‘ঘৃণার বাজার বন্ধ করে ভালবাসার দোকান খুলল কর্ণাটক’, বিপুল জয় নিয়ে প্রতিক্রিয়া রাহুলের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘নফরত কে বাজার মে মহব্বত কি দুকান খোলনে আয়া হু’, ভারত জোড়ো যাত্রা চলাকালীন এটাই ছিল রাহুল গান্ধীর আপ্তবাক্য। গোটা দেশের যে যে প্রান্তে তিনি গিয়েছেন, সব প্রান্তেই এই ‘ভালবাসা’র কথাই বলে এসেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। সেই ‘ভালবাসা’ বিলোনোর প্রথম ফল তিনি পেলেন কর্ণাটক থেকে। স্বাভাবিকভাবেই আজ সন্তুষ্ট রাহুল গান্ধী।

#WATCH | “Karnataka mein Nafrat ki bazaar band hui hai, Mohabbat ki dukaan khuli hai”: Congress leader Rahul Gandhi on party’s thumping victory in #KarnatakaPolls pic.twitter.com/LpkspF1sAz
— ANI (@ANI) May 13, 2023

দক্ষিণের রাজ্যটিকে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় ফেরার পথে কংগ্রেস। কার্যত নিশ্চিহ্ন হওয়ার পথে বিজেপি। এ হেন সাফল্যের দিনও রাহুল গান্ধীর মুখে শোনা গেল সেই পুরনো কথা। বললেন, “কর্ণাটক মে নফরত কি বাজার বন্ধ হো চুকে হ্যায়, অর মহব্বতকে বাজার খুল চুকা হ্যায়।” যার বাংলা তরজমা করলে দাঁড়ায়, ‘কর্ণাটকে ঘৃণার বাজার বন্ধ হয়েছে। ভালবাসার দোকান খুলে গিয়েছে।’ প্রাক্তন কংগ্রেস সভাপতি বলছেন, “এটা কর্ণাটকের মানুষের জয়। কর্ণাটকে কংগ্রেস গরিব মানুষের পাশে দাঁড়িয়েছিল। এটা সবার জয়। কর্ণাটকের জয়। আমরা নির্বাচনে কর্ণাটকের জনতার কাছে পাঁচটি প্রতিজ্ঞা করেছিলাম। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সেটা পূরণ করব।”
[আরও পড়ুন: পরপর তিনবার রাজ্যের সেরা জেলা হাসপাতালের তকমা পেল এম আর বাঙুর হাসপাতাল]
কর্ণাটকে কংগ্রেসের বিপুল জয়কে অনেকেই সেরাজ্যের হাত শিবিরের স্থানীয় নেতৃত্বের পরিশ্রমের ফল হিসাবে বর্ণনা করছেন। কংগ্রেস অবশ্য শুরু থেকেই এই জয়ের কৃতিত্ব রাহুল এবং ভারত জোড়ো যাত্রাকে দিতে চাইছে। ভোট ঘোষণার ঠিক মাস ছয়েক আগে দক্ষিণের রাজ্যটিতে নিজের যাত্রা নিয়ে গিয়েছিলেন কংগ্রেসের ‘পোস্টার বয়’। টানা ২২ দিন রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্ত চষে বাড়িয়েছেন তিনি। কংগ্রেসের দাবি, রাহুলের সেই যাত্রা যে দলের কর্মীদের চাঙ্গা করেছে তাতে সন্দেহ নেই। দলে যে গোষ্ঠীদ্বন্দ্বের আবহ ছিল, সেটাও অনেকাংশে মেটানো সম্ভব হয়েছে ওই যাত্রার সুবাদেই।
[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইকে ভর্ৎসনা! বিচারক বললেন, ‘ইয়ে দিল মাঙ্গে মোর’]
পরিসংখ্যানও বলছে, কর্ণাটকের স্থানীয় নেতাদের পাশাপাশি কর্ণাটকের সাফল্যের কৃতিত্ব রাহুলের প্রাপ্য। পরিসংখ্যান বলছে, রাহুল যে যে বিধানসভা কেন্দ্রে ভোটের প্রচার করেছেন, সেই কেন্দ্রগুলির ৭৫ শতাংশের বেশি আসনে জিতেছে কংগ্রেস। যেখানে মোদির সাফল্যের হার ৪৫ শতাংশ, অমিত শাহর মাত্র ৩০ শতাংশের সামান্য বেশি। সেখানে রাহুলের এই বিশাল সাফল্যের হার প্রশংসনীয় তো বটেই। ফলাফলের দিন অবশ্য কংগ্রেসের যুবরাজ তেমন উচ্ছ্বাস প্রকাশ করেননি। শুধু বলে দিয়েছেন, আগামী দিনে অন্য রাজ্যেও এই সাফল্যের মডেলকে অনুসরণ করবে কংগ্রেস। সেই সঙ্গে তাঁর চোখেমুখে দেখা গিয়েছে সন্তুষ্টির হাসি।

Source: Sangbad Pratidin

Related News
Ritabhari Chakraborty: ইনস্টাগ্রামে ৩০ লক্ষ অনুরাগী ঋতাভরীর, আদুরে চিঠি লিখে শুভেচ্ছা প্রেমিক তথাগতর
Ritabhari Chakraborty: ইনস্টাগ্রামে ৩০ লক্ষ অনুরাগী ঋতাভরীর, আদুরে চিঠি লিখে শুভেচ্ছা প্রেমিক তথাগতর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইনস্টাগ্রামে নতুন মাইলস্টোন ছুঁলেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। সোশ্যাল এই মাধ্যমে অভিনেত্রীর অনুরাগীর সংখ্যা ছাড়া তিরিশ Read more

রনজির চূড়ান্ত ভাগ্য ঠিক আগামী পনেরো দিনে
রনজির চূড়ান্ত ভাগ্য ঠিক আগামী পনেরো দিনে

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: রনজি ট্রফি (Ranji Trophy) কী হবে এ বছর শেষ পর্যন্ত? নাকি গত বছরের মতো এবারও বাতিল করে দিতে Read more

রাজ্য বাজেট ২০২৩: আরও এক বছর ‘সেস’ মকুব, উচ্ছ্বসিত চা শিল্পমহল
রাজ্য বাজেট ২০২৩: আরও এক বছর ‘সেস’ মকুব, উচ্ছ্বসিত চা শিল্পমহল

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: রাজ্য বাজেটে কাঁচা চা পাতার উপরে আরও এক বছর ‘সেস’ মকুবের সিদ্ধান্তে উচ্ছ্বসিত উত্তরের চা চাষি ও Read more

COVID-19 Update: একধাক্কায় কমল রাজ্যের কোভিড সংক্রমণ, সুস্থতার হার প্রায় ৯৯ শতাংশ
COVID-19 Update: একধাক্কায় কমল রাজ্যের কোভিড সংক্রমণ, সুস্থতার হার প্রায় ৯৯ শতাংশ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহামারী থেকে সুস্থতার পথে আরও একধাপ এগোল বাংলা (West Bengal)। মঙ্গলবারের তুলনায় বুধবার রাজ্যে করোনা আক্রান্তের Read more

চাকদহে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, আশঙ্কাজনক অবস্থায় ভরতি কলকাতার নার্সিংহোমে
চাকদহে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, আশঙ্কাজনক অবস্থায় ভরতি কলকাতার নার্সিংহোমে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে ফের হামলার শিকার এক তৃণমূল কর্মী (TMC Worker)। নদিয়ায় গুলিবিদ্ধ নেতা। তিনি বর্তমানে কলকাতার এক Read more

Russia-Ukraine War: জেলেনস্কিকে হত্যার ছক! ইউক্রেন প্রেসিডেন্টের বাগানে আছড়ে পড়ল রুশ মিসাইল!
Russia-Ukraine War: জেলেনস্কিকে হত্যার ছক! ইউক্রেন প্রেসিডেন্টের বাগানে আছড়ে পড়ল রুশ মিসাইল!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগেই খবর মিলেছিল ইউক্রেনের (Ukraine) প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কি হত্যা করতে চায় রাশিয়া। তাই ভয়ানক চেচেন বাহিনীকে Read more