সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৮৯ সাল। মুক্তি পেয়েছিল ‘ম্যায়নে প্যায়ার কিয়া’। মুখ্য ভূমিকায় সলমন খান ও ভাগ্যশ্রী। তামাম দেশবাসী হইহই করে হল ভরিয়ে সলমন-ভাগ্যশ্রী জুটির রোম্যান্স দেখতে। তৎকালীন প্রজন্মের কাছে তখন সেই জুটি আইকন। এই সিনেমার দৌলতেই যদিও দুই তারকার কপালে শিকে ছিঁড়েছিল, তবে কুকথাও কম শুনতে হয়নি! সন্তানের জন্মের একদিনের মাথায় ভাগ্যশ্রীকে খোঁটা শুনতে হয়েছিল যে, তিনি নাকি সলমন খানের সঙ্গে প্রেম করছেন।
সম্প্রতি, সলমন অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে ভাগ্যশ্রীকে ক্যামিওর চরিত্রে দেখা গিয়েছিল। আসলে, ‘ম্যায়নে প্যায়ার কিয়া’র পর আর এই হিট জুটিকে দেখতে পাননি দর্শকরা। সংসারে মন দিয়েছিলেন নায়িকা। সেই ইচ্ছেপূরণ করতেই ৩৪ বছর পর ভাগ্যশ্রীকে ফোন করেন ভাইজান। ফিল্মি-কেরিয়ারের প্রথম নায়ককে ফেরাননি তিনি। তবে জানেন কি, এই ভাগ্যশ্রীকেই একবার সলমন খানের সঙ্গে প্রেমের রটনা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল?
আরও পড়ুন: ওহ লাভলি! টলিউডে পা রেখেই সুপারস্টার, সুইমিংপুলে ‘মদনদা’র ‘নায়িকা-বিলাস’
ভাগ্যশ্রীর কোলে তখন সন্তান। বয়স মাত্র ১ দিন। তার মাসখানেক আগে থেকেই রটে যায় যে তিনি নাকি সলমন খানের সঙ্গে প্রেম করছেন। যার জেরে নায়িকার স্বামী হিমালয় দাসানিও ছাড় পাননি। সন্তান হওয়ার পরই পাপ্পারাজিরা তাঁকে ছেঁকে ধরেন! এমনকী এও প্রশ্ন করে বসেন যে, “ভাগ্যশ্রী তো সলমনের সঙ্গে প্রেম করছেন, আর এখন এই সন্তান হল, কেমন অনুভূতি আপনার?” তার মাত্র এক দিন আগেই পুত্রসন্তান অভিমন্যু দাসানির জন্ম দেন অভিনেত্রী।
ভাগ্যশ্রীর সন্তানকে হাসপাতালে দেখতে গিয়ে এক সাংবাদিক এমন কাণ্ড ঘটিয়েছিলেন। হাতে ফুলে তোড়া। দরজার বাইরে দাঁড়িয়ে অভিনেত্রীর ননদ। সেই সাংবাদিক অনুমতি নিয়ে নায়িকার কেবিনে প্রবেশ করতেই তাঁর স্বামী হিমালয় দাসানিকে সলমন ও ভাগ্যশ্রীর সম্পর্ক নিয়ে প্রশ্ন করে বসেন। যা শুনে বেজায় অস্বস্তিতে পড়েছিলেন তিনি। সমন্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনার কথা ফাঁস করেন ভাগ্যশ্রী।
আরও পড়ুন: কিয়ারার প্রেমে হাবুডুবু কার্তিক, কাশ্মীরের কোলে নতুন এক ‘সত্যপ্রেম কি কথা’, দেখুন টিজার
Source: Sangbad Pratidin