কুন্তল ঘোষের চিঠি মামলায় কীভাবে নাম জুড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? জেনে নিন ঘটনাক্রম

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুন্তল ঘোষের চিঠি মামলায় কলকাতা হাই কোর্টে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অমৃতা সিনহার রায় নিয়ে বিভিন্ন মহলে চলছে জোর আলোচনা। পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার ভাবনায় খোদ অভিষেক। কিন্তু কীভাবে এই মামলায় নাম জুড়ল অভিষেকের? একনজরে দেখে নেওয়া যাক ঘটনাক্রম।
নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রয়োজনে অভিষেককে জেরার নির্দেশে কথাও বলেন। তারই মাঝে গত মার্চ মাসে শহিদ মিনারে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই সভামঞ্চ থেকে তিনি দাবি করেন, মদন মিত্র, কুণাল ঘোষেদের দিয়ে একসময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা জোর করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করেন। তার ঠিক দিনদুয়েক পর আদালত চত্বরে দাঁড়িয়ে নিয়োগ দুর্নীতিতে ধৃত বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের গলায় শোনা যায় একই সুর। তিনি দাবি করেন, কেন্দ্রীয় এজেন্সি তাঁকে অভিষেকের নাম বলার জন্য চাপ দিচ্ছে। এখানেই থেমে থাকেননি তিনি। আইনি পদক্ষেপ নেন। গত ১ এপ্রিল হেস্টিংস থানা এবং আলিপুর আদালতে কারা কর্তৃপক্ষের মাধ্যমে লিখিত আকারে জানান কুন্তল।
[আরও পড়ুন: ওহ লাভলি! টলিউডে পা রেখেই সুপারস্টার, সুইমিংপুলে ‘মদনদা’র ‘নায়িকা-বিলাস’]
তারই জল গড়ায় কলকাতা হাই কোর্টেও। ওই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কুন্তল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরার কথা বলেছিলেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। এই মামলায় এজলাস বদল হয়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা যায় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। বেঞ্চ বদল হয়েও বিশেষ লাভ হয়নি। গত ৮ মে এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পার্টি করার নির্দেশ দেন বিচারপতি সিনহা। তদন্তে সহযোগিতা করতে কী অসুবিধা অভিষেকের, প্রশ্নও করেন বিচারপতি।
এরপর বৃহস্পতিবার মামলার রায় ঘোষণা করেন বিচারপতি সিনহা। বিচারপতির নির্দেশ, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে প্রয়োজনে জেরা করতে পারবে সিবিআই-ইডি। আগামী ৯ জুনের মধ্যে তদন্তকারী সংস্থাকে রিপোর্ট জমা করতে হবে। পাশাপাশি আদালতের সময় নষ্ট করার জন্য কুন্তল ঘোষ ও অভিষেককে মোট ৫০ লক্ষ টাকা জরিমানা করে আদালত। বিচারপতি সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে পরবর্তী আইনি পদক্ষেপের ভাবনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়।
[আরও পড়ুন: দিলীপ ঘোষের পর জঙ্গলমহলে কুড়মিদের ক্ষোভের মুখে রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া, উঠল স্লোগান]

Source: Sangbad Pratidin

Related News
Mamata Banerjee: ‘বিশ্ববাংলার শাড়ি একটু দামি’, ‘বাংলার শাড়ি’র দাম বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী
Mamata Banerjee: ‘বিশ্ববাংলার শাড়ি একটু দামি’, ‘বাংলার শাড়ি’র দাম বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে রাজ্য সরকার। একাধিক জায়গায় কীভাবে কর্মসংস্থান বাড়ানো সম্ভব, তা নিয়ে নবান্নে রিভিউ Read more

কেরলে গাঁটছড়া সর্বকনিষ্ঠ বিধায়ক-মেয়রের, কেন অভিনব এই বিয়ে?
কেরলে গাঁটছড়া সর্বকনিষ্ঠ বিধায়ক-মেয়রের, কেন অভিনব এই বিয়ে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল  ডেস্ক: এক বিয়েতে একাধিক নজির। প্রথমত, পাত্রী দেশের কনিষ্ঠতম মেয়র (Mayor), পাত্র কেরলের (Kerala) কনিষ্ঠতম বিধায়ক (MLA)। Read more

১০০ বছরের পুরনো মসজিদ সার্ভে করুক ASI, সুপ্রিম কোর্টে দায়ের জনস্বার্থ মামলা
১০০ বছরের পুরনো মসজিদ সার্ভে করুক ASI, সুপ্রিম কোর্টে দায়ের জনস্বার্থ মামলা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জ্ঞানবাপী মসজিদ (Gyanvapi Mosque) নিয়ে বিতর্কের মধ্যেই সুপ্রিম কোর্টে (Supreme Court) দায়ের করা হল একটি জনস্বার্থ Read more

প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রপতি, কোবিন্দ-মোদি সাক্ষাতের সম্ভাবনা
প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রপতি, কোবিন্দ-মোদি সাক্ষাতের সম্ভাবনা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঞ্জাব সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) নিরাপত্তার গলদের প্রশ্নে এবার উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রপতি Read more

ভারতীয় অর্থনীতিতে ফের ধস, বাজার খুলতেই টাকার দামের সর্বকালীন পতন
ভারতীয় অর্থনীতিতে ফের ধস, বাজার খুলতেই টাকার দামের সর্বকালীন পতন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের অর্থনীতির রক্তক্ষরণ অব্যাহত। আরও একবার কমল টাকার মূল্য। সোমবার ৩৬ পয়সা নামল টাকার দাম। বাজার Read more

গজবেশে জগন্নাথ, পদ্মবেশে সুভদ্রা, স্নানযাত্রা ঘিরে মায়াপুর-মাহেশে বিপুল জনসসমাগম
গজবেশে জগন্নাথ, পদ্মবেশে সুভদ্রা, স্নানযাত্রা ঘিরে মায়াপুর-মাহেশে বিপুল জনসসমাগম

সঞ্জিত ঘোষ ও সুমন করাতি: জগন্নাথের স্নানযাত্রা উপলক্ষে মাহেশ, মায়াপুরে লোকারণ্য। দূর-দূরান্ত থেকে ভক্তরা জড়ো হয়েছেন। হুগলির শ্রীরামপুর মাহেশের স্নানযাত্রা Read more