সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁকে নিয়ে এতদিন ধরে চলছিল জল্পনা। তাঁকে নিয়ে ছিল প্রবল চর্চাও। সেই সের্জিও লোবেরার (Sergio Lobera) নতুন ঠিকানা ওড়িশা এফসি (Odisha FC)।
ওড়িশা ফুটবল ক্লাবের তরফ থেকেই সরকারিভাবে জানিয়ে দেওয়া হল তাদের নতুন কোচের নাম সের্জিও লোবেরা।
স্প্যানিশ এই কোচকে পাওয়ার জন্য একসময়ে প্রবলভাবে ঝাঁপিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু লাল-হলুদ ব্রিগেডের সঙ্গে কথাবার্তা বললেও শেষপর্যন্ত লোবেরা আর আসেননি কলকাতার ক্লাবে। দীর্ঘদিন অপেক্ষায় ছিল লাল-হলুদ। তার পরে লোবেরা না আসায় কার্লেস কুয়াদ্রাতকে কোচ করে ইস্টবেঙ্গল।
[আরও পড়ুন: ‘রিঙ্কু-যশস্বীকে এখনই জাতীয় দলে ডাকা উচিত, না হলে দেরি হয়ে যাবে’, বললেন হরভজন]
আইএসএলের সফল কোচ লোবেরাকে পাওয়ার পরে ওড়িশা এফসি টুইট করে, ”আওয়ার নিউ কোচ ইজ হিয়ার অ্যান্ড রেডি টু গো।” সোশ্যাল মিডিয়ায় ওড়িশা এফসি লিখেছে, সরকারি ভাবে জানানো হল ট্রান্সফার উইন্ডোর সবচেয়ে বৃহৎ ওপেন সিক্রেট। ওড়িশাতেই যে লোবেরা আসছেন, তা অনেক আগেই জেনে ফেলেছিল দেশের ফুটবলমহল। এদিন সরকারিভাবে ওড়িশা ঘোষণা করল লোবেরার নাম।
ভারতীয় ফুটবলে দারুণ পরিচিত লোবেরা। ওড়িশায় আসার আগে চিনের সিটি গ্রুপের ক্লাব সিচুয়ানের দায়িত্বে ছিলেন স্প্যানিশ কোচ। এক মরশুম চিনের ক্লাবে থাকার পরে ফের ভারতে ফিরছেন লোবেরা। এফসি গোয়ার কোচ থাকাকালীন ৬০টি ম্যাচের মধ্যে ৩৩টিতে জিতেছেন তিনি। মুম্বই সিটি-র হয়ে ২৩ টি ম্যাচে কোচিং করান লোবেরা। জেতেন ১৩টিতে।
Officially confirming the biggest open ‘secret’ of this transfer window @SergioLobera1 @OdishaFC
Our new head coach is here and ready to go! #OdishaFC #AmaTeamAmaGame #TheEasternDragons #WelcomeSergio pic.twitter.com/88WstufbLv
— Odisha FC (@OdishaFC) May 17, 2023
আইএসএল দেখেছে তাঁর উত্থান। মেগা টুর্নামেন্টেই আবার তাঁর প্রত্যাবর্তন ঘটছে। লোবেরার কোচিংয়ে ওড়িশা কী করে, সেটাই এখন দেখার।
[আরও পড়ুন: তরুণ ফুটবল প্রতিভা খুঁজে দেবে যন্ত্র! অভিনব উদ্যোগ AIFF-এর]
Source: Sangbad Pratidin