কৃশানু মজুমদার: নতুন মরশুমের জন্য ঘর গোছাতে শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই স্প্যানিশ স্ট্রাইকারকে সই করিয়ে চমক দিয়েছে লাল-হলুদ। আর এবার সব ঠিকঠাক থাকলে আসন্ন মরশুমে এই দলের জার্সিতে দেখা যাবে আরেক স্প্যানিশ তারকাকে। তিনি মিডফিল্ডার বোরহা হেরেরা।
গত মরশুমে হায়দরাবাদের জার্সিতে খেলেছেন এই মিডফিল্ডার। তবে শোনা যাচ্ছে, এবার ইস্টবেঙ্গলের হয়ে মাঠে নামবেন তিনি। বছর তিরিশের এই মিডিওর সঙ্গে কথাবার্তা নাকি চূড়ান্তও হয়ে গিয়েছে তাঁর। ফলে এই তারকাকে পেয়ে যাওয়ার অর্থ ঘর গোছানোর লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেলেন লাল-হলুদ কর্তারা।
[আরও পড়ুন: ব্যাগে মৃত সন্তানকে নিয়ে যাওয়ার ঘটনা শুনে বিস্মিত মমতা! কী প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর?]
এই মরশুমে বিদেশি ফুটবলার নির্বাচন করতে গিয়ে ইস্টবেঙ্গলের (East Bengal) ইমামি কর্তারা প্রাথমিকভাবে যে হিসাব কষেছিলেন, তাতে গত মরশুম থেকে ক্লেটন আর ইভান রয়েছেন। বাকি চারটি জায়গায়- ফরোয়ার্ডে ক্লেটনের সঙ্গে একজন স্ট্রাইকিং পার্টনার। যা ইতিমধ্যেই পেয়ে গিয়েছে দল। হায়দরাবাদ এফসির স্ট্রাইকার জাভি সিভেরিওকে সই করানো হয়েছে। আর দরকার একজন ডিফেন্ডার। দু’জন মিডফিল্ডার। যার মধ্যে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। মাঝমাঠের জন্য এবার একপ্রকার পাকা হয়ে গেল স্প্যানিশ বোরহা হেরেরার নাম।
আসলে আর্থিক সমস্যার মধ্যে পড়েছে হায়দরাবাদ এফসি। অর্থের অভাবে ফুটবলার ছেড়ে দিতেও রাজি হয়ে যাচ্ছেন কর্তারা। আর সেই সুযোগেই দুই স্প্যানিশ তারকাকে নিজেদের দলে নেওয়ার কাজকর্ম সেরে ফেলল ইস্টবেঙ্গল! নতুন মরশুমে কুয়াদ্রাতের জমানায় আর কোন কোন তারকার গায়ে লাল-হলুদ জার্সি ওঠে, এখন সেটাই দেখার।
Source: Sangbad Pratidin