ভারতে ধর্মীয় স্বাধীনতার ‘বিপণ্ণতা’ নিয়ে মার্কিন রিপোর্ট ‘পক্ষপাতদুষ্ট’! তোপ নয়াদিল্লির

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত মার্কিন রিপোর্টকে ফের নাকচ করে দিল নয়াদিল্লি। মার্কিন বিদেশ দপ্তরের ২০২২ সালের রিপোর্টটিকে ‘ত্রুটিপূর্ণ’, ‘উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘পক্ষপাতদুষ্ট’ বলে পালটা তোপ দাগল বিদেশমন্ত্রক। এই প্রথম নয়। এর আগেও ভারতে সংখ্যালঘুদের বিপণ্ণতা সংক্রান্ত মার্কিন রিপোর্টকে উড়িয়ে দিয়েছে মোদি সরকার।
মঙ্গলবার এই সংক্রান্ত বিবৃতি পেশ করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী। তিনি বলেন, ”আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত ২০২২ সালের মার্কিন রিপোর্টটি সম্পর্কে আমরা অবগত রয়েছিল। দুঃখজনক হল, এই ধরনের রিপোর্টগুলি বারবারই তৈরি হচ্ছে ভুল তথ্য ও বিভ্রান্তিকর বোঝাপড়ার উপর নির্ভর করে। শুধুমাত্র কয়েকজন মার্কিন কর্মকর্তাদের দ্বারা উদ্দেশ্যপ্রণোদিত এবং পক্ষপাতদুষ্ট মন্তব্য এই রিপোর্টগুলির বিশ্বাসযোগ্যতাকে আরও ক্ষুণ্ণ করে। আমরা আমেরিকার সঙ্গে আমাদের অংশীদারিকে গুরুত্ব দিই। এবং আগামিদিনেও উদ্বেগের বিষয়গুলি নিয়ে খোলাখুলি মতামতের আদানপ্রদান জারি রাখব।” আগামী মাসেই মার্কিন সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সফরের আগে বিদেশমন্ত্রকের এহেন বিবৃতিকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
[আরও পড়ুন: দিল্লির আফগান দূতাবাসে জোর করে ঢোকার চেষ্টা তালিবান ‘কূটনীতিকে’র, রুখে দিল কর্মীরাই!]
কী দাবি করা হয়েছিল মার্কিন রিপোর্টে? আসলে সেই রিপোর্টটি ছিল আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত। কিন্তু সেখানেই ঘৃণা-অপরাধ ও রাজনৈতিক নেতাদের সংখ্যালঘুদের আক্রমণ করে ঘৃণাভাষণের কথা বলতে গিয়ে বিজেপির উল্লেখ করা হয়েছে প্রায় ২৮ বার। স্বাভাবিক ভাবেই এই রিপোর্টকে পালটা আক্রমণ করল মোদি সরকার।
উল্লেখ্য, কয়েকদিন আগেই ভারতে ধর্মীয় স্বাধীনতা (Religious freedom) নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল মার্কিন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন তথা USCIRF। মার্কিন (US) বিদেশ দপ্তরের কাছে তাদের সুপারিশ ছিল, ‘বিশেষ উদ্বেগজনক দেশ’ হিসেবে ঘোষণা করা হোক ভারতকে। তাদের অভিযোগ, ভারতে ধর্মীয় স্বাধীনতা গুরুতর ভাবে লঙ্ঘিত হচ্ছে। সেই রিপোর্টকেও উড়িয়ে দিয়েছিল বিদেশ মন্ত্রক।
[আরও পড়ুন: ৬ নয়, এবার থেকে মাতৃত্বকালীন ছুটি হোক ৯ মাসের, প্রস্তাব নীতি আয়োগের]

Source: Sangbad Pratidin

Related News
‘কোনও পছন্দ-অপছন্দ নয়,ইসলামে হিজাব বাধ্যতামূলক’, মন্তব্য জায়রা ওয়াসিমের
‘কোনও পছন্দ-অপছন্দ নয়,ইসলামে হিজাব বাধ্যতামূলক’, মন্তব্য জায়রা ওয়াসিমের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিজাব (Hijab) বিতর্কে উত্তাল কর্ণাটক (Karnataka)। বিতর্কের আঁচ ছড়িয়েছে দেশের সর্বত্রই। সেলেব্রিটি থেকে আম নাগরিক- অনেকেই Read more

ছবিজুড়ে শুধু ইসলামোফোবিয়া! বিতর্ক উসকেও মাঝারি মানেরই ছবি ‘দ্য কেরালা স্টোরি’
ছবিজুড়ে শুধু ইসলামোফোবিয়া! বিতর্ক উসকেও মাঝারি মানেরই ছবি ‘দ্য কেরালা স্টোরি’

আকাশ মিশ্র: ব্রেনওয়াশ! পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’কে যদি সবচেয়ে ছোট্ট কথায় বর্ণনা করতে হয়, তাহলে ব্রেনওয়াশের চেয়ে ভাল Read more

অবিজেপি রাজ্যে রাজ্যপালের ‘অতিসক্রিয়তা’! ধনকড় ইস্যুতে স্ট্যালিনের সঙ্গে কথা মমতার
অবিজেপি রাজ্যে রাজ্যপালের ‘অতিসক্রিয়তা’! ধনকড় ইস্যুতে স্ট্যালিনের সঙ্গে কথা মমতার

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বাংলায় রাজ্যপালের নানা কার্যকলাপ নিয়ে রাজ্য প্রশাসনের সঙ্গে সংঘাত সপ্তমে। তাঁর অপসারণের দাবিতে দিল্লিতে দরবার করেছে রাজ্যের শাসকদল Read more

সাতসকালে কালীঘাটের কাকুর বাড়িতে ইডি হানা, ঘুম থেকে তুলে শুরু তল্লাশি!
সাতসকালে কালীঘাটের কাকুর বাড়িতে ইডি হানা, ঘুম থেকে তুলে শুরু তল্লাশি!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় এবার সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র বাড়িতে ইডির হানা। জানা গিয়েছে, সকাল ছ’টা Read more

স্বপ্নে প্রাক্তনের সঙ্গে সঙ্গমে মত্ত! এর অর্থ জানেন?
স্বপ্নে প্রাক্তনের সঙ্গে সঙ্গমে মত্ত! এর অর্থ জানেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাইলে প্রাক্তন প্রেমিক বা প্রেমিকাকে ভোলা যায় না। যেকোনও সময়, যেকোনও মুহূর্তে মনে পড়েই যায়। তবে Read more

Mamata Banerjee: দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যোগ দেবেন প্রধানমন্ত্রীর ডাকা নীতি আয়োগের বৈঠকে
Mamata Banerjee: দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যোগ দেবেন প্রধানমন্ত্রীর ডাকা নীতি আয়োগের বৈঠকে

কিংশুক প্রামাণিক: আগামী মাসে দিল্লিতে (Delhi) নীতি আয়োগের বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা সেই বৈঠকে আমন্ত্রিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী। সূত্রের Read more