কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে প্রবল লড়াই, সিদ্ধান্ত নিতে দিল্লিতে বৈঠক কংগ্রেস হাইকম্যান্ডের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ণাটকে (Karnataka) দুরন্ত পারফরম্যান্সে জয় পেয়েও সমস্যা মিটছে না কংগ্রেসের (Congress)। মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে কার্যত বেহাল দশা দলীয় নেতৃত্বের। রবিবার বিধায়কদের নিয়ে গভীর রাত পর্যন্ত বৈঠক করেছেন কংগ্রেসের পর্যবেক্ষকরা। তবে জানা গিয়েছে, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে দলীয় হাইকম্যান্ডই। দিল্লিতে যেতে পারেন মুখ্যমন্ত্রী পদের দুই দাবিদার সিদ্দারামাইয়া ও ডি কে শিবকুমার। তবে আপাতত কর্ণাটকেই রয়েছেন দুই নেতা।
রবিবার বেঙ্গালুরুতে একটি পাঁচতারা হোটেলে বৈঠক সেরেছেন সদ্যনির্বাচিত বিধায়করা। মুখ্যমন্ত্রীর (Karnataka CM) নাম ঠিক করতে তিন সদস্যের একটি কমিটি গড়েছে কংগ্রেস। প্রত্যেক বিধায়কের সঙ্গে আলাদা করে সেই কমিটির সদস্যরা আলোচনা করেছেন বলেই সূত্রের খবর। তবে দীর্ঘ বৈঠকের পরেও সিদ্ধান্ত নেওয়া যায়নি। আপাতত শোনা গিয়েছে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকেই মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। 
[আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘মোকা’র শক্তিক্ষয়ের পরই সুখবর, চলতি সপ্তাহেই স্বস্তির বৃষ্টিতে ভিজতে পারে বাংলা]
তবে সিদ্ধান্ত নেওয়ার সময়ে আলোচনায় বসবে দলীয় হাইকম্যান্ড। দিল্লিতে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা ভাডরার সঙ্গে বৈঠক করবেন খাড়গে। সেখানে উপস্থিত থাকবে কর্ণাটকের কমিটির তিন সদস্যও। এমনকি ডেকে পাঠানো হতে পারে সিদ্দারামাইয়া ও শিবকুমারকেও। তবে সূত্র মারফত জানা গিয়েছে, আপাতত দুই নেতাকে অপেক্ষা করতে বলেছে দল। ডাক পেলে তারপরেই দিল্লি আসবেন, এমনই নির্দেশ রয়েছে দলের তরফে।
যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবকুমার জানিয়েছেন, দিল্লি যাওয়া নিয়ে এখনও কিছুই ভাবেননি তিনি। প্রসঙ্গত, সোমবারই শিবকুমারের জন্মদিন। তাঁর বাড়ির সামনে পোস্টার হাতে অনুগামীরা ঘোষণা করেই দিয়েছেন, কর্ণাটকের মুখ্যমন্ত্রী হবেন শিবকুমারই। যদিও সেই সম্ভাবনা বেশ ক্ষীণ বলেই অনুমান ওয়াকিবহাল মহলের। শোনা গিয়েছে, সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী করে ডেপুটির পদ দেওয়া হতে পারে শিবকুমারকে। আগামী দু’দিনের মধ্যেই কর্ণাটকের মন্ত্রিসভার নাম চূড়ান্ত হয়ে যাবে বলেই জানা গিয়েছে। 
[আরও পড়ুন: প্রাক্তন স্ত্রীকে দ্বিতীয়বার বিয়ের প্রস্তাব, রাজি না হওয়ায় গুলি চালাল যুবক!]

Source: Sangbad Pratidin

Related News
জলাধার সংরক্ষণে এক নম্বরে বাংলা, শুভেন্দুর ভিত্তিহীন অভিযোগকে তীব্র কটাক্ষবাণ তৃণমূলের
জলাধার সংরক্ষণে এক নম্বরে বাংলা, শুভেন্দুর ভিত্তিহীন অভিযোগকে তীব্র কটাক্ষবাণ তৃণমূলের

স্টাফ রিপোর্টার: দেশের মধ্যে সব থেকে বেশি জলাধার রয়েছে পশ্চিমবঙ্গে (West Bengal)। সংখ‌্যার নিরিখে ৭ লক্ষ ৪৭ হাজার ৪৮০টি। তাতেই Read more

২০২৪-এর টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে কোহলি? আইপিএলে পরীক্ষা দিক বিরাট, মত সানির
২০২৪-এর টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে কোহলি? আইপিএলে পরীক্ষা দিক বিরাট, মত সানির

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে কি দেখা যাবে বিরাট কোহলিকে (Virat Kohli)? ভারতের কিংবদন্তি ওপেনার সুনীল গাভাসকর Read more

হিজাব না পরেই পথে ইরানের মহিলারা, শনাক্ত করতে শুরু ক্যামেরায় নজরদারি
হিজাব না পরেই পথে ইরানের মহিলারা, শনাক্ত করতে শুরু ক্যামেরায় নজরদারি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশই বাড়ছে হিজাব না পরার প্রবণতা। তাই নড়েচড়ে বসল ইরান প্রশাসন। সেদেশের বাধ্যতামূলক পোশাক না পরেই Read more

ইদের উৎসবেও শামিল হতে পারবেন না মহিলারা! আফগানিস্তানে জারি তালিবানি ফতোয়া
ইদের উৎসবেও শামিল হতে পারবেন না মহিলারা! আফগানিস্তানে জারি তালিবানি ফতোয়া

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মহিলাদের অধিকারে কোপ আফগানিস্তানে (Afghanistan)! রমজান শেষে ইদের উৎসবে শামিল হতে পারবেন না মহিলারা। দল Read more

ভোট মিটতেই বহু নাগরিকের রেশন কার্ড বাতিল যোগীরাজ্যে! সরকারি ফরমানে আতঙ্ক
ভোট মিটতেই বহু নাগরিকের রেশন কার্ড বাতিল যোগীরাজ্যে! সরকারি ফরমানে আতঙ্ক

স্টাফ রিপোর্টার: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) আমজনতাকে ফের প্রবল সংকটের মুখে ঠেলে দেওয়ার অভিযোগ উঠল যোগী সরকারের বিরুদ্ধে। বিনামূল্যের রেশন তো Read more

প্রেমিকার বরকে খুন করতেই ‘বিয়ের উপহার’ মিউজিক সিস্টেমে রাখেন বোমা! গ্রেপ্তার প্রেমিক
প্রেমিকার বরকে খুন করতেই ‘বিয়ের উপহার’ মিউজিক সিস্টেমে রাখেন বোমা! গ্রেপ্তার প্রেমিক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকাল মধ্যপ্রদেশে (Madhya Pradesh) ছত্তিশগড়ে বিয়েতে উপহার পাওয়া মিউজিক সিস্টেমে বিস্ফোরণে মৃত্যু হয়েছে সদ্য বিবাহিত যুবক Read more