দীর্ঘ ৯ মাস পর জেলের বাইরে বেরনোর সুযোগ পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের!

অর্ণব আইচ: প্রায় ন’মাস বাদে কয়েক ঘণ্টার জন‌্য হলেও জেলের বাইরে বের হওয়ার সুযোগ পার্থ সঙ্গিনী অর্পিতা মুখোপ‌্যাধ‌্যায়ের। একটি মামলার শুনানিতে তাঁকে সশরীরে হাজিরা দেওয়ার অনুমতি দিয়েছে আদালত। আগামী ২৯ মে ব্যাঙ্কশাল আদালতে যাবেন অর্পিতা।
গত বছরের আগস্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলায় পার্থ চট্টোপাধ‌্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ‌্যায়কে জেল থেকে ভারচুয়াল পদ্ধতিতে শুনানিতে হাজিরের নির্দেশ দেন বিচারক। এরপর থেকে সিবিআইয়ের মামলায় পার্থ চট্টোপাধ‌্যায় প্রেসিডেন্সি জেল থেকে আলিপুর আদালতে আসার সুযোগ পেলেও ইডির অভিযুক্ত অর্পিতার  ক্ষেত্রে সেই সুযোগ ছিল না। কিন্তু একদিনের জন‌্য হলেও এবার অর্পিতার হাতে এসেছে আলিপুর মহিলা জেল থেকে বাইরে বের হওয়ার সুযোগ। কিন্তু কেন?
[আরও পড়ুন: ‘মায়ের ডাক আসল ডাক/ পিছু ডাকলেও আশীর্বাদ’, মাতৃদিবসে কলম ধরলেন মুখ্যমন্ত্রী]

আদালত সূত্রের খবর, গ্রেপ্তারির ৩২২ দিন পর আইনজীবীরা অর্পিতার জামিনের আবেদন জানিয়ে মামলার শুনানির অনুমতি চান। ইডির পক্ষ থেকে দু’সপ্তাহের সময় চাওয়া হয়। অর্পিতার আইনজীবী সোহম বন্দ্যোপাধ‌্যায় জানান, এতদিন অর্পিতা ইডির সঙ্গে সহযোগিতা করেই এসেছেন, তাই তাঁরা তাঁর জামিনের জন‌্য আবেদন করেননি। এবার তাঁদের মনে হয়েছে, এখন জামিনের জন‌্য আবেদন করা যেতে পারে। তাই গ্রেপ্তারির ৩২২ দিন পর তাঁরা জামিনের আবেদন করে শুনানি চান।
দু’পক্ষের আবেদন শোনার পর ২৯ মে এই শুনানির নির্দেশ দেয় ব‌্যাঙ্কশালে ইডির বিশেষ আদালত। আইনজীবীরা ওই দিন অর্পিতা মুখোপাধ‌্যায়ের সশরীরে হাজিরার আবেদন জানান। সেই আবেদন মঞ্জুর করে বিচারক নির্দেশ দেন, ২৯ মে অর্পিতা আদালতে সশরীরে হাজিরা দিতে পারেন। যদিও পরবর্তী শুনানির ক্ষেত্রে তিনি সশরীরে হাজিরা দিতে পারবেন কি না, সেই ব‌্যাপারে কোনও নির্দেশ দেয়নি আদালত।

Source: Sangbad Pratidin

Related News
নেতৃত্বকে প্রশাসনিক হুমকির প্রতিবাদে জঙ্গলমহলে বন্‌ধের ডাক, দ্বিধাবিভক্ত কুড়মি সমাজ
নেতৃত্বকে প্রশাসনিক হুমকির প্রতিবাদে জঙ্গলমহলে বন্‌ধের ডাক, দ্বিধাবিভক্ত কুড়মি সমাজ

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: ‘ঘাঘর ঘেরা’ কর্মসূচিতে প্রশাসনের হুমকির প্রতিবাদে চলতি মাসের ২৬ এপ্রিল জঙ্গলমহলে বন্‌ধ (Bandh) ডাকল কুড়মি সমাজ, পশ্চিমবঙ্গ। Read more

নাবালিকার গায়ে আগুন লাগিয়ে হাসিমুখে পুলিশ ভ্যানে উঠল যুবক, প্রতিবাদে উত্তাল ঝাড়খণ্ড
নাবালিকার গায়ে আগুন লাগিয়ে হাসিমুখে পুলিশ ভ্যানে উঠল যুবক, প্রতিবাদে উত্তাল ঝাড়খণ্ড

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ হোসেনের বন্ধুত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল ১৬ বছরের তরুণী। ‘শাস্তি’স্বরূপ তার গায়ে আগুন লাগিয়ে দিল ওই Read more

Probashe Durga Puja: উইকেন্ডে পুজো, ভোগ রান্না, কানাডার হ্যালিফ্যাক্সে জমে উঠেছে শারদোৎসব
Probashe Durga Puja: উইকেন্ডে পুজো, ভোগ রান্না, কানাডার হ্যালিফ্যাক্সে জমে উঠেছে শারদোৎসব

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অথচ জনসংখ্যা খুব কম – এমনই এক দেশ কানাডা (Canada)। অজস্র নদী, Read more

রাত বিরেতে শাহরুখের বাড়িতে আমির খান! ব্যাপারটা কী?
রাত বিরেতে শাহরুখের বাড়িতে আমির খান! ব্যাপারটা কী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবিকে কীভাবে প্রচার করতে হয় তা একেবারে জলভাত করে ফেলেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তাই Read more

এত্ত টাকা! আরিয়ানের সদ্য লঞ্চ করা ব্র্যান্ডেড পোশাকের দাম দেখে তাজ্জব নেটদুনিয়া
এত্ত টাকা! আরিয়ানের সদ্য লঞ্চ করা ব্র্যান্ডেড পোশাকের দাম দেখে তাজ্জব নেটদুনিয়া

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধ করে নিজের ব্র্যান্ডেড পোশাক লঞ্চ করেছিলেন। বিজ্ঞাপনেও নজর কেড়েছিলেন। কিন্তু ফের ট্রোল হলেন আরিয়ান খান Read more

ছেলেবেলায় সন্ধ্যা মুখোপাধ্যায়কে নকল করতেন বনশ্রী সেনগুপ্ত, রইল সে স্মৃতিকথার পুনর্মুদ্রণ
ছেলেবেলায় সন্ধ্যা মুখোপাধ্যায়কে নকল করতেন বনশ্রী সেনগুপ্ত, রইল সে স্মৃতিকথার পুনর্মুদ্রণ

ছেলেবেলায় ভেবেছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায় হবেন। নকল করে গাইতেন তাঁর গান। বড় হয়ে তাঁকেই পেয়েছিলেন বড় দিদি হিসেবে। একদা এক স্মৃতিচারণায় Read more