কুন্তল ঘোষের চিঠি মামলায় কীভাবে নাম জুড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? জেনে নিন ঘটনাক্রম

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুন্তল ঘোষের চিঠি মামলায় কলকাতা হাই কোর্টে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অমৃতা সিনহার রায় নিয়ে বিভিন্ন মহলে চলছে জোর আলোচনা। পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার ভাবনায় খোদ অভিষেক। কিন্তু কীভাবে এই মামলায় নাম জুড়ল অভিষেকের? একনজরে দেখে নেওয়া যাক ঘটনাক্রম।
নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রয়োজনে অভিষেককে জেরার নির্দেশে কথাও বলেন। তারই মাঝে গত মার্চ মাসে শহিদ মিনারে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই সভামঞ্চ থেকে তিনি দাবি করেন, মদন মিত্র, কুণাল ঘোষেদের দিয়ে একসময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা জোর করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করেন। তার ঠিক দিনদুয়েক পর আদালত চত্বরে দাঁড়িয়ে নিয়োগ দুর্নীতিতে ধৃত বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের গলায় শোনা যায় একই সুর। তিনি দাবি করেন, কেন্দ্রীয় এজেন্সি তাঁকে অভিষেকের নাম বলার জন্য চাপ দিচ্ছে। এখানেই থেমে থাকেননি তিনি। আইনি পদক্ষেপ নেন। গত ১ এপ্রিল হেস্টিংস থানা এবং আলিপুর আদালতে কারা কর্তৃপক্ষের মাধ্যমে লিখিত আকারে জানান কুন্তল।
[আরও পড়ুন: ওহ লাভলি! টলিউডে পা রেখেই সুপারস্টার, সুইমিংপুলে ‘মদনদা’র ‘নায়িকা-বিলাস’]
তারই জল গড়ায় কলকাতা হাই কোর্টেও। ওই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কুন্তল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরার কথা বলেছিলেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। এই মামলায় এজলাস বদল হয়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা যায় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। বেঞ্চ বদল হয়েও বিশেষ লাভ হয়নি। গত ৮ মে এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পার্টি করার নির্দেশ দেন বিচারপতি সিনহা। তদন্তে সহযোগিতা করতে কী অসুবিধা অভিষেকের, প্রশ্নও করেন বিচারপতি।
এরপর বৃহস্পতিবার মামলার রায় ঘোষণা করেন বিচারপতি সিনহা। বিচারপতির নির্দেশ, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে প্রয়োজনে জেরা করতে পারবে সিবিআই-ইডি। আগামী ৯ জুনের মধ্যে তদন্তকারী সংস্থাকে রিপোর্ট জমা করতে হবে। পাশাপাশি আদালতের সময় নষ্ট করার জন্য কুন্তল ঘোষ ও অভিষেককে মোট ৫০ লক্ষ টাকা জরিমানা করে আদালত। বিচারপতি সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে পরবর্তী আইনি পদক্ষেপের ভাবনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়।
[আরও পড়ুন: দিলীপ ঘোষের পর জঙ্গলমহলে কুড়মিদের ক্ষোভের মুখে রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া, উঠল স্লোগান]

Source: Sangbad Pratidin

Related News
হোয়াইট হাউস থেকে উদ্ধার মাদক! কোত্থেকে এল? শুরু তদন্ত
হোয়াইট হাউস থেকে উদ্ধার মাদক! কোত্থেকে এল? শুরু তদন্ত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খোদ হোয়াইট হাউসে (White House) উদ্ধার হল মাদক! এই সংবাদ নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আল জাজিরার মার্কিন Read more

প্রয়াত প্রবীণ কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ! স্রষ্টাহীন বাঁটুল, হাঁদা-ভোঁদারা
প্রয়াত প্রবীণ কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ! স্রষ্টাহীন বাঁটুল, হাঁদা-ভোঁদারা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলে গেলেন আপামর বাঙালির ‘ছোটবেলার জাদুকর’ নারায়ণ দেবনাথ। বয়স হয়েছিল ৯৭। মঙ্গলবার সকালেই শারীরিক পরিস্থিতির অবনতি Read more

মুসলিমদের উচিত ওঁকে দেখামাত্র মারা, পয়গম্বর বিতর্কে বিজেপি বিধায়ককে নিশানা কংগ্রেস নেতার
মুসলিমদের উচিত ওঁকে দেখামাত্র মারা, পয়গম্বর বিতর্কে বিজেপি বিধায়ককে নিশানা কংগ্রেস নেতার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে গতকাল গ্রেপ্তার হন তেলেঙ্গানার (Telangana) বিজেপি (BJP) বিধায়ক টি রাজা সিং Read more

কর্মক্ষেত্রে যৌন হেনস্তার তদন্তে পর্যাপ্ত কমিটি নেই সরকারি দপ্তরগুলিতে! ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
কর্মক্ষেত্রে যৌন হেনস্তার তদন্তে পর্যাপ্ত কমিটি নেই সরকারি দপ্তরগুলিতে! ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মক্ষেত্রে যৌন হেনস্তার (Physical harrasment) তদন্ত করতে পর্যাপ্ত কমিটিই নেই সরকারি দপ্তরগুলিতে। এমনটাই জানিয়ে উদ্বেগ প্রকাশ Read more

‘দ্য গ্রেট রেসকিউ’, উত্তরকাশীর সাফল্য নিয়ে সিনেমা তৈরির হিড়িক, একাধিক নামের প্রস্তাব
‘দ্য গ্রেট রেসকিউ’, উত্তরকাশীর সাফল্য নিয়ে সিনেমা তৈরির হিড়িক, একাধিক নামের প্রস্তাব

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৭ দিনের টানটান উত্তেজনা। একের পর এক চেষ্টা। অবশেষে সাফল্যের হাসি। যে হাসিতে মন জুড়িয়ে যায়। Read more

রাজু ঝা খুনে লতিফের ভূমিকা কী? জানতে গরু পাচারে অভিযুক্তকে এবার তলব করল SIT
রাজু ঝা খুনে লতিফের ভূমিকা কী? জানতে গরু পাচারে অভিযুক্তকে এবার তলব করল SIT

সৌরভ মাজি, বর্ধমান: রাজু ঝা খুনে আবদুল লতিফের (Abdul Latif) ভূমিকা কী? জানতে এবার কয়লা ও গরু পাচারে অভিযুক্ত লতিফকে Read more