জেনে নিন ফলহারিণী অমাবস্যার দিনক্ষণ, এই নিয়ম মানলেই সংসারে আসবে সুখ-সমৃদ্ধি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চতুর্ভুজা দিগম্বরী দেবী। ঘোর কৃষ্ণবর্ণ, এলোকেশী, ভীষণরূপা। অথচ তাঁর কাছেই জগতের সমস্ত শান্তি বিরাজ করে। তিনিই মাতৃস্বরূপা দেবী কালী। ভক্তের প্রতি তাঁর আশীর্বাদ সর্বদা বর্ষিত হয়। তবু নির্দিষ্ট এক তিথিতে দেবীর আরাধনা করলে অবশ্যই বিশেষ ফল মেলে। আর সেই তিথিই হল ফলহারিণী অমাবস্যা তিথি।
অন্যান্য অমাবস্যাগুলির মতো এই তিথিরও বিশেষ মাহাত্ম্য রয়েছে। কথিত আছে এইদিন স্বয়ং দেবী ভক্তের মনস্কামনা পূরণ করার জন্য ধরাধামে অবতীর্ণ হন। যদিও ভক্তের চোখে তিনি সদা বিরাজমানা। তাঁর প্রকাশ সর্বত্রই। তবু ফলহারিণী অমাবস্যায় বিশেষ কিছু নিয়ম পালনের নিয়ম রয়েছে। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালীপুজো হয়। চলতি বছর এই অমাবস্যা তিথির পালন ৩ জ্যৈষ্ঠ, ১৮ মে, বৃহস্পতিবার। অমাবস্যার নিশিপালন এদিনই। শুক্রবার অর্থাৎ ৪ জ্যৈষ্ঠ থাকবে অমাবস্যার ব্রতোপবাস।
[আরও পড়ুন: অলৌকিক কাণ্ড! আচমকা ‘বন্ধ’ হয়ে গেল মনসা দেবীর চোখ, ব্যাপারটা কী?]
ফলহারিণী অমাবস্যায় দেবীকে বিভিন্ন মরশুমি ফল দিয়ে পুজো দিতে হয়। তারাপীঠ-সহ একাধিক মাতৃপীঠে এইদিন মায়ের মূর্তি ফুলের বদলে ফল দিয়ে সাজানো হয়। আম,জাম,কলা,লিচু ইত্যাদি বিভিন্ন ফলের মালা তৈরি করে দেবীকে পরানোর রেওয়াজ রয়েছে। কোনও ভক্ত যদি ফলহারিণী পুজোর দিন এমনটা করেন, তাহলে তাঁর জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে ওঠে। তবে এইসব নিয়ম সাধারণ ক্ষেত্রে প্রযোজ্য। জ্যোতিষমতে ফলহারিণী পুজোর দিন বিশেষ একটি নিয়ম মানলে ব্যক্তিগত অভীষ্ট সিদ্ধি সম্ভব। খুব কঠিন কিছু নয়। স্রেফ একটি মরশুমি ফল দিয়ে প্রথমে দেবীর পুজো দিতে হবে। তারপর দেবীকে পুস্পাঞ্জলি দিয়ে নিজের মনের কথা জানাতে হবে। পুজো শেষে নির্দিষ্ট ফলটি বাড়িতে এনে রেখে দিতে হবে। কোনও ভাবেই ওই ফল খাওয়া যাবে না। এমনকি আগামী এক বছর ওই বিশেষ ফল খেতে পারবেন না ব্রতী। যদি এক বছরের মধ্যেই নিজের মনস্কামনা পূরণ হয় তাহলে প্রসাদী ফলটিকে গঙ্গায় ভাসিয়ে দিতে হবে। তারপর মায়ের পুজো দিয়ে স্বাভাবিক ভাবে ওই ফল খাওয়া যেতে পারে। বলা বাহুল্য, ফলহারিণী পুজোর দিন এই বিশেষ নিয়ম পালন করলে অবশ্যই ফল মেলে।
আসলে দেবীর এই বিশেষ রূপ ভক্তের মনের ইচ্ছা পূরণের জন্যই। তাই দেবীকে ভক্তিভরে পুজো করলে ফল মিলবেই। একইসঙ্গে এই বিশেষ দিনেই শ্রী রামকৃষ্ণ, মা সারদাকে ষোড়শীরূপে পুজো করেছিলেন। দেবীর আসনে স্ত্রীকে বসিয়ে আরাধনা করেছিলেন তিনি। তাই এইদিন দক্ষিণেশ্বর কালী মন্দিরেও বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়। একইসঙ্গে অনেক জায়গায় এইদিন ঘটা করে দেবী আরাধনার আয়োজন করা হয়। সব ক্ষেত্রেই দেবীর নৈবেদ্য সাজানো হয় মরশুমি ফল দিয়ে। আর এতেই অত্যন্ত প্রীত হন দেবী কালী।
[আরও পড়ুন: ‘দোষীরা যেন ধরা পড়ে’, বিএসএফকে বিঁধেও এগরা কাণ্ডে NIA তদন্ত নিয়ে সুর নরম মুখ্যমন্ত্রীর]

Source: Sangbad Pratidin

Related News
২৭ কোটি টাকার জালিয়াতি! বিপাকে সোনম কাপুরের শ্বশুরের কোম্পানি
২৭ কোটি টাকার জালিয়াতি! বিপাকে সোনম কাপুরের শ্বশুরের কোম্পানি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপাকে পড়লেন বলিউড অভিনেত্রী সোনম কাপুরের (Sonam Kapoor) শ্বশুর হরিশ আহুজা। তাঁর আমদানি-রফতানির বিষয়ক ফার্মের বিরুদ্ধে Read more

Lata Mangeshkar: জীবনের প্রথম আয় মোটে ২৫ টাকা, কত টাকার সম্পত্তি রেখে গেলেন লতা মঙ্গেশকর?
Lata Mangeshkar: জীবনের প্রথম আয় মোটে ২৫ টাকা, কত টাকার সম্পত্তি রেখে গেলেন লতা মঙ্গেশকর?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুব সাধারণ পরিবার থেকে উঠে এসেছিলেন। প্রথম রোজগার ছিল মোটে ২৫ টাকা। সেখান থেকেই আজ একশো Read more

ইরানজুড়ে অব্যাহত সরকার-বিরোধী আন্দোলন, একসঙ্গে তিনজনকে মৃত্যুদণ্ড
ইরানজুড়ে অব্যাহত সরকার-বিরোধী আন্দোলন, একসঙ্গে তিনজনকে মৃত্যুদণ্ড

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসঙ্গে তিনজনকে মৃত্যুদণ্ড দিল ইরানের (Iran) আদালত। গত বছর থেকে শুরু হওয়া সরকার-বিরোধী আন্দোলনে খামেনেই প্রশাসন Read more

দেওরের সঙ্গে পরকীয়ায় জড়িয়েও সম্পর্ক ভাঙতে চান বউদি, অভিমানে আত্মঘাতী যুবক
দেওরের সঙ্গে পরকীয়ায় জড়িয়েও সম্পর্ক ভাঙতে চান বউদি, অভিমানে আত্মঘাতী যুবক

দিব্যেন্দু মজুমদার, হুগলি: বছর দুয়েক আগে দেওর ও বউদির বিবাহ বহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করে পারিবারিক অশান্তি চরমে পৌঁছয়। পরে এই Read more

দিনের পর দিন অত্যাচারে অতিষ্ঠ, অ্যাসিডে লঙ্কাগুঁড়ো মিশিয়ে স্বামীর গায়ে ঢাললেন গৃহবধূ
দিনের পর দিন অত্যাচারে অতিষ্ঠ, অ্যাসিডে লঙ্কাগুঁড়ো মিশিয়ে স্বামীর গায়ে ঢাললেন গৃহবধূ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনের পর দিন স্বামীর অত্যাচার। মদ খেয়ে এসে প্রবল মারধর। সহ্য করতে না পেরে মারাত্মক কাণ্ড Read more

‘অফুরান জীবন-শিক্ষা দিয়েছেন শচীন’, ২০২১১ বিশ্বকাপের স্মৃতি আওড়ে বললেন রায়না
‘অফুরান জীবন-শিক্ষা দিয়েছেন শচীন’, ২০২১১ বিশ্বকাপের স্মৃতি আওড়ে বললেন রায়না

সুরেশ রায়না: আস্ত আকাশ হৃদয়ে ধারণ করতে পারেন, এমন মানুষ ক’জন হন! সেবার কলম্বোয় আমি জীবনের প্রথম টেস্ট সেঞ্চুরি করেছি। Read more