বাংলাদেশের শরণার্থী শিবিরে গুলির লড়াই, নিকেশ রোহিঙ্গা জঙ্গি

সুকুমার সরকার, ঢাকা: রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসবাদী কার্যকলাপে উদ্বিগ্ন প্রশাসন। বিগত দিনে একের পর এক রোহিঙ্গা নেতা খুনের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কক্সবাজারের শরণার্থী শিবিরে অভিযান শুরু করা হয়েছে। সোমবার এমনই এক অভিযানে খতম হয়েছে এক জঙ্গি।
সোমবার উখিয়ার ১৭ নম্বর ক্যাম্পে নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই হয়। সংঘর্ষে এক সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে। এখনও নিহত ব্যক্তির নাম জানা যায়নি। সংঘর্ষ শেষে গ্রেপ্তার করা হয় ১৭ নম্বর ক্যাম্পের মামুন রশিদ ও আবদুর রহমান নামের দুই সন্দেহভাজন জঙ্গিকে। ধৃতদের কাছ থেকে দেশে তৈরি ২টি এলজি (লাইট গান) উদ্ধার করা হয়েছে। ধৃতরা ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’ বা আরসা-র সদস্য।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশীদ স্থানীয় সংবাদমাধ্যমে জানান, ক্যাম্পে একদল দুষ্কৃতীর অবস্থানের খবরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে এপিবিএনকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি ছোঁড়ে। পালটা হামলায় একজনের মৃত্যু হয়েছে।
[আরও পড়ুন: ভারত-বাংলাদেশের মধ্যে বন্ধ সব রেলপথ চালুর প্রতিশ্রুতি রাজশাহির সহকারী হাই কমিশনারের]
উল্লেখ্য, রোহিঙ্গা (Rohingya) শরণার্থী শিবিরের নিয়ন্ত্রণ নিতে চায় রোহিঙ্গা জঙ্গিগোষ্ঠী আরসা। কক্সবাজারে টেকনাফ এবং উখিয়ায় রোহিঙ্গা শিবিরগুলো পরিচালনায় সহায়তার জন্য প্রতিটি শিবিরে কয়েকজন রোহিঙ্গা নেতা নির্বাচন করা হয়। যাদের মাঝি বলা হয়। মূলত, এদেরই নিশানা করে জঙ্গিরা। রোহিঙ্গা নেতাদের হিসাবে, গত এক বছরে কমপক্ষে ১২টি হত্যাকাণ্ড। পুলিশি অভিযান চালিয়েও তেমন কোনও সুরাহা মিলছে না। এ নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন প্রশাসন। প্রায় প্রতিদিনই খুনোখুনি, লুটপাটের ঘটনা ঘটে চলেছে।
জানা গিয়েছে, মায়ানমারের জঙ্গি সংগঠন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি তথা আরসা-কে মদত দিচ্ছে পাকিস্তানের আইএসআই। আরসা সন্ত্রাসবাদী গোষ্ঠীটির সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টালিজেন্স ও তেহরিক-ই-তালিবান পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির যোগ দীর্ঘদিনের। ২০১৭ সালের আগস্টে আরসা মায়ানমারের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালানোর পর থেকেই সেখানে সেনা অভিযান শুরু হয়। যার কারণে পরবর্তীতে সাড়ে সাত লক্ষেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে (Bangladesh) এসে আশ্রয় নেয়। এর আগে চার লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। এ নিয়ে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর মোট সংখ্যা ১১ লক্ষ। 
[আরও পড়ুন: গৃহযুদ্ধে রক্তাক্ত সুদান থেকে উদ্ধার ৫৫৫ বাংলাদেশি, জানালেন বিদেশমন্ত্রী]

Source: Sangbad Pratidin

Related News
হু হু করে কমছে সাবস্ক্রাইবার, দর্শক টানতে সস্তা প্যাকেজ আনার ভাবনা নেটফ্লিক্সের
হু হু করে কমছে সাবস্ক্রাইবার, দর্শক টানতে সস্তা প্যাকেজ আনার ভাবনা নেটফ্লিক্সের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হু হু করে কমছে নেটফ্লিক্সের (Netflix) সাবস্ক্রাইবার। মাত্র তিন মাসের মধ্যে অন্তত দশ লক্ষ গ্রাহক নেটফ্লিক্স Read more

প্রথা মেনে আজও গুলি ছুঁড়ে হয় সন্ধিপুজো, জানেন জঙ্গিপুরের সিংহ বাড়ির দুর্গাপুজোর ইতিহাস?
প্রথা মেনে আজও গুলি ছুঁড়ে হয় সন্ধিপুজো, জানেন জঙ্গিপুরের সিংহ বাড়ির দুর্গাপুজোর ইতিহাস?

নিজস্ব সংবাদদাতা, ফরাক্কা: ফিকে হয়ে গিয়েছে জৌলুস। অতিথিদের আনাগোনাও কমেছে। তবুও আজও রীতিমেনে জঙ্গিপুরের মহাবীরতলার জমিদার চেতিলাল সিংহের বাড়িতে পূজিতা Read more

এখনই অবসর নিচ্ছেন না ধোনি, বন্ধু রায়না দিলেন আপডেট
এখনই অবসর নিচ্ছেন না ধোনি, বন্ধু রায়না দিলেন আপডেট

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের আইপিএলের (IPL) পরই কি অবসর নিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)? তাঁকে নিয়ে চলছে জল্পনা। Read more

শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে জেল, ছাড়া পেয়ে ফের পুড়িয়ে খুনের চেষ্টা, গ্রেপ্তার গুণধর জামাই
শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে জেল, ছাড়া পেয়ে ফের পুড়িয়ে খুনের চেষ্টা, গ্রেপ্তার গুণধর জামাই

সাবিরুজ্জামান, লালবাগ: মাসতিনেক আগে শ্বশুরবাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে জেল হেফাজতে দিন কাটাতে হয়। জামিনে মুক্তির পর ফের একই ঘটনার Read more

WB Civic Polls 2022: রাজ্যের দু’টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের, মঙ্গলবারই ফের ভোটগ্রহণ
WB Civic Polls 2022: রাজ্যের দু’টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের, মঙ্গলবারই ফের ভোটগ্রহণ

শুভঙ্কর বসু: জেলাশাসকদের রিপোর্টের ভিত্তিতে দু’টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিলেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস (Saurav Das)। ২ মে পুরভোটের Read more

Singer KK: ‘রূপঙ্করের কথায় রাগোনি জানি, বুঝেছ ছেলের অসহায় অভিমান’, বিতর্কের মাঝেই রূপঙ্করের পাশে কবীর সুমন
Singer KK: ‘রূপঙ্করের কথায় রাগোনি জানি, বুঝেছ ছেলের অসহায় অভিমান’, বিতর্কের মাঝেই রূপঙ্করের পাশে কবীর সুমন

স্টাফ রিপোর্টার: রূপঙ্কর-বিতর্কে নচিকেতার (Nachiketa) পর এবার বাংলা গানের পক্ষে সওয়াল করলেন কবীর সুমন। বৃহস্পতিবারই কবিতা লিখেছেন। আর সেই কবিতায় Read more