অ্যাম্বুল্যান্স চালকদের বচসার জেরে রোগীমৃত্যু: কড়া প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর, ধৃত ৩ চালক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাম্বুল্যান্স চালকদের বচসার জেরে মাঝপথেই প্রাণ হারান এক রোগী। মুর্শিদাবাদের সালারের এই ঘটনায় ইতিমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনজনই পেশায় অ্যাম্বুল্যান্স চালক। বাকিদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপের আশ্বাস দিয়েছেন রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সালারের ঘটনায় পুলিশকে মারধর করা হয়। উর্দিধারীদের বেদম প্রহারের নেপথ্যে বিরোধীদের উসকানি রয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।
নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, “প্রত্যেকটা মিটিং, মিছিল থেকে বিজেপি, সিপিএম ও কংগ্রেস নেতারা পুলিশকে পেটাতে বলছে। এগুলোর ক্লিপিংস আমাদের কাছে রয়েছে। পুলিশকে পেটাচ্ছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বলব। কথায় কথায় পুলিশ পেটানো। পুলিশ কী করবে?” সঙ্গে তাঁর আরও সংযোজন, সালারে তো দু’টো বেসরকারি অ্যাম্বুল্যান্সের মধ্যেকার ঝামেলা। কে কোন অ্যাম্বুল্যান্সে যাবেন, সেটা তো পেশেন্ট পার্টির ব্যাপার। শুনেছি ওরা কয়েকজন মিলে একটা ড্রাইভারকে মারছিল। পুলিশ গিয়ে বাঁচিয়েছে। এক্ষেত্রে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে।”
[আরও পড়ুন: ‘পরীক্ষা দিয়ে চাকরি পেতে আপত্তি কোথায়’, চাকরি বাতিল মামলায় ডিভিশন বেঞ্চেও প্রশ্নের মুখে পর্ষদ]
জানা গিয়েছে, ধৃত তিনজনই অ্যাম্বুল্যান্স চালক। নাম আরিফ শেখ, সানি শেখ ও জিয়ারুল শেখ। এফআইআরে নাম ছিল তাদের। চালক তিনজনেরই বাড়ি সালার থানা এলাকার সালার গ্রামে। অন্যান্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রসঙ্গত, চাঁদতারা বিবি প্রায় দু’বছর ধরে কিডনির অসুখে ভুগছিলেন। সোমবার রাত এগারোটা নাগাদ ওই বৃদ্ধাকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য পরিবারের লোকজন অ্যাম্বুল্যান্স ভাড়া করতে আসেন সালারে। কে ওই রোগীকে কলকাতা নিয়ে যাবেন, তাই নিয়ে বচসা তুঙ্গে ওঠে। মৃতের পরিবারের লোকজনদের পছন্দমতো একটি অ্যাম্বুল্যান্স নিয়ে কলকাতায় রওনা দিলে অন্য অ্যাম্বুল্যান্স চালকরা তাঁদের গাড়ি আটকে দেয় বলে অভিযোগ। এ নিয়ে রাস্তাতে দুই পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। অ্যাম্বুল্যান্সে ভাঙচুর করারও অভিযোগ উঠেছে। পরে ওই বৃদ্ধার মৃত্যু হলে পরিবারের লোকজন পুলিশের দ্বারস্থ হন।
[আরও পড়ুন: হরিশ মুখার্জি রোডে নয়, গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিলের রুট বদলের নির্দেশ ডিভিশন বেঞ্চের]

Source: Sangbad Pratidin

Related News
বুধবার ভোটমুখী চার রাজ্যের নেতাদের নিয়ে বৈঠক খাড়গের, প্রিয়াঙ্কাই দলের মুখ
বুধবার ভোটমুখী চার রাজ্যের নেতাদের নিয়ে বৈঠক খাড়গের, প্রিয়াঙ্কাই দলের মুখ

বুদ্ধদেব সেনগুপ্ত: বাবার মৃত্যুবার্ষিকীতে সামাজিক মাধ্যমে আবেগঘন দেওয়াল লিখন ছেলের। সেই দেওয়াল লিখন মন ছুঁয়ে গেল আপামর কংগ্রেস (Congress) নেতাকর্মীর। Read more

নবান্ন অভিযানের আগে বঙ্গ বিজেপিতে ঐক্য চায় দিল্লি, রাজ্য সফরের নির্দেশ সুকান্ত-দিলীপ-শুভেন্দুদের
নবান্ন অভিযানের আগে বঙ্গ বিজেপিতে ঐক্য চায় দিল্লি, রাজ্য সফরের নির্দেশ সুকান্ত-দিলীপ-শুভেন্দুদের

স্টাফ রিপোর্টার: একুশের ভোটে বিপর্যয়ের পর প্রথম বড় কর্মসূচি। বুথ সংগঠন তলানিতে। দলের অভ্যন্তরীণ কোন্দল ও ভাঙা সংগঠন নিয়ে বিভিন্ন Read more

পয়লা বৈশাখে দক্ষিণেশ্বরে শাহ, সাধারণ পুণ্যার্থীদের দুর্ভোগের শঙ্কায় ক্ষুব্ধ তৃণমূল
পয়লা বৈশাখে দক্ষিণেশ্বরে শাহ, সাধারণ পুণ্যার্থীদের দুর্ভোগের শঙ্কায় ক্ষুব্ধ তৃণমূল

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বাংলা নববর্ষে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়া পুণ‌্যার্থীরা আটকে পড়তে পারেন স্বরাষ্ট্রমন্ত্রকের নিরাপত্তার বজ্র আঁটুনিতে। দুর্ভোগে পড়তে পারেন Read more

বিধ্বংসী সিরাজ-কৃষ্ণা, ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে নেতৃত্বের সফর শুরু রোহিতের
বিধ্বংসী সিরাজ-কৃষ্ণা, ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে নেতৃত্বের সফর শুরু রোহিতের

ভারত: ২৬৫/১০ (শ্রেয়স-৮০, পন্থ-৫৮, হোল্ডার-৩৪/৪) ওয়েস্ট ইন্ডিজ: ১৬৯/১০ (স্মিথ-৩৮, পুরান-৩৪, সিরাজ-২৯/৩, কৃষ্ণা-২৭/৩) ৯৬ রানে জয়ী ভারত সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: Read more

মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট: ভাড়ার বিমান নিয়ে নবান্নে স্বরাষ্ট্রসচিবের বৈঠক, বিমানবন্দরে বিক্ষোভ তৃণমূলের
মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট: ভাড়ার বিমান নিয়ে নবান্নে স্বরাষ্ট্রসচিবের বৈঠক, বিমানবন্দরে বিক্ষোভ তৃণমূলের

স্টাফ রিপোর্টার: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিমান বিভ্রাটের রেশ কাটতে না কাটতেই এবার ভাড়া নেওয়া বিমান কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক Read more

ব্যাটে-বলে দাপট বাংলার, গ্রুপ শীর্ষে থেকে রনজির নকআউটে অভিমন্যুরা
ব্যাটে-বলে দাপট বাংলার, গ্রুপ শীর্ষে থেকে রনজির নকআউটে অভিমন্যুরা

বাংলা: ৪৩৭/১০ (অভিমন্যু- ১১৪, অনুষ্টুপ-৯৫, সায়ন-৯৭* জগজিৎ-৮৭/৫) ও ১৮১/৮ ডিক্লেয়ার (অনুষ্টুপ-৪৩) চণ্ডীগড়: ২০৬/১০ (অঙ্কিত-৬৩, নীলকান্ত-৪৭/৩) ও ২৬০/১০ (জস্করন সিং-৬০*, ঈশান Read more