পর্যটনে জোর, গঙ্গাপাড়ে এবার রুফটপ ক্যাফে, ১৪০ ঘাটে মেট্রোর ধাঁচে ট্রান্সটাইল গেট

নব্যেন্দু হাজরা: এবার আর গঙ্গার (Ganges) পাড়ে বসে শুধু হাওয়া খাওয়া নয়। কফির কাপে চুমুক আর স‌্যান্ডুইচে কামড় দিতে দিতে উপভোগ করা যাবে গঙ্গার সৌন্দর্য। ঠিক যেমনটা পারা যায় লন্ডনে টেমস নদীর ধারে। গুরুত্বপূর্ণ গঙ্গার ঘাটগুলোতে তৈরি হবে ক‌্যাফেটেরিয়া-রুফটপ রেস্তরাঁ। ১৪০টি ঘাটে বসবে ট্রান্সটাইল গেট। হবে যাত্রী বিশ্রামাগার, টয়লেটও। তাছাড়া যেখানে গঙ্গার ঘাট বরাবর রেললাইন আছে, সেখানে হবে ফুটওভার ব্রিজ। সিঁড়ির বদলে থাকবে এসকালেটর।
বিশ্বব্যাংকের সহায়তায় সেজে উঠছে গঙ্গাপাড়ের গুরুত্বপূর্ণ ফেরিঘাটগুলো। ঘাট সংলগ্ন ৫০০ মিটার এলাকায় হবে সবুজায়ন। হবে ফুটপাথ, সেই সঙ্গে যাত্রীস্বাচ্ছন্দ্যের যাবতীয় ব‌্যবস্থা সেখানে করা হচ্ছে। ঘাট সংলগ্ন এলাকায় করা হবে অটোস্ট‌্যান্ড, বাইক-সাইকেল গ‌্যারেজ। নবান্নসূত্রে খবর, কেএমডিএ এলাকার মধ্যে থাকা গুরুত্বপূর্ণ ঘাটগুলো আরবান অগমেন্টেশন প্রোজেক্টের আওতায় সাজিয়ে তোলা হচ্ছে। এক কর্তার কথায়, ফেরিঘাটের দোতলায় তৈরি হবে ক্যাফেটেরিয়া বা রুফটপ রেস্তরাঁ। আর একতলা থাকবে যাত্রীদের ভেসেল থেকে ওঠা-নামা, যাতায়াতের জন‌্য। দোতলার অংশটি ভাড়া বা লিজ দেওয়ায় সেখান থেকে আয় হবে সরকারের।
[আরও পড়ুন: কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে প্রবল লড়াই, সিদ্ধান্ত নিতে দিল্লিতে বৈঠক কংগ্রেস হাইকম্যান্ডের]
প্রাথমিকভাবে ঠিক হয়েছে, মিলেনিয়াম পার্ক, ফেয়ারলি, চাঁদপাল, রামকৃষ্ণপুর ঘাট, বেলুড়, দক্ষিণেশ্বর, চন্দননগরের মতো গুরুত্বপূর্ণ ঘাটগুলো আধুনিকভাবে সেজে উঠবে। তবে দক্ষিণেশ্বর, বেলুড় মঠে ক্যাফেটেরিয়া হবে না। হবে বাকিগুলোতে। এর ফলে গঙ্গার হাওয়া খেতে খেতে সাধারণ মানুষ কফির কাপে চুমুক আর স্যান্ডুইচে কামড় বসাতে পারবেন। সেইসঙ্গে দেড়শোর কাছাকাছি ফেরিঘাটে মেট্রোর ধাঁচে ট্রান্সটাইল গেট বসানো হবে। ইতিমধ্যেই ২২টি ফেরিঘাটে এই গেট বসানো হয়েছে। তারমধ্যে ১৮টা অপারেশন রয়েছে। বছর কয়েক আগেই ফেয়ারলি—শিপিং এবং হাওড়ার ফেরিঘাটে ট্রান্সটাইল গেট বসানো হয়েছিল। সেগুলোর আধুনিকীকরণ হচ্ছে। এমনই গঙ্গার পাড়ে ১৪০টি ঘাটে এই গেট বসানো হবে। পরিকল্পনায় তেমনটাই রয়েছে। আগামী দিনে শুধু স্মার্ট কার্ড নয়, কিউআর কোড ব্যবহার করেও যাতায়াত করতে পারবেন যাত্রীরা।
নয়া এই গেট বসানো হলে ফেরিঘাটে টিকিটে কারচুপি বন্ধ হয়ে একদিকে যেমন আয় বাড়বে পরিবহণ দপ্তরের। তেমনই যাত্রীদেরও সুবিধা হবে। যে যাত্রীরা স্মার্ট কার্ড ব্যবহার করবেন, তাঁদের আর টিকিট কাটার লাইনেও দাঁড়াতে হবে না নিয়মিত। সময় বাঁচবে।
[আরও পড়ুন: প্রাথমিকে ৩৬ হাজার চাকরি বাতিল: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে পর্ষদ]
বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় জলপথ পরিবহণকে সাজিয়ে তোলা হচ্ছে রাজ‌্যজুড়ে। ভবিষ্যতে নামবে অত্যাধুনিক দূষণহীন ই-ভেসেল। তার পাশাপাশি হাওড়া, বারাকপুর, খড়দহের মতো কলকাতা ও শহরতলির ২৪টি জেটির আধুনিকীকরণ করা হচ্ছে। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি মেনেই তৈরি হবে ঘাটগুলি। সেইমতো ঘাটগুলির স্বাস্থ্যপরীক্ষা করা চলেছে অনেক দিন ধরেই। সেই রিপোর্টের ভিত্তিতেই এই ফেরিঘাটের হাল ফেরানোর জন্য চিহ্নিত করা হয়েছে। পল্টন জেটি থেকে শুরু করে ঘাটে আলোর ব্যবস্থা। সবই থাকছে। পুরোপুরি লোহার জৈটি তৈরি করা হবে। এছাড়াও একাধিক নতুন জেটি তৈরিরও পরিকল্পনা রয়েছে।

Source: Sangbad Pratidin

Related News
আয়কর রিটার্ন সংক্রান্ত নিয়মে বড় বদল, ঘোষণা কেন্দ্রের
আয়কর রিটার্ন সংক্রান্ত নিয়মে বড় বদল, ঘোষণা কেন্দ্রের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আয়কর রিটার্নের (IT return) ই-ভ্যারিফিকেশন (e-verification) অথবা হার্ডকপি জমা দেওয়ার মেয়াদ একধাক্কায় অনেকটাই কমিয়ে দিল আয়কর Read more

বাইডেনের পর ইজরায়েলে সুনাক, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে’ পাশে থাকার আশ্বাস
বাইডেনের পর ইজরায়েলে সুনাক, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে’ পাশে থাকার আশ্বাস

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পর ইজরায়েলে পৌঁছলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকও। নিজেই এক্স হ্যান্ডলে সেই খবর Read more

‘সরব বলেই ষড়যন্ত্র’, মহুয়ার পাশে ফিরহাদ, সময়মতো উপযুক্ত সিদ্ধান্তের কথা বললেন ডেরেক
‘সরব বলেই ষড়যন্ত্র’, মহুয়ার পাশে ফিরহাদ, সময়মতো উপযুক্ত সিদ্ধান্তের কথা বললেন ডেরেক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখে চোখ রেখে, উচ্চকণ্ঠে শানিত প্রশ্নে সংসদে শাসকদলকে বেকায়দায় ফেলা সাংসদকে নিয়ে এখন যত মাথাব্যথা তৃণমূলের Read more

জিটিএ নির্বাচনের বিরোধিতায় সোমবার থেকেই রিলে অনশনে মোর্চা, ঘোষণা বিমল গুরুংয়ের
জিটিএ নির্বাচনের বিরোধিতায় সোমবার থেকেই রিলে অনশনে মোর্চা, ঘোষণা বিমল গুরুংয়ের

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: জিটিএ নির্বাচন এখনই চান না, এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শনিবার চিঠি লিখেছিলেন বিমল গুরুং (Bimal Gurung)। Read more

Cricket World Cup 2023: ‘কাপ ফিরিয়ে আনো দেশে’, রোহিতদের শুভেচ্ছা যুবির
Cricket World Cup 2023: ‘কাপ ফিরিয়ে আনো দেশে’, রোহিতদের শুভেচ্ছা যুবির

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরু হয়ে গিয়েছে এবারের বিশ্বকাপ (World Cup 2023)। ২০১১ সালের বিশ্বজয়ের নায়ক যুবরাজ সিং (Yuvraj Singh) Read more

সাফ কাপ জয়ের পর মণিপুরের পতাকা নিয়ে সেলিব্রেশন, জ্যাকসনের শাস্তির দাবি
সাফ কাপ জয়ের পর মণিপুরের পতাকা নিয়ে সেলিব্রেশন, জ্যাকসনের শাস্তির দাবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাফ ফাইনালের পর মেতেই সম্প্রদায়ের পতাকা গায়ে দিয়ে বিতর্কে জড়িয়েছেন জ্যাকসন সিং (Jeakson Singh)। কেন এই Read more