মর্মান্তিক, অ্যাম্বুল্যান্সের ভাড়া না থাকায় মৃত ছেলের দেহ ব্যাগে ভরে বাড়ির পথে বাবা!

শংকরকুমার রায়, রায়গঞ্জ: মর্মান্তিক! অ্যাম্বুল্যান্সের ভাড়া দেওয়ার সামর্থ্য না থাকায় মৃত শিশুর দেহ ব্যাগে ভরে বাড়ির পথে অসহায় বাবা। এই ঘটনার সাক্ষী উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। বাড়ির ৫ কিমি দূরত্ব থেকে একটি অ্যাম্বুল্যান্সের ব্যাবস্থা করে দেন এক বিজেপি কাউন্সিলর।
জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের ডাঙ্গিপাড়ার বাসিন্দা অসীম দেবশর্মা। পেশায় পরিযায়ী শ্রমিক। কেরলে কাজ করতেন তিনি। তাঁর পাঁচ মাসের দুই যমজ পুত্রসন্তান। জানা গিয়েছে, গত রবিবার একইসঙ্গে তাঁর দুই সন্তান অসুস্থ হয়ে পড়ে। একাধিক হাসপাতাল ঘুরে দুই খুদেকে ভরতি করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। শুরু হয় চিকিৎসা। বৃহস্পতিবার সুস্থ হয়ে বাড়ি ফেরে অসীমের এক সন্তান। আরেক সন্তানের অবস্থা ক্রমাগত খারাপ হতে থাকে। এরপরই অবশেষে শনিবার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে খুদে। এরপরই এক নতুন লড়াই শুরু খুদের বাবার।
[আরও পড়ুন: পুরসভার নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তৎপর CBI, প্রেসিডেন্সি জেলে অয়ন শীলকে জেরা]
হাসপাতালের তরফে খুদের দেহ নিয়ে যাওয়ার কথা বলতেই অ্যাম্বুল্যান্সের সন্ধান শুরু করেন অসীম। শিলিগুড়ি থেকে কালিয়াগঞ্জের ডাঙ্গিপাড়ায় অর্থাৎ ২২০ কিলোমিটার পথ যেতে অ্যাম্বুল্যান্স চায় আট হাজার টাকা। কিন্তু, অসীমবাবুর পক্ষে তা দেওয়া কার্যত অসম্ভব। ফলে দীর্ঘক্ষণ চেষ্টা করেও অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করতে পারেননি তিনি। কী উপায়? অবশেষে রবিবার ভোরে মৃত সন্তানের দেহ ব্যাগে ভরে বাড়ির পথে রওনা হন বাবা। হাসপাতাল থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত যে টোটো ভাড়া ২৫ টাকা, সেখানে তাঁকে দিতে হয় ২০০ টাকা। কোনওক্রমে শিলিগুড়ি থেকে বাসে রায়গঞ্জে পৌঁছন অসীম। সেখান থেকে যান কালিয়াগঞ্জ। এরপর অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করেন এক বিজেপি কাউন্সিলর। কালিয়াগঞ্জ বিবেকানন্দ মোড় থেকে ডাঙ্গিপাড়ার বাড়ি পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তা অ্যাম্বুল্যান্সে যান তাঁরা। ঘটনার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অসীম। এ বিষয়ে বিজেপি কাউন্সিলর বলেন, “অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমার সাধ্য মতো করেছি।” এ বিষয়ে কালিয়াগঞ্জের চেয়ারম্যান বলেন, “আমাকে জানানো হয়নি।খবর পেলে অবশ্যই ব্যবস্থা করতাম।”
[আরও পড়ুন: ‘মায়ের ডাক আসল ডাক/ পিছু ডাকলেও আশীর্বাদ’, মাতৃদিবসে কলম ধরলেন মুখ্যমন্ত্রী]

Source: Sangbad Pratidin

Related News
মেডিক্যাল পড়ুয়াদের জন্য সুখবর, রাজ্যে বাড়ছে স্নাতকোত্তরের আসন
মেডিক্যাল পড়ুয়াদের জন্য সুখবর, রাজ্যে বাড়ছে স্নাতকোত্তরের আসন

ক্ষীরোদদীপ্তি ভট্টাচার্য: রাজ্যের মেডিক্যাল পড়ুয়াদের জন্য সুখবর। মেডিক্যাল কলেজগুলিতে স্নাতকোত্তরের সিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার (State Government of West Read more

জুনের মধ্যেই চিন-পাকিস্তান সীমান্তে S-400 মোতায়েন করতে চলেছে ভারত, দাবি পেন্টাগনের
জুনের মধ্যেই চিন-পাকিস্তান সীমান্তে S-400 মোতায়েন করতে চলেছে ভারত, দাবি পেন্টাগনের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুনের মধ্যেই চিন-পাকিস্তান সীমান্তে S-400 মিসাইল সিস্টেম মোতায়েন করতে চলেছে ভারত (India)। সম্প্রতি মার্কিন কংগ্রেসের এক Read more

বুসান চলচ্চিত্র উৎসবে ‘রকি রানি’র পাশাপাশি সুদীপ্তা-সুমনের ছবি ‘দ্য স্ক্যাভেঞ্জার অফ ড্রিমস’
বুসান চলচ্চিত্র উৎসবে ‘রকি রানি’র পাশাপাশি সুদীপ্তা-সুমনের ছবি ‘দ্য স্ক্যাভেঞ্জার অফ ড্রিমস’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বপ্ন যখন সত্যি হয়, এভাবেই হয়। বুসান চলচ্চিত্র উৎসবে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র পাশাপাশি Read more

তিহার জেলে অনশন শুরু কাশ্মীরের কুখ্যাত জঙ্গিনেতা ইয়াসিন মালিকের
তিহার জেলে অনশন শুরু কাশ্মীরের কুখ্যাত জঙ্গিনেতা ইয়াসিন মালিকের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিহার জেলে অনশন শুরু করল জম্মু ও কাশ্মীরের কুখ্যাত জঙ্গিনেতা ইয়াসিন মালিক। তার অভিযোগ, বিচারপ্রক্রিয়ায় গলদ Read more

কুকুরের কামড়ে জখম কমপক্ষে ৪৯ জন! তীব্র আতঙ্কে বাগদাবাসী
কুকুরের কামড়ে জখম কমপক্ষে ৪৯ জন! তীব্র আতঙ্কে বাগদাবাসী

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: পথ কুকুরের কামড়ে আহত ৪৯ জন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার বাগদায় (Bagda)। Read more

রাজ্যে বিজেপির অন্তর্কলহের মধ্যেই RSS-এর কাঠামোয় ফাটল! বন্ধ আটশোর বেশি শাখা
রাজ্যে বিজেপির অন্তর্কলহের মধ্যেই RSS-এর কাঠামোয় ফাটল! বন্ধ আটশোর বেশি শাখা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংঘ তথা আরএসএসের (RSS) জন্য বাংলা কোনওদিনই সেভাবে উর্বর জমি ছিল না। ২০১৪ সালে নরেন্দ্র মোদি Read more