ত্রিপুরায় নির্ভয়া কাণ্ডের রেশ কাটতে না কাটতে ফের গণধর্ষণের বলি ২ নাবালিকা!

প্রণব সরকার, আগরতলা: আগরতলায় কলেজছাত্রীকে গণধর্ষণের ঘটনা সামনে আসার পর ২৪ ঘণ্টাও কাটল না। তার আগেই ত্রিপুরায় ফের গণধর্ষণের (Gangrape) শিকার দুই উপজাতি নাবালিকা। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গোমতী জেলায়। এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত আটজন এখনও পলাতক।
বৃহস্পতিবারই জানা যায়, আগরতলায় (Agaratala) এক কলেজছাত্রীকে চলন্ত গাড়িতে গণধর্ষণের পর অচৈতন‌্য অবস্থায় একটি পরিত‌্যক্ত এলাকায় ফেলে দেওয়া হয়। তাঁকে উদ্ধার করে গোবিন্দবল্লভ পন্থ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়। সেখানে নির্যাতিতার চিকিৎসা চলছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন যে তাঁর অবস্থা আশঙ্কাজনক। এই গণধর্ষণের ঘটনার বিরুদ্ধে গর্জে উঠেছে রাজ্যের বিভিন্ন সংগঠন, বিশেষ করে ছাত্র সংগঠনগুলি। রাজ্যে এমনকী রাজধানী আগরতলাতেও মহিলাদের কোনও নিরাপত্তা নেই বলে তীব্র অভিযোগ তুলেছেন তাঁরা।
[আরও পড়ুন: উরিতে ফের পাক জঙ্গির অনুপ্রবেশের চেষ্টা! ভেস্তে দিল ভারতীয় সেনা]
উল্লেখ‌্য, ত্রিপুরায় (Tripura) সাম্প্রতিককালে বেশ কয়েকটি ধর্ষণ ও গণধর্ষণের ঘটনা সামনে এসেছে। প্রায় প্রতি ক্ষেত্রেই অভিযোগ নিতে পুলিশের টালবাহানা ও নির্যাতিতার পরিবারের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতেই ফের জোড়া গণধর্ষণের ঘটনায় ত্রিপুরার মানিক সাহার নেতৃত্বের বিজেপি সরকার চরম অস্বস্তিতে পড়েছে। এদিকে, কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় এক অভিযুক্তের বাড়ি থেকে ৯০ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই নাবালিকা আত্মীয়দের সঙ্গে বৈশাখী মেলায় গিয়েছিল। সেখানে আত্মীয়দের লুকিয়ে তারা এক ফেসবুকে পরিচিত এক বন্ধুর সঙ্গে দেখা করতে যায়। অভিযোগ, মেলার ময়দান থেকে রাতে জঙ্গলে নিয়ে গিয়ে তাদের একে একে ধর্ষণ করে ওই বন্ধু এবং তার আট সঙ্গী। ভোরে কিশোরীদের শহরে পৌঁছে দিয়ে পালিয়ে যায় তারা। অ‌্যাসিস্ট‌্যান্ট ইনস্পেক্টর জেনারেল জ্যোতিষ্মান দাস চৌধুরী জানান, নির্যাতিতাদের পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই ফেসবুক বন্ধুকে তিনঘরিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম মোলারাই জামাতিয়া (১৯)। এই ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে সরব হয়েছে ত্রিপুরার মহিলা কমিশন।
[আরও পড়ুন: ‘আমি অজেয়, অপ্রতিরোধ্য…’, কর্ণাটকে কংগ্রেস ঝড় উঠতেই ভাইরাল রাহুল গান্ধীর ভিডিও]
এদিকে, গত সোমবার আগরতলায় এক কলেজ ছাত্রী গণধর্ষণের শিকার হন। কলেজ থেকে ফেরার সময় এক পরিচিত তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে গাড়িতে তোলে। তারপর চলন্ত গাড়িতে চারজন মিলে তাঁকে উপর্যুপরি ধর্ষণের পর আমতলি বাইপাসের ধারে একটি পরিত‌্যক্ত এলাকায় ফেলে রেখে যায়। এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গণধর্ষণকাণ্ডে অভিযুক্ত প্রসেনজিৎ পালকে এখনও ধরতে পারেনি পুলিশ। তবে তার বাড়িতে সন্ধান চালিয়ে ৯০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে প্রসেনজিতের কাকা লক্ষ্মণ পালকে। এই বিপুল পরিমাণ টাকা এল কোথা থেকে? তার উত্তর খুঁজছে পুলিশ।

Source: Sangbad Pratidin

Related News
‘বিয়ে মানেই নৃশংস পাশবিক প্রবৃত্তির লাইসেন্স নয়’, বৈবাহিক ধর্ষণ নিয়ে মন্তব্য হাই কোর্টের
‘বিয়ে মানেই নৃশংস পাশবিক প্রবৃত্তির লাইসেন্স নয়’, বৈবাহিক ধর্ষণ নিয়ে মন্তব্য হাই কোর্টের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে (Marriage) হয়ে যাওয়া মানেই নৃশংস পাশবিক প্রবৃত্তির লাইসেন্স নয়। বৈবাহিক ধর্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ এক রায়দানের Read more

রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব অব্যাহত, ফাইল ফেরত নিয়ে ধনকড়কে বিঁধলেন বিধানসভার অধ্যক্ষ
রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব অব্যাহত, ফাইল ফেরত নিয়ে ধনকড়কে বিঁধলেন বিধানসভার অধ্যক্ষ

বুদ্ধদেব সেনগুপ্ত:  রাজ্য-রাজ্যপাল সংঘাত অব্যাহত। রাজ্যপালকে কড়া জবাব অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee)। ওঁর কথার উত্তর দিতে দিতে ক্লান্ত বলে জানান Read more

Rocket Boys Review: দুই প্রথিতযশা বিজ্ঞানীর উত্তরণের কাহিনি ‘রকেট বয়েজ’, কেমন হল নতুন এই ওয়েব সিরিজ?
Rocket Boys Review: দুই প্রথিতযশা বিজ্ঞানীর উত্তরণের কাহিনি ‘রকেট বয়েজ’, কেমন হল নতুন এই ওয়েব সিরিজ?

সুপর্ণা মজুমদার: হোমি জাহাঙ্গীর ভাবা এবং বিক্রম সারাভাই।  একজন ভারতের নিউক্লিয়ার প্রোগ্রামের জনক, আরেকজন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রাণপুরুষ। Read more

তামিলনাড়ুতে বিষমদের বলি অন্তত ১১, আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর
তামিলনাড়ুতে বিষমদের বলি অন্তত ১১, আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার তামিলনাড়ুতে বিষমদ কাণ্ড। এখনও পর্যন্ত দু’টি পৃথক বিষমদ কাণ্ডে প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন। মৃতের Read more

জামা মসজিদ নাকি নীলকণ্ঠ মহাদেবের মন্দির? দ্বন্দ্ব ঘোচাতে সমীক্ষায় রাজি ASI
জামা মসজিদ নাকি নীলকণ্ঠ মহাদেবের মন্দির? দ্বন্দ্ব ঘোচাতে সমীক্ষায় রাজি ASI

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন্দিরের ভিতের উপর মসজিদ তৈরি হয়েছিল নাকি গোড়া থেকেই তা মসজিদ? উত্তরপ্রদেশের জামা মসজিদ (Jama Masjid) Read more

প্রেমের টান, সোশ্যাল মিডিয়ার ‘বন্ধু’র সঙ্গে বাড়ি ছেড়ে গুজরাটে পালালেন রিষড়ার গৃহবধূ
প্রেমের টান, সোশ্যাল মিডিয়ার ‘বন্ধু’র সঙ্গে বাড়ি ছেড়ে গুজরাটে পালালেন রিষড়ার গৃহবধূ

দিব্যেন্দু মজুমদার, হুগলি: ফের প্রেমের টানে বাড়িছাড়া গৃহবধূ। এবার রহস্যজনকভাবে নিখোঁজ রিষড়ার (Rishra) মোড়পুকুরের গৃহবধূর সন্ধান মিলল সুদূর গুজরাটের আহমেদাবাদে। Read more