সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার শহরে সলমনের ‘দাবাং ট্যুর’। সন্ধে হতেই শহর জুড়ে চলবে সলমন ঝড়। কিন্তু তার আগেই সুন্দরী জ্য়াকলিন কলকাতার রাস্তায় নেচে উঠলেন তাঁরই ছবির গান ‘চিটিয়া কালাইয়া’তে! তবে জ্যাকলিন শুধু একা নন, এই নাচে অভিনেত্রীর সঙ্গে দেখা গেল এক ঝাঁক কিশোর-কিশোরীকে। জ্যাকলিনের এই নাচের ভিডিও এখন ভাইরাল।
শুক্রবারই শহরে পা রেখেছেন সলমন খান। গতকালই পুরো টিম নিয়ে অনুষ্ঠানের মহড়া করেছেন সলমন। আর মহড়া শেষেই কলকাতার রাস্তায় ফ্ল্যাশমবে অংশ নিতে দেখা গেল জ্য়াকলিনকে।
(ভিডিওটি জনৈক নেটিজেনের ইউটিউব চ্য়ানেলের সৌজন্যে)
[আরও পড়ুন: প্রাক্তন ও বর্তমানের হৃদয়ের ধর্মযুদ্ধ! ‘অর্ধাঙ্গিনী’র ট্রেলারে নজর কাড়লেন চুর্ণী-কৌশিক-জয়া]
এই অনুষ্ঠানে থাকবেন অভিনেত্রী পূজা হেজ, সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, সোনাক্ষি সিনহা, আয়ূশ শর্মা প্রভু দেবা এবং পপতারকা গুরু রন্ধাওয়া। সব মিলিয়ে জমজমাট হতে চলেছে সলমনের ‘দাবাং ট্যুর’।
[আরও পড়ুন: বাংলাদেশেও ‘পাঠান’ ঝড়, প্রথম দিনেই ৪১ টি সিনেমা হলে হাউজফুল শাহরুখের ব্লকবাস্টার ছবি]
Source: Sangbad Pratidin