হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসে সফরের আমন্ত্রণে বৈষম্য! ডাক পেল BJP, ‘ব্রাত্য’ বিরোধীরা

অংশুপ্রতীম পাল, খড়গপুর: শুরু হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের পথচলা। ট্রেন চালু হওয়ার প্রথম দিন সরকারি আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি-সহ সংবাদ মাধ্যমের কর্মীদের আমন্ত্রণ জানানো হয়। কিন্তু এই আমন্ত্রণের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ। বিশেষ করে খড়গপুর পুরসভার রেল ওয়ার্ডের কাউন্সিলরদের মধ্যে অধিকাংশকে আমন্ত্রণ করা হয়নি বলেই অভিযোগ। তবে তার মধ্যে পুরসভার বিজেপি কাউন্সিলরদের আমন্ত্রণ জানানো হয়েছে। ক্ষোভ তৈরি হয়েছে কংগ্রেস, তৃণমূল-সহ অন্যান্য দলের কাউন্সিলরদের মধ্যে। অভিযোগ উঠেছে রেলের অনুষ্ঠান বলে বেছে বেছে বিজেপি কাউন্সিলরদের আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও এ ব্যাপারে রেল কর্তৃপক্ষের সাফাই খড়গপুরের পুরপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। কোনও বৈষম্য করা হয়নি।
[আরও পড়ুন: দীর্ঘ টানাপোড়েন শেষে কর্ণাটকের মসনদে সিদ্দারামাইয়া, শপথগ্রহণে আমন্ত্রণ মমতাকে]
তবে রেল কর্তৃপক্ষ যাই বলুক না কেন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে সফর করার আমন্ত্রণ জানানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন খড়গপুর পুরসভার রেল ওয়ার্ডের অধিকাংশ কাউন্সিলর। এই ব্যাপারে খড়গপুর পুরসভার বিরোধী দলনেতা তথা ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিষ্ণু বাহাদুর কামি বললেন, “আমি রেল ওয়ার্ডের একজন কাউন্সিলর। তাছাড়া পুরসভার বিরোধী দলনেতা। আমাকে কোনও আমন্ত্রণ রেল কর্তৃপক্ষ জানায়নি। অথচ শুনেছি বিজেপির কাউন্সিলরদের ডাকা হয়েছে। এটা ঠিক হয়নি। কারণ, রেল কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের নিজস্ব সম্পত্তি নয়। সবাইকে ডাকা উচিত ছিল।” পুরসভার রেল এলাকার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডি বাসন্তী বলেছেন, “আমাকে রেলের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়নি। কিছু বলার নেই। রেল কর্তৃপক্ষ সরকারি একটি কর্মসূচিকে একটি দলের কর্মসূচিতে পরিণত করেছে।”
এদিকে, রেল কর্তৃপক্ষের আমন্ত্রণ পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত ও আবেগতাড়িত পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরসভার বিজেপির পরিষদীয় দলনেতা অনুশ্রী বেহেরা বললেন, “রেলের পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। আমি খুবই খুশি।” তবে পুরপ্রধানকে এই আমন্ত্রণ পাঠানো হয়েছে কিনা তিনি জানেন না বলে জানালেন। এই ওয়ার্ডটি রেল এলাকার মধ্যে। যদিও পুরপ্রধান কল্যাণী ঘোষ বলেন, “আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বুঝতে পারলাম না আমন্ত্রণ পত্রে সকাল সাড়ে নটা কেন উল্লেখ করা হয়েছে। যতদূর জানি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন খড়গপুর স্টেশনে রাত আটটায় পৌঁছনোর কথা। আর এই বিভ্রান্তির কারণে যাওয়া হয়নি।”
এদিকে রেল এলাকার অধীন খড়গপুর পুরসভার ১৫ ও ২৭ নম্বর ওয়ার্ডের দুই তৃণমূল কাউন্সিলর বানতা মুরলী ও রোহন দাস রীতিমতো ক্ষোভ প্রকাশ করে বলেন, “জানি না কেন আমাদের ডাকা হয় নি। এটা তো রেলের অনুষ্ঠান। আমরা যারা রেল ওয়ার্ডের কাউন্সিলর তাঁদের তো অন্তত আমন্ত্রণ করতে পারত। মনে হয় আমরা বিজেপি বিরোধী দলের কাউন্সিলর বলে হয়ত ডাকা হয়নি।” তবে রেলের খড়গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম তথা জনসংযোগ আধিকারিক রাজেশ কুমার বলেন, “খড়গপুরের পুরপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি ঠিক করবেন কাদের নিয়ে তিনি সফরে যাবেন। কোনও বৈষম্য করা হয়নি।” এদিকে, এই আমন্ত্রণ শহরের বিজেপির তারকা বিধায়ক হিরণকে করা হলেও তিনি সফরে থাকবেন কিনা সেটি নিশ্চিত হওয়া যায় নি। তবে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ এইদিন সন্ধে সাড়ে ছটায় ওড়িশার বালেশ্বর থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন সফরে অংশগ্রহণ করেন। যদিও তাঁর খড়গপুর স্টেশন থেকে এই ট্রেনে ওঠার কর্মসূচি ছিল।
[আরও পড়ুন: নিঝুম রাতে আমগাছে অশরীরী! সিভিক ভলান্টিয়াররা পিছু নিতেই উধাও, আতঙ্কে কাঁটা বান্দোয়ান]

Source: Sangbad Pratidin

Related News
শীঘ্রই ঘোষিত হবে ১০৬ পুরসভার পুরপ্রধানদের নাম, বৈঠকে ইঙ্গিত মমতার
শীঘ্রই ঘোষিত হবে ১০৬ পুরসভার পুরপ্রধানদের নাম, বৈঠকে ইঙ্গিত মমতার

স্টাফ রিপোর্টার: সদ্যসমাপ্ত নির্বাচনের পর ১০৬টি পুরসভায় (WB Civic Polls 2022) দলের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের তালিকা বুধবার অধিকাংশই চূড়ান্ত Read more

ব্লক সভাপতিকে সোশ্যাল মিডিয়ায় হুমকি, বীরভূমে গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সদস্য
ব্লক সভাপতিকে সোশ্যাল মিডিয়ায় হুমকি, বীরভূমে গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সদস্য

নন্দন দত্ত, সিউড়ি: কুরুচিকর ভাষায় দলের ব্লক সভাপতিকে সোশ্যাল মিডিয়ায় হুঁশিয়ারি, বিজেপির হয়ে ভোট করানো-সহ একাধিক অভিযোগ। থানায় অভিযোগ দায়েরের Read more

কর্ণাটকে কংগ্রেস এগোতেই ‘অপারেশন লোটাসে’র জুজু! এগিয়ে থাকা প্রার্থীদের সরানো হচ্ছে বেঙ্গালুরু
কর্ণাটকে কংগ্রেস এগোতেই ‘অপারেশন লোটাসে’র জুজু! এগিয়ে থাকা প্রার্থীদের সরানো হচ্ছে বেঙ্গালুরু

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ণাটকে (Karnataka) শনিবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে গণনা। এখনও পর্যন্ত প্রাপ্ত ট্রেন্ড থেকে পরিষ্কার, কংগ্রেসের Read more

‘আদিপুরুষ’ ডুবলেও প্রভাসের ঝুলিতে কোট কোটি টাকা! নতুন ছবিতে কত পারিশ্রমিক চাইলেন নায়ক?
‘আদিপুরুষ’ ডুবলেও প্রভাসের ঝুলিতে কোট কোটি টাকা! নতুন ছবিতে কত পারিশ্রমিক চাইলেন নায়ক?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক ছবি ফ্লপ। ‘আদিপুরুষ’ তো ডাহা ফ্লপ বক্স অফিসে। তবুও পারিশ্রমিক কিন্তু কমাচ্ছেন না Read more

টাকার বদলে প্রশ্ন! মহুয়ার বিরুদ্ধে তদন্তে সংসদের এথিক্স কমিটি, পালটা মানহানির মামলা তৃণমূল নেত্রীর
টাকার বদলে প্রশ্ন! মহুয়ার বিরুদ্ধে তদন্তে সংসদের এথিক্স কমিটি, পালটা মানহানির মামলা তৃণমূল নেত্রীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকার বদলে প্রশ্ন। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবার গেল সংসদের এথিক্স কমিটিতে (Parliament Read more

কাশ্মীরি পণ্ডিত শিক্ষকদের পুনর্বাসনের তালিকা ফাঁস, তোপের মুখে কেন্দ্রীয় সরকার
কাশ্মীরি পণ্ডিত শিক্ষকদের পুনর্বাসনের তালিকা ফাঁস, তোপের মুখে কেন্দ্রীয় সরকার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূস্বর্গে বারবার আক্রান্ত হচ্ছেন কাশ্মীরি পণ্ডিতরা (Kashmiri Pandit)। মাত্র এক মাসের মধ্যে জঙ্গিদের হানায় (Terrorist Attack) Read more