‘ওঁর নিরাপত্তা নিয়ে চিন্তা, সাবধানে থাকতে বলেছি’, সলমনকে নিয়ে উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হুমকি ছিল ঢের। কখনও উড়ো চিঠি, কখনও ফোন। কখনও আবার বাড়ি লক্ষ্য করে হামলা। এসবের নেপথ্যে কুখ্যাত বিষ্ণোই গ্যাংকে চিহ্নিত করেছিল মুম্বই পুলিশ। বিপদ বুঝে নিজের নিরাপত্তাও বাড়িয়ে দিয়েছিলেন বলিউডের ‘ভাইজান’। তবে তারপরও লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সমস্ত হুমকি উপেক্ষা করে কলকাতায় এসেছেন সলমন খান (Salman Khan)। শনিবার সন্ধেয় ইস্টবেঙ্গল তাঁবুতে জমকালো অনুষ্ঠান। ‘ভাইজান’-এর সঙ্গী আরও দুই বলি তারকা – জ্যাকলিন ফার্নান্ডেজ, সোনাক্ষী সিনহা। ‘দাবাং ট্যুরে’ সারা দেশ ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। এবার অনুষ্ঠান কলকাতায়। আর এখানে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সলমন। শনিবার বিকেলে কালীঘাটে, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে যান তিনি। বেরিয়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমে সলমন খানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
বিকেল ৪টের একটু পরে কালীঘাটের (Kalighat)বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন সলমন। প্রায় আধঘণ্টা চলে আলাপচারিতা পর্ব। ‘ভাইজান’কে মিষ্টি-সহ একাধিক উপহার তুলে দেন ‘দিদি’। শোনা গিয়েছে, সলমনকে আনতে পাঁচতারা হোটেলে গাড়ি পাঠানোর ব্যবস্থা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই গাড়িতে যাতায়াত করেছেন ‘ভাইজান’।
[আরও পড়ুন: মেদিনীপুর মেডিক্যালে ‘আত্মঘাতী’ জেলবন্দি, দুই জেলরক্ষীকে শোকজ]
তিনি ফিরে যাওয়ার পর মুখ্যমন্ত্রী বাড়ির সামনে থেকেই সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। জানান, ”আজ সলমন এল। ওকে কাছে পেয়ে ভাল লেগেছে আমাদের সকলের। তবে ওঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। শুনেছি নানারকম থ্রেট আছে। ওঁকে বলেছি, সাবধানে থাকতে।” জানা গিয়েছে, ‘ভাইজান’-এর কলকাতা সফর ঘিরে বিশাল নিরাপত্তা ব্যবস্থা তো রয়েছেই, এছাড়া ইস্টবেঙ্গল তাঁবুকে কলকাতা পুলিশ কার্যত আঁটসাঁট নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলেছে। ৩ হাজার পুলিশ মোতায়েন সেখানে।
[আরও পড়ুন: দুর্নীতিগ্রস্ত, ফাঁকিবাজদের তৃণমূলে ঠাঁই নেই, অনুব্রতহীন বীরভূমে বার্তা অভিষেকের]
প্রসঙ্গত, গত বছর থেকেই গ্যাংস্টারদের টার্গেট বলিউডের ‘দাবাং খান’। একাধিকবার তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। পুলিশ তদন্তে নেমে লরেন্স বিষ্ণোই (Lorence Bishnoi)গ্যাংকে চিহ্নিত করে পুলিশ। তারপর থেকে বলিউড স্টারের নিরাপত্তা বাড়ানো হয়। তাই বিশাল নিরাপত্তারক্ষী সঙ্গে নিয়েই কলকাতায় এসেছেন সলমন খান। এসব শোনার পর উদ্বেগ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী। 

Source: Sangbad Pratidin

Related News
দ্রৌপদী মুর্মুর জয়কে ভোটবাক্সে পরিবর্তনের কৌশল বিজেপির, বঙ্গের আদিবাসী নেতাদেরও নির্দেশ
দ্রৌপদী মুর্মুর জয়কে ভোটবাক্সে পরিবর্তনের কৌশল বিজেপির, বঙ্গের আদিবাসী নেতাদেরও নির্দেশ

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: এবার দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) জয়কে ভোটবাক্স পর্যন্ত নিয়ে যাওয়ার কৌশল বিজেপির (BJP)। দেশজুড়ে আদিবাসী অধ্যুষিত এলাকায় Read more

Panchayat Vote 2023: বীরভূমে মামা-ভাগ্নের লড়াই, ‘সম্পর্ক অটুট’, চায়ে চুমুক দিয়ে বলছেন দু’দলের প্রার্থীই
Panchayat Vote 2023: বীরভূমে মামা-ভাগ্নের লড়াই, ‘সম্পর্ক অটুট’, চায়ে চুমুক দিয়ে বলছেন দু’দলের প্রার্থীই

নন্দন দত্ত, সিউড়ি: মামা তৃণমূল। ভাগ্নে বিজেপি। মামা-ভাগ্নের গলায়-গলায় আত্মীয়তা। দুজনেই সদর কুটুম। সন্ধে হলেই ভোট প্রচার (West Bengal Panchayat Read more

ভুয়ো ‘হালাল’ পণ্যের রমরমা উত্তরপ্রদেশে, কড়া পদক্ষেপ যোগী প্রশাসনের
ভুয়ো ‘হালাল’ পণ্যের রমরমা উত্তরপ্রদেশে, কড়া পদক্ষেপ যোগী প্রশাসনের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলছিল বিভিন্ন ধরনের পণ্যের রমরমা ব্যবসা, যাতে লেখা রয়েছে ‘হালাল সার্টিফায়েড’ (Halal certified)। যদিও ওই শংসাপত্রের Read more

জবর খবর, এবার ১৮০ দিনের পিতৃত্বকালীন ছুটি পাবেন সিঙ্গল বাবারা!
জবর খবর, এবার ১৮০ দিনের পিতৃত্বকালীন ছুটি পাবেন সিঙ্গল বাবারা!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতায় এসেই সিঙ্গল ফাদারদের সুখবর দিল কর্ণাটক সরকার। সে রাজ্যের সরকারি কর্মীরা, যাঁরা একাই সন্তানদের পালন Read more

নৈহাটি থেকে লোকাল ট্রেনে শতাধিক কচ্ছপ পাচার, দুর্গন্ধের চোটে বানচাল ছক
নৈহাটি থেকে লোকাল ট্রেনে শতাধিক কচ্ছপ পাচার, দুর্গন্ধের চোটে বানচাল ছক

সুব্রত বিশ্বাস এবং অর্ণব দাস: ফের ট্রেনে চাপিয়ে বন্যপ্রাণ পাচারের ছক। রবিবার ভোরে নৈহাটি স্টেশন থেকে লোকাল ট্রেনে চাপিয়ে শতাধিক Read more

নজরুলকে নিয়ে ‘ইয়ার্কি’ সহ্য করবে না বাঙালি! ‘কারার ঐ লৌহ কপাট’ নিয়ে বিতর্ক তুঙ্গে
নজরুলকে নিয়ে ‘ইয়ার্কি’ সহ্য করবে না বাঙালি! ‘কারার ঐ লৌহ কপাট’ নিয়ে বিতর্ক তুঙ্গে

বিশ্বদীপ দে: নজরুল আমাদের রক্তের ভিতরে মিশে রয়েছেন আলোয় উদ্ভাসিত এক অমল উত্তরাধিকার হয়ে। কবি লিখেছিলেন, ‘রাজার বাণী বুদ্‌বুদ্, আমার Read more