সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলের (Kerala) উপকূলে ভারতীয় জলসীমায় এক নৌকা থেকে উদ্ধার হল ১২ হাজার কোটি টাকার মাদক। ভারতীয় নৌসেনা ও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো তথা এনসিবির যৌথ অভিযানেই মিলল সাফল্য। পাচারে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক পাক নাগরিককে। ওই নৌকা থেকে মোট ২ হাজার ৫০০ কেজির মেথামফেটামাইন (প্রচলিত মেথ নামেই) উদ্ধার হয়েছে।
মাদক (Drug) উদ্ধারের পর এক সাংবাদিক সম্মেলনে এনসিবি কর্তা সঞ্জয়কুমার সিং জানিয়েছেন, আফগানিস্তান থেকে মাদক ভারতীয় ভূখণ্ডে পাচারের চেষ্টা চলছে। আর তা রুখতে শুরু হয়েছে ‘অপারেশন সমুদ্রগুপ্ত’। কোনও ভাবেই যাতে আফগানিস্তান থেকে মাদক ভারতে পাচার না করা হয় তা নিশ্চিত করতে জলপথে নিয়মিত টহল দেওয়া হয়। সেই অভিযানেরই অংশ শনিবারের এই সাফল্য।
[আরও পড়ুন: ‘পিকে’র সঙ্গী থেকে রাহুলের ‘মেঘনাদ’, চিনে নিন কংগ্রেসের কর্ণাটক জয়ের নেপথ্য নায়ককে]
গত দেড় বছরে এই নিয়ে তিনটি বড় পাচার রুখে দিল এনসিবি। এর আগে ৫০০ কেজি হেরোইন ও ৫২৯ কেজি গাঁজা আটক করা হয়েছিল। সবশুদ্ধ ৩ হাজার ২০০ কেজি মেথামফেটামাইনও আটক করা গিয়েছে।
[আরও পড়ুন: সাত মাসে ৪ রাজ্যে হার, চাপ নাড্ডার উপর! খাড়গে সভাপতি হতেই সাফল্যের সরণিতে কংগ্রেস]
Source: Sangbad Pratidin