অ্যাম্বুল্যান্স দিল না হাসপাতাল, কিশোরীর দেহ মোটরবাইকে চাপিয়ে গ্রামের পথে বাবা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাম্বুল্যান্সের ভাড়া দেওয়ার সামর্থ্য না থাকায় মৃত শিশুর দেহ ব্যাগে ভরে বাড়িতে ফেরেন অসহায় বাবা। দিন দুই আগের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এরাজ্যে। এবারের ঘটনা মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। সেখানে কিশোরী কন্যার মৃতদেহ মোটরবাইকে চাপিয়ে হাসপাতাল থেকে গ্রামের পথে রওনা দিলেন অসহায় বাবা। অভিযোগ, সরকারি হাসপাতাল অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা না করায় বাধ্য হয়ে বিকল্প ব্যবস্থা করেন তিনি। ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়েছে সে রাজ্যে। অভিযুক্ত হাসপাতালের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন।
ঘটনাটি মধ্যপ্রদেশের শাহদোল অঞ্চলের। শাহদোলের সরকারি হাসপাতালে ১৩ বছরের কিশোরী মাধুরীকে ভরতি করেছিলেন পিতা লক্ষ্মণ সিং। রক্তাল্পতার ভুগছিল মাধুরী। শাহদোল থেকে ৭০ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম কোটার বাসিন্দা লক্ষ্মণ। সোমবার রাতে হাসপাতালেই মাধুরীর মৃত্যু হয়। এরপর হাসপাতাল কর্তৃপক্ষকে অ্যাম্বুল্যান্সের জন্য বলেন লক্ষ্মণ। সদ্য কন্যাহারা পিতার দাবি, হাসপাতালের লোকেরা জানায় ১৫ কিলোমিটারের বেশি দূরত্বে অ্যাম্বুল্যান্স মিলবে না। লক্ষ্ণণ বলেন, “আমরা অ্যাম্বুল্যান্স চেয়েছিলাম। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ১৫ কিলোমিটারের বেশি দূরত্বে পরিষেবা দেওয়া হয় না।” আরও বলেন, “নিজেদেরই অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করে নিতে হবে। পয়সা না থাকায় মোটরবাইকে মৃতদেহ চাপিয়ে বাড়ির দিকে রওনা দিই।”
[আরও পড়ুন: রুশ তেল নিয়ে ভারতকে রক্তচক্ষু ইউরোপীয় ইউনিয়নের, পালটা দিলেন জয়শংকর]
গোটা রাস্তা মোটরসাইকেলে ফিরতে হয়নি লক্ষ্মণকে। গ্রাম থেকে ২০ কিলোমিটার আগে শাহদোলের কালেক্টর বন্দনা বৈদ্যের চোখে পড়ে যায় মর্মান্তিক দৃশ্য। তিনিই বাকিপথের জন্য একটি গাড়ির ব্যবস্থা করেন। এরপর গ্রামে ফিরে মেয়ের শেষ কাজ করেন লক্ষ্মণ। শাহদোলের কালেক্টর অসহায় পিতাকে আর্থিক সাহায্যও করেছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি হাসপাতালের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
[আরও পড়ুন: গভীর রাতে পথদুর্ঘটনায় মৃত্যু অসমের ‘লেডি সিংহম’য়ের, ষড়যন্ত্রের অভিযোগ মায়ের]

Source: Sangbad Pratidin

Related News
‘সেন্সর’ বিতর্কের মাঝেও স্বমেজাজে! ‘এখনও চিঠি পাইনি’, ফের দাবি দিলীপের
‘সেন্সর’ বিতর্কের মাঝেও স্বমেজাজে! ‘এখনও চিঠি পাইনি’, ফের দাবি দিলীপের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিলীপ রয়েছেন দিলীপেই! দলের তরফে ‘সেন্সর’ করা হলেও বুধবার স্বমেজাজে প্রাতঃভ্রমণ সারতে ইকো পার্কে হাজির হলেন Read more

‘মাইনাস ৫ ডিগ্রি ঠান্ডায় সাতদিন হেঁটেছি’, ইউক্রেন থেকে ফিরে বললেন দার্জিলিংয়ের দুই পড়ুয়া 
‘মাইনাস ৫ ডিগ্রি ঠান্ডায় সাতদিন হেঁটেছি’, ইউক্রেন থেকে ফিরে বললেন দার্জিলিংয়ের দুই পড়ুয়া 

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন (Ukraine) এখন কার্যত মৃত্যুপুরী। একদিকে রুশ গোলাবর্ষণ, একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা, অন্যদিকে হাড়কাঁপানো Read more

Russia-Ukraine War: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সেবাধর্ম ISKCON-এর! বিপন্ন মানুষদের জন্য খুলে দেওয়া হল মন্দিরের দ্বার
Russia-Ukraine War: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সেবাধর্ম ISKCON-এর! বিপন্ন মানুষদের জন্য খুলে দেওয়া হল মন্দিরের দ্বার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের (Ukraine) সাধারণ মানুষদের পাশে দাঁড়াল ইসকন (ISKCON Temple)। দুর্দশাগ্রস্ত মানুষদের জন্য খুলে দেওয়া হল Read more

পুলিশ না পারলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিন, অশান্তি মামলায় রাজ্যকে পরামর্শ হাই কোর্টের
পুলিশ না পারলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিন, অশান্তি মামলায় রাজ্যকে পরামর্শ হাই কোর্টের

গোবিন্দ রায়: রাজ্য পুলিশ সামলাতে না পারলে আধা সামরিক বাহিনীর সাহায্য নিক নবান্ন। বাংলায় দফায়-দফায় অশান্তি নিয়ে শুভেন্দু অধিকারীর দায়ের Read more

মাসির বাড়ি বেড়াতে যাওয়াই কাল! তপসিয়ায় ২১তলা থেকে ‘মরণঝাঁপ’ দশম শ্রেণির পড়ুয়ার
মাসির বাড়ি বেড়াতে যাওয়াই কাল! তপসিয়ায় ২১তলা থেকে ‘মরণঝাঁপ’ দশম শ্রেণির পড়ুয়ার

সুব্রত বিশ্বাস: স্কুলে গরমের ছুটি শুরু হতেই মাসির বাড়ি বেড়াতে গিয়েছিল দশম শ্রেণির পড়ুয়া। আর সেই বেড়াতে যাওয়াই কাল হল Read more

Singer KK: ধমনীতে ৭০% ব্লকেজ নিয়েও অনুষ্ঠান, জীবন দিয়ে পেশাদারিত্বের প্রমাণ দিলেন কেকে
Singer KK: ধমনীতে ৭০% ব্লকেজ নিয়েও অনুষ্ঠান, জীবন দিয়ে পেশাদারিত্বের প্রমাণ দিলেন কেকে

অর্ণব আইচ:  ‘টিপিক‌্যাল হার্ট অ‌্যাটাক’ নয়। বাঁদিকের ধমনীতে থাকা ৭০ শতাংশ ব্লকেজই কাল হল কেকে’র। অতিরিক্ত উত্তেজনায় সেই ব্লকেজ বেড়ে Read more