পর্যটনে জোর, গঙ্গাপাড়ে এবার রুফটপ ক্যাফে, ১৪০ ঘাটে মেট্রোর ধাঁচে ট্রান্সটাইল গেট

নব্যেন্দু হাজরা: এবার আর গঙ্গার (Ganges) পাড়ে বসে শুধু হাওয়া খাওয়া নয়। কফির কাপে চুমুক আর স‌্যান্ডুইচে কামড় দিতে দিতে উপভোগ করা যাবে গঙ্গার সৌন্দর্য। ঠিক যেমনটা পারা যায় লন্ডনে টেমস নদীর ধারে। গুরুত্বপূর্ণ গঙ্গার ঘাটগুলোতে তৈরি হবে ক‌্যাফেটেরিয়া-রুফটপ রেস্তরাঁ। ১৪০টি ঘাটে বসবে ট্রান্সটাইল গেট। হবে যাত্রী বিশ্রামাগার, টয়লেটও। তাছাড়া যেখানে গঙ্গার ঘাট বরাবর রেললাইন আছে, সেখানে হবে ফুটওভার ব্রিজ। সিঁড়ির বদলে থাকবে এসকালেটর।
বিশ্বব্যাংকের সহায়তায় সেজে উঠছে গঙ্গাপাড়ের গুরুত্বপূর্ণ ফেরিঘাটগুলো। ঘাট সংলগ্ন ৫০০ মিটার এলাকায় হবে সবুজায়ন। হবে ফুটপাথ, সেই সঙ্গে যাত্রীস্বাচ্ছন্দ্যের যাবতীয় ব‌্যবস্থা সেখানে করা হচ্ছে। ঘাট সংলগ্ন এলাকায় করা হবে অটোস্ট‌্যান্ড, বাইক-সাইকেল গ‌্যারেজ। নবান্নসূত্রে খবর, কেএমডিএ এলাকার মধ্যে থাকা গুরুত্বপূর্ণ ঘাটগুলো আরবান অগমেন্টেশন প্রোজেক্টের আওতায় সাজিয়ে তোলা হচ্ছে। এক কর্তার কথায়, ফেরিঘাটের দোতলায় তৈরি হবে ক্যাফেটেরিয়া বা রুফটপ রেস্তরাঁ। আর একতলা থাকবে যাত্রীদের ভেসেল থেকে ওঠা-নামা, যাতায়াতের জন‌্য। দোতলার অংশটি ভাড়া বা লিজ দেওয়ায় সেখান থেকে আয় হবে সরকারের।
[আরও পড়ুন: কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে প্রবল লড়াই, সিদ্ধান্ত নিতে দিল্লিতে বৈঠক কংগ্রেস হাইকম্যান্ডের]
প্রাথমিকভাবে ঠিক হয়েছে, মিলেনিয়াম পার্ক, ফেয়ারলি, চাঁদপাল, রামকৃষ্ণপুর ঘাট, বেলুড়, দক্ষিণেশ্বর, চন্দননগরের মতো গুরুত্বপূর্ণ ঘাটগুলো আধুনিকভাবে সেজে উঠবে। তবে দক্ষিণেশ্বর, বেলুড় মঠে ক্যাফেটেরিয়া হবে না। হবে বাকিগুলোতে। এর ফলে গঙ্গার হাওয়া খেতে খেতে সাধারণ মানুষ কফির কাপে চুমুক আর স্যান্ডুইচে কামড় বসাতে পারবেন। সেইসঙ্গে দেড়শোর কাছাকাছি ফেরিঘাটে মেট্রোর ধাঁচে ট্রান্সটাইল গেট বসানো হবে। ইতিমধ্যেই ২২টি ফেরিঘাটে এই গেট বসানো হয়েছে। তারমধ্যে ১৮টা অপারেশন রয়েছে। বছর কয়েক আগেই ফেয়ারলি—শিপিং এবং হাওড়ার ফেরিঘাটে ট্রান্সটাইল গেট বসানো হয়েছিল। সেগুলোর আধুনিকীকরণ হচ্ছে। এমনই গঙ্গার পাড়ে ১৪০টি ঘাটে এই গেট বসানো হবে। পরিকল্পনায় তেমনটাই রয়েছে। আগামী দিনে শুধু স্মার্ট কার্ড নয়, কিউআর কোড ব্যবহার করেও যাতায়াত করতে পারবেন যাত্রীরা।
নয়া এই গেট বসানো হলে ফেরিঘাটে টিকিটে কারচুপি বন্ধ হয়ে একদিকে যেমন আয় বাড়বে পরিবহণ দপ্তরের। তেমনই যাত্রীদেরও সুবিধা হবে। যে যাত্রীরা স্মার্ট কার্ড ব্যবহার করবেন, তাঁদের আর টিকিট কাটার লাইনেও দাঁড়াতে হবে না নিয়মিত। সময় বাঁচবে।
[আরও পড়ুন: প্রাথমিকে ৩৬ হাজার চাকরি বাতিল: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে পর্ষদ]
বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় জলপথ পরিবহণকে সাজিয়ে তোলা হচ্ছে রাজ‌্যজুড়ে। ভবিষ্যতে নামবে অত্যাধুনিক দূষণহীন ই-ভেসেল। তার পাশাপাশি হাওড়া, বারাকপুর, খড়দহের মতো কলকাতা ও শহরতলির ২৪টি জেটির আধুনিকীকরণ করা হচ্ছে। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি মেনেই তৈরি হবে ঘাটগুলি। সেইমতো ঘাটগুলির স্বাস্থ্যপরীক্ষা করা চলেছে অনেক দিন ধরেই। সেই রিপোর্টের ভিত্তিতেই এই ফেরিঘাটের হাল ফেরানোর জন্য চিহ্নিত করা হয়েছে। পল্টন জেটি থেকে শুরু করে ঘাটে আলোর ব্যবস্থা। সবই থাকছে। পুরোপুরি লোহার জৈটি তৈরি করা হবে। এছাড়াও একাধিক নতুন জেটি তৈরিরও পরিকল্পনা রয়েছে।

Source: Sangbad Pratidin

Related News
ডিসকাউন্টে মিলছে! সেলের বাজারেই পছন্দের শাড়ি নিয়ে চুলোচুলি দুই মহিলার, ভাইরাল ভিডিও
ডিসকাউন্টে মিলছে! সেলের বাজারেই পছন্দের শাড়ি নিয়ে চুলোচুলি দুই মহিলার, ভাইরাল ভিডিও

সংবাদ প্রতিদি ডিজিটাল ডেস্ক: শাড়ি (Saree) এবং গয়না কতখানি আদরের জিনিস, তা মহিলা মাত্রই জানেন। আর পছন্দের শাড়িটি যদি পাওয়া Read more

ফের সিবিআই হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল, সোমবার যাবেন এসএসকেএমে
ফের সিবিআই হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল, সোমবার যাবেন এসএসকেএমে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুটিন চেকাপ থাকায় আগামিকাল সিবিআই দপ্তরে হাজিরা দিচ্ছেন না বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। Read more

হোমওয়ার্কে ChatGPT ব্যবহার করছে পড়ুয়ারা! কীভাবে বুঝবেন শিক্ষক?
হোমওয়ার্কে ChatGPT ব্যবহার করছে পড়ুয়ারা! কীভাবে বুঝবেন শিক্ষক?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স। এই কৃত্রিম বুদ্ধিমত্তার জোরে নানা মুশকিলই আসান হচ্ছে। কর্মক্ষেত্রের নানা কাজকর্ম ছাড়াও, বিভিন্ন বিষয়ে Read more

‘দেশের ভালর জন্য সব মাফ, দায়িত্ব নিয়ে ভোট দিন’, আরও ঝাঁজালো ‘জওয়ান’ শাহরুখ
‘দেশের ভালর জন্য সব মাফ, দায়িত্ব নিয়ে ভোট দিন’, আরও ঝাঁজালো ‘জওয়ান’ শাহরুখ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্ল্যামারজগতের অনেকেই রাজনীতির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। বলিউড হোক কিংবা টলিউড বা দক্ষিণী ইন্ডাস্ট্রির অনেক তারকাই রাজনীতির Read more

নজরে পঞ্চায়েত ভোট, চলতি মাসেই হুগলি জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক তৃণমূল সুপ্রিমোর
নজরে পঞ্চায়েত ভোট, চলতি মাসেই হুগলি জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক তৃণমূল সুপ্রিমোর

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: সামনেই পঞ্চায়েত ভোট (Panchayet Election 2023)। তার আগে রামনবমীর মিছিলকে কেন্দ্র দিন কয়েক ধরেই উত্তাল ছিল হুগলি। এই Read more

‘দল বা নেতানেত্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করে না আইপ্যাক’, টুইট পিকে’র সংস্থা
‘দল বা নেতানেত্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করে না আইপ্যাক’, টুইট পিকে’র সংস্থা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতারাতি ফেসবুকে কভার পিকচার বদল রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। জ্বলজ্বল করে ওঠে ‘এক ব্যক্তি, এক পদ’ Read more