাদের বাকিরা ভাল রান পাননি। হ্যারি ব্রুক ১৯ বলে ২৭ রান করে অপরাজিত থেকে যান। ক্লাসেনের দুরন্ত ব্যাটিংয়ে ম্লান হয়ে যান বাকিরা। আরসিবি বোলাররাও ক্লাসেনকে থামানোর উপায় খুঁজে পাননি।
টি-টোয়েন্টি ফরম্যাটে ১৮৬ রান কম নয়। কিন্তু যে দলে বিরাট কোহলি ও ফ্যাফ ডু প্লেসির মতো তারকা ব্যাটার থাকেন, সেই দল যে খুব সহজেই ম্যাচ জিতবে তা বলাই বাহুল্য। আরসিবি-র কাছে এদিনের ম্যাচটি ছিল সব দিক থেকেই গুরুত্বপূর্ণ। এরকম কঠিন পরিস্থিতিতে বহুবার ঝলসে উঠেছে কোহলির ব্যাট। এদিনও কোহলির ব্যাট কথা বলল। অন্য দিকে ডু প্লেসিও ধ্বংস করে গেলেন সানরাইজার্সের বোলিং। খেলা যত এগোলো কোহলিকে ততই ভয়ংকর দেখালো। এই বিরাট কোহলিকেই সবাই দেখতে চান। 
[আরও পড়ুন: সবুজ-মেরুন জার্সি পরে লখনউয়ের খেলার ঘোষণার পোস্ট ডিলিট ঘিরে জল্পনা তুঙ্গে]
 

Source: Sangbad Pratidin

Related News
সাতষট্টির প্রেমিকার সঙ্গে সহবাসে থাকতে চান, আদালতের দ্বারস্থ ২৮ বছরের যুবক
সাতষট্টির প্রেমিকার সঙ্গে সহবাসে থাকতে চান, আদালতের দ্বারস্থ ২৮ বছরের যুবক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভালবাসা রূপ-যৌবনের ধার ধারে না। বয়সেরও তোয়াক্কা করে না। সেই কথা যেন আবারও প্রমাণিত হল মধ্যপ্রদেশের Read more

পোশাকের সেফটিপিন গলায় বিঁধে বিপত্তি! মহিলার প্রাণ বাঁচাল বর্ধমান মেডিক্য়াল কলেজ
পোশাকের সেফটিপিন গলায় বিঁধে বিপত্তি! মহিলার প্রাণ বাঁচাল বর্ধমান মেডিক্য়াল কলেজ

অভিরূপ দাস: খেতে খেতে টিভি দেখার মাশুল। মনোযোগ টিভির দিকে। কোন ফাঁকে ব্লাউজের সেফিটিপিন খুলে ভাতে পড়েছে তা খেয়ালও করেননি। Read more

ফুটবলার ছাড়ল না মুম্বই, জাতীয় শিবিরে ক্লাব বনাম দেশ ঘিরে হঠাৎ ধুন্ধুমার
ফুটবলার ছাড়ল না মুম্বই, জাতীয় শিবিরে ক্লাব বনাম দেশ ঘিরে হঠাৎ ধুন্ধুমার

দুলাল দে : ফুটবলার ছাড়া নিয়ে একটা সময় দেশ আর ক্লাবের লড়াই প্রায় প্রতিদিনকার খবর ছিল। আইএসএল (ISL) হওয়ার পর Read more

‘কাশ্মীরে ৩৭০ ধারা ফেরানো সম্ভব নয়’, আজাদের গলায় বিজেপির সুর?
‘কাশ্মীরে ৩৭০ ধারা ফেরানো সম্ভব নয়’, আজাদের গলায় বিজেপির সুর?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেসত্যাগী গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad) কি শেষ পর্যন্ত বিজেপিতে (BJP) যোগ দিতে চলেছেন? রবিবার Read more

‘১ থেকে ১০০ হতে সময় লাগবে না’, চ্যালেঞ্জ নবনির্বাচিত কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাসের
‘১ থেকে ১০০ হতে সময় লাগবে না’, চ্যালেঞ্জ নবনির্বাচিত কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাসের

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: প্রথমবার প্রার্থী হয়ে ভোটে জয়। আর জিতেই বিধানসভায় (Assembly) পা রেখেছেন। সাগরদিঘি উপনির্বাচনে (Sagardighi By-election) শাসক শিবিরে কার্যত Read more

মোদি ও যোগীকে খুনের হুমকি দিয়ে ই-মেল! লখনউ থেকে গ্রেপ্তার নাবালক স্কুলছাত্র
মোদি ও যোগীকে খুনের হুমকি দিয়ে ই-মেল! লখনউ থেকে গ্রেপ্তার নাবালক স্কুলছাত্র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে কোনও মুহূর্তে হত্যা করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। এমনই হুমকি Read more