দিপালী সেন: একসময় রাজ্য সরকারের বিরুদ্ধেই পথে নেমেছিলেন। দাবিদাওয়া আদায়ের জন্য নিয়মিত আন্দোলন করতেন। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। তিক্ততা ভুলে রাজ্যের শাসকদলেই যোগ দিয়েছিলেন শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের প্রতিবাদী মুখ মইদুল ইসলাম। এবার তাঁকেই তৃণমূলের পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে ও চুক্তিভিত্তিক শিক্ষক-শিক্ষিকাদের নতুন সংগঠনের সভাপতি হিসাবে নিযুক্ত করল শীর্ষ নেতৃত্ব। ঢেলে সাজানো হয়েছে তৃণমূলের শিক্ষক সংগঠনগুলিকে। সাংগঠনিক রদবদলের পাশাপাশি পালটে ফেলা হয়েছে খোলনলচেও। তারই অঙ্গস্বরূপ পদ পেলেন মইদুল ইসলাম।
শনিবার তৃণমূল ভবন থেকে যৌথভাবে রাজ্যের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি এবং তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি এবং কার্যকরী সভাপতির নাম ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ সরকারী কর্মচারী সংগঠনের চেয়ারম্যান মানস ভুঁইয়া। একইসঙ্গে তাঁরা জানিয়েছেন, পার্শ্বশিক্ষক, শিশু শিক্ষাকেন্দ্র (এসএসকে), মাধ্যমিক শিক্ষাকেন্দ্র (এমএসকে) ও চুক্তিভিত্তিক শিক্ষকদের নিয়ে একটি নতুন সংগঠন তৈরি করা হচ্ছে। নতুন সংগঠনের সভাপতি ও কার্যকরী সভাপতির নামও ঘোষণা করা করেন তাঁরা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘‘আমাদের এখনও পর্যন্ত প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক শিক্ষকদের যে কমিটিগুলি ছিল, সেগুলি ভেঙে দেওয়া হল। এবং যারা সভাপতি ছিলেন, তাঁদেরও বদল করা হল। আমরা কিছু নতুন নাম ঘোষণা করলাম। তাঁরাই সংগঠনগুলির সভাপতি ও কার্যকরী সভাপতি হিসাবে কাজ করবেন।’’
[আরও পড়ুন: ৩৬ হাজার চাকরিহারার তালিকায় রাজ্যের মন্ত্রীকন্যা, শোরগোল মালবাজারে]
ঘোষণা অনুযায়ী, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি পদে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিধায়ক তথা শিক্ষক সৌমেন রায় ও কার্যকরী সভাপতি পদে পলাশ সাধুখাঁকে নিযুক্ত করা হয়েছে। তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি করা হয়েছে প্রীতম হালদারকে। এবং কার্যকরী সভাপতি হয়েছেন বিজন সরকার। এ ছাড়া, পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে ও চুক্তিভিত্তিক শিক্ষক-শিক্ষিকাদের সংগঠনের সভাপতি হিসাবে মইদুল ইসলাম এবং কার্যকরী সভাপতি হিসাবে রমিউল ইসলাম-এর নাম ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত, পার্শ্বশিক্ষকদের প্রতি বঞ্চনা-সহ একাধিক দাবিদাওয়া নিয়ে একসময় লাগাতার আন্দোলন করতেন মইদুল। শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের পরিচিত মুখ ছিলেন। তারপর একসময় তৃণমূলে যোগ দেন তিনি।
[আরও পড়ুন: জনতার দাবি রাখলেন অভিষেক, দেউচা-পাঁচামির জমিদাতাদের চতুর্থ শ্রেণি পদে নিয়োগ]
Source: Sangbad Pratidin