আজ কর্ণাটক ভোটের ফল, কিং-মেকারের ভূমিকা নেবে জেডিএস!

বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: আজ, শনিবার কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ। বুথ ফেরত সমীক্ষায় কর্ণাটকের ফলাফল ত্রিশঙ্কু হতে পারে বলে আভাস মিলতেই রাজনৈতিক শিবিরে তৎপরতা তুঙ্গে। মসনদ দখলের লক্ষ্যে কংগ্রেস, বিজেপি দু’পক্ষই নিজেদের মতো করে ঘুঁটি সাজানোর কাজ শুরু করে দিয়েছে।
এর মধ্যেই ঘোলাজলে মাছ ধরতে নেমে পড়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার দল জেডিএস। ফের তাঁরাই কিং-মেকারের ভূমিকা পালন করবেন বলে দাবি করেছেন দলের সভাপতি দেবগৌড়া-পুত্র এইচ ডি কুমারস্বামী। এদিকে, আজ উত্তরপ্রদেশ পুরভোটেরও ফল প্রকাশিত হবে। বৃহস্পতিবার দ্বিতীয় তথা চূড়ান্ত পর্বের ভোটগ্রহণ হয় গৌতম বুদ্ধ নগর, মেরঠ, গাজিয়াবাদ, শাহজাহানপুর, বরেলি, আলিগড়, কানপুর এবং অযোধ্যার ৩৮টি জেলায়। ৪ মে প্রথম দফার ভোট হয়েছিল। বিভিন্ন মেয়র, কর্পোরেটর, নগর পঞ্চায়েত, নগরপালিকা পারিষদ ও চেয়ারপার্সন নির্বাচিত হবেন। ২০২৪-এর লোকসভা ভোটের আগে মূল যুযুধান দু’পক্ষ বিজেপি ও সমাজবাদী পার্টির কাছে এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকাল ৮টা থেকে গণনা শুরু হলেও প্রকৃত ছবিটা পেতে রাত হয়ে যেতে পারে।
অতীতে তিনবার রাজ্যে কিং-মেকারের ভূমিকায় দেখা গিয়েছে জেডিএস-কে। দু’বার কংগ্রেস, একবার বিজেপির সঙ্গে থেকে সরকার তৈরিতে সাহায্য করেছে তারা। মুখ্যমন্ত্রীর পদও লাভ করেছেন কুমারস্বামী। ফল প্রকাশের আগেই কুমারস্বামী দাবি করেছেন, কংগ্রেস-বিজেপি দু’পক্ষই তাঁদের সঙ্গে যোগাযোগ করেছে। পাশাপাশি, তাঁরা কাদের সঙ্গে যাবেন, সেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে বলেও মন্তব্য করেছেন কুমারস্বামী। তাঁর বক্তব্য, সময়মতো সিদ্ধান্ত ঘোষণা করা হবে। যদিও পারিবারিক বিবাদে জর্জরিত কুমারস্বামীর দল এবার কতটা ভাল ফল করবে, তা নিয়ে সেখানকার রাজনৈতিক মহলে যথেষ্ট সংশয় রয়েছে।
[আরো পড়ুন: ‘বাংলায় সন্ত্রাসের প্রথম ভুক্তভোগী’, দিল্লিতে দাঁড়িয়ে তৃণমূলকে কড়া আক্রমণ নাড্ডার]
এরই মধ্যে নির্বাচন কমিশনের কাছে কার্যত ভর্ৎসিত হল কংগ্রেস। কর্ণাটকের ভোটে ব্যবহৃত ইভিএম আগে দক্ষিণ আফ্রিকায় ব্যবহার করা হয়েছে বলে কংগ্রেস দাবি করেছিল। ৮ মে এই মর্মে চিঠি দেওয়া হয় কমিশনকে। দাবি খারিজ করে এর সপক্ষে কী প্রমাণ রয়েছে, তা প্রকাশ্যে জানানোর ‘অনুরোধ’ করেছে কমিশন। কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালাকে পালটা চিঠিতে কর্ণাটকে নয়া ইভিএম ব্যবহার হয়েছে বলে জানানো হয়।
২২৪ আসন সম্বলিত কর্ণাটক বিধানসভার ভোটে বিজেপির পক্ষে ম্যাজিক ফিগার, ১১৩ পার করার সম্ভাবনা খুবই ক্ষীণ বলেই অধিকাংশ বুথফেরত সমীক্ষায় উঠে এসেছে। অনেকটাই সুবিধাজনক অবস্থায় রয়েছে কংগ্রেস। কিন্তু তারা যদি ম্যাজিক ফিগার পার করতে না পারে, সে ক্ষেত্রে তাদের ক্ষমতা দখলের রাস্তা কঠিন হয়ে পড়বে। ৯০টি আসন পেলে তারাই সরকার গঠন করবে এবং জেডিএস তাদের পাশে থাকবে বলেই ঘনিষ্ঠমহলে দাবি করছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা।
কর্ণাটকে এবার নিজেদের ক্ষমতায় ম্যাজিক ফিগার পেরনো কঠিন, সেই হিসাব আগে থেকেই করে ফেলেছে বিজেপি। সেইমতো নির্বাচনের আগে থেকেই জেডিএসের সঙ্গে যোগাযোগ এবং নির্বাচনে তাদের নানাভাবে সাহায্য করার কাজও সেরে রেখেছে তারা। আবার দলের যে সমস্ত বিধায়ক টিকিট না পেয়ে কংগ্রেস বা নির্দল হিসাবে লড়াই করেছেন, তাঁদের সঙ্গেও যোগাযোগ করছে বিজেপি। সেই তুলনায় কর্ণাটকে কংগ্রেস এবার অনেকটাই আত্মবিশ্বাসী। ম্যাজিক ফিগারের থেকেও বেশি সংখ্যক আসন মিলবে বলেই কংগ্রেস শিবিরের দাবি। ভোটের ফল প্রকাশের পর দক্ষিণের এই রাজ্যে নতুন করে কোনও খেলা শুরু হতে চলেছে কি না, সেদিকে নজর থাকবে গোটা দেশের রাজনৈতিক মহলের।
[আরো পড়ুন: ১৮ মাসে সর্বনিম্ন খুচরো মূল্যবৃদ্ধির হার, কমবে কি রেপো রেট?]

Source: Sangbad Pratidin

Related News
SSC Scam: নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন SSC কর্তা এসপি সিনহা এবং অশোক সাহাকে গ্রেপ্তার করল CBI
SSC Scam: নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন SSC কর্তা এসপি সিনহা এবং অশোক সাহাকে গ্রেপ্তার করল CBI

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়োগ দুর্নীতি কাণ্ডে এসএসসির (SSC Scam) উপদেষ্টা কমিটির আহ্বায়ক শান্তিপ্রসাদ সিনহা (SP Sinha) এবং এসএসসির প্রাক্তন Read more

পাকিস্তানে জঙ্গির গুলিতে মৃত দুই শিখ, তীব্র নিন্দার মুখে পাক প্রধানমন্ত্রী
পাকিস্তানে জঙ্গির গুলিতে মৃত দুই শিখ, তীব্র নিন্দার মুখে পাক প্রধানমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পাকিস্তানে (Pakistan) জঙ্গি হামলার বলি হলেন দুই ধর্মীয় সংখ্যালঘু। বাইকে চড়ে আসা আততায়ীদের গুলিতে মৃত্যু Read more

কলকাতা পুলিশের বড় সাফল্য, এলগিন রোডে ব্যবসায়ী খুনে আহমেদাবাদ থেকে গ্রেপ্তার অভিযুক্ত
কলকাতা পুলিশের বড় সাফল্য, এলগিন রোডে ব্যবসায়ী খুনে আহমেদাবাদ থেকে গ্রেপ্তার অভিযুক্ত

অর্ণব আইচ: লি রোডে স্বর্ণ ব্যবসায়ী খুনের দু’সপ্তাহের মধ্যেই ভিনরাজ্য থেকে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। আহমেদাবাদ (Ahmedabad) থেকে গ্রেপ্তার Read more

আবিদ, শাহ, হবিবুররা ছিলেন নেতাজির বিশ্বস্ত, বিজেপি যেন না ভোলে
আবিদ, শাহ, হবিবুররা ছিলেন নেতাজির বিশ্বস্ত, বিজেপি যেন না ভোলে

কুণাল ঘোষ: শুরুতেই মূল প্রশ্নটা সরাসরি রাখছি। বিজেপি এবং প্রধানমন্ত্রী হঠাৎ নেতাজির (Subhas Chandra Bose) মূর্তি বসানোর রাজনীতি করে দেশনায়ককে Read more

অনূর্ধ্ব-২০ এশিয়ান অ্যাথলেটিক্সে সোনা জিতলেন বঙ্গতনয়া হিনা, তবু কেন আক্ষেপ?
অনূর্ধ্ব-২০ এশিয়ান অ্যাথলেটিক্সে সোনা জিতলেন বঙ্গতনয়া হিনা, তবু কেন আক্ষেপ?

স্টাফ রিপোর্টার: দৌড় শেষে জায়েন্ট স্ক্রিনের দিকে তাকিয়েই হতাশায় মাথায় হাত দিলেন। দেখে মনে হতেই পারে যে একটুর জন্য হয়তো Read more

এক জুম কলেই ছাঁটাই হয়েছিল ৯০০ জন, এবার তিন হাজার কর্মীর চাকরি খেল সংস্থা!
এক জুম কলেই ছাঁটাই হয়েছিল ৯০০ জন, এবার তিন হাজার কর্মীর চাকরি খেল সংস্থা!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেটার ডট কম। গত ডিসেম্বরেই শিরোনামে এসেছিল মার্কিন (US) এই সংস্থা। একটি জুম কল বৈঠকে ১৫ Read more