বাড়ছে রাসায়নিক মিশিয়ে তৈরি ভাল্লুকের নকল পিত্ত পাচারের কারবার, শুরু জোর তদন্ত

বিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি: চোরাই বাজারে চাহিদা বাড়তে ক্রমশ পাল্টাতে শুরু করেছে বন্যপ্রাণীজাত সামগ্রী পাচার কারবারের আদল। এমনই অভিযোগ বিভিন্ন মহলে। ভাল্লুকের পিত্ত ছদ্মবেশে বিদেশে পাড়ি দিচ্ছে। জলপাইগুড়ি, শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ওই নকল কারবারের খবর  পাওয়ার পর বনকর্তারা নড়েচড়ে বসেছেন। শুরু হয়েছে খোঁজ।
উত্তরবঙ্গের এক বনকর্তা জানান, কুকুরের চামড়ায় কালো ছোপ দাগ কেটে নকল চিতার চামড়া তৈরির ঘটনা জানা আছে। বেআইনি বন্যপ্রাণীজাত সামগ্রীর বাজারে অনেক কিছুই নকল। ভাল্লুকের নকল পিত্ত কারবারের খবর মিলেছে। এটা অস্বাভাবিক কিছু নয়। খোঁজ চলছে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গে ভাল্লুকের পিত্ত পাচারের কারবার প্রথম নজরে আসে ১৯৯৫ সালে। বনকর্মীরা ওই বছর নেপালে পাচারের পথে শিলিগুড়ি থেকে পিত্ত উদ্ধার করেন। এরপর ১৯৯৬ সালের মার্চ মাস থেকে ১৯৯৭ সালের আগস্ট মাস পর্যন্ত দিল্লির ‘ওয়াইল্ড লাইফ প্রোটেকশন সোসাইটির’ অনুসন্ধানে জানা যায়, উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং এবং ঝালং এলাকায় ভাল্লুকের পিত্ত পাচার চক্র সক্রিয়।
[আরও পড়ুন: Kuntal Ghosh: অভিষেকের প্রশংসা কুন্তলের, কী বললেন নিয়োগ দুর্নীতিতে ধৃত যুবনেতা?]
শুধু তাই নয়। ওই অনুসন্ধানে শুয়োরের পিত্তকে ভাল্লুকের পিত্ত বলে পাচারের ঘটনাও নজরে আসে। সেটা এখনও চলছে। বন কর্তাদের অনুমান, বিদেশের চোরাই বাজারে চাহিদা বাড়লেও নজরদারির ফলে কয়েক বছরে হিমালয় সংলগ্ন উত্তর-পূর্বাঞ্চলের জঙ্গলে ভাল্লুক শিকার বন্ধ হতে রাসায়নিক মিশিয়ে শুয়োরের পাশাপাশি অন্য পশুর পিত্ত ভাল্লুকের পিত্ত বলে পাচারের কারবার শুরু হয়ে থাকতে পারে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর অপূর্ব সেন বলেন, “নকল-আসল দু’রকমের কারবারই আছে। তবে এসব বাইরের দেশ থেকে আসছে। ওই কারবার ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে।”
ওয়াইল্ড লাইফ প্রোটেকশন সোসাইটি-সহ বিভিন্ন সংস্থার অনুসন্ধানে জানা গিয়েছে, চিন, তিব্বত, মালয়েশিয়া, মায়ানমার, ভিয়েতনাম, কম্বোডিয়া, কোরিয়া, হংকং এবং জাপানে প্রাচীন পদ্ধতিতে ওষুধ তৈরিরর কাজে ভাল্লুকের পিত্ত ব্যবহারের চল রয়েছে। ওই চাহিদা পূরণ করতে এশিয়ার ১৭টি দেশে ভল্লুকজাত সামগ্রী পাচারের ঘটনা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে গিয়েছে। মূলত এশিয়ান ব্ল্যাক বিয়ার, সান বিয়ার, ব্রাউন বিয়ার এবং স্লোথ বিয়ার শিকার করে পিত্ত পাচার করা হচ্ছে বলেই অভিযোগ। কম্বোডিয়া এবং চিনে চোরাই পিত্তের বড় বাজার রয়েছে। এছাড়াও সিঙ্গাপুর, হংকং, জাপান ও ভিয়েতনামে বাজার তৈরি হয়েছে।
‘এশিয়ান রাইটস গ্রুপের’ সমীক্ষায় জানা গিয়েছে, অনেক সময় ভাল্লুকের পিত্ত রাসায়নিক প্রক্রিয়ায় পাউডার বানিয়ে পাচার হয়। বনকর্মীদের কয়েকজন জানান, কয়েক বছর আগেও সিকিম থেকে হিমালয়ান ব্রাউন বিয়ার এবং অসম, অরুণাচলপ্রদেশ ও মিজোরাম থেকে এশিয়াটিক ব্ল্যাক বিয়ারের পিত্ত শিলিগুড়ি ও জলপাইগুড়ি থেকে নেপাল ও ভুটান হয়ে চিনে পাচারের খবর মিলেছে। বনদপ্তরের নজরদারি বেড়ে যাওয়ায় ইদানীং সেটা কমলেও ভাল্লুকের নকল পিত্ত তৈরির কারবার শুরু চলছে।
বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি শহর, ওদলাবাড়ি, বানারহাট, ঝালং, আমবাড়ি-ফালাকাটা, শিলিগুড়ি শহর, জয়গা, বীরপাড়া এলাকায় নকল পিত্ত কারবারিরা সক্রিয়। বিভিন্ন জায়গা থেকে ওই কারবারিরা শুয়োর সহ বিভিন্ন পশুর পিত্ত সংগ্রহ করছে বলেও অভিযোগ রয়েছে। এরপর সেগুলিতে বিভিন্ন রাসায়নিক মিশিয়ে ভাল্লুকের পিত্তের মতো রং এবং গন্ধ আনা হয়। সবশেষে বিশেষ মোড়কে বোতল বন্দি করে ওই পিত্ত নেপাল ও ভুটানে পাচার করা হয়।
[আরও পড়ুন: মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদ, হিন্দু বাবার মাথা কেটে খুন করল পাক মুসলিম যুবকরা]

Source: Sangbad Pratidin

Related News
যত কাণ্ড কেরলে! এবার মোদির নিরাপত্তা সংক্রান্ত তথ্য ফাঁসের অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর
যত কাণ্ড কেরলে! এবার মোদির নিরাপত্তা সংক্রান্ত তথ্য ফাঁসের অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত কাণ্ড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) কেরল (Kerala) সফরে। মোদিকে মানববোমায় উড়িয়ে দেওয়ার হুমকি Read more

BREAKING: হরিদ্বারের গঙ্গায় পদক বিসর্জনের সিদ্ধান্ত সাক্ষীদের, দিল্লিতে আমরণ অনশন
BREAKING: হরিদ্বারের গঙ্গায় পদক বিসর্জনের সিদ্ধান্ত সাক্ষীদের, দিল্লিতে আমরণ অনশন

অরিঞ্জয় বোস: নতুন সংসদ ভবনের সামনে প্রতিবাদ কর্মসূচির জেরে এফআইআর দায়ের হয়েছিল দেশের সেরা কুস্তিগিরদের বিরুদ্ধে। এহেন হেনস্তার প্রতিবাদে মঙ্গলবার Read more

তামিমের জায়গায় বাংলাদেশের নতুন ক্যাপ্টেন লিটন, বিশ্বকাপের দায়িত্ব পাবেন কি?
তামিমের জায়গায় বাংলাদেশের নতুন ক্যাপ্টেন লিটন, বিশ্বকাপের দায়িত্ব পাবেন কি?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আকস্মিক ভাবেই অবসর ঘোষণা করেছেন তামিম ইকবাল (Tamim Iqbal)। আফগানিস্তানের কাছে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের (Bangladesh) হারের Read more

উলটপুরান! ‘দুর্নীতিগ্রস্ত’ বিজেপির মেয়াদ ফুরোতেই গোমূত্রে বিধানসভা ‘শুদ্ধিকরণ’ কংগ্রেসের
উলটপুরান! ‘দুর্নীতিগ্রস্ত’ বিজেপির মেয়াদ ফুরোতেই গোমূত্রে বিধানসভা ‘শুদ্ধিকরণ’ কংগ্রেসের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধানসভা ভোটে হার হয়েছে ‘দুর্নীতিগ্রস্ত’ বিজেপির (BJP)। কর্ণাটকে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে হাত শিবির। এতেই উলটপুরানের সাক্ষী Read more

Anupam Hazra: ‘ব্যক্তিত্বহীন’, ‘দো-আঁশলা’, বিজেপি রাজ্য সভাপতিকে সরাসরি তোপ অনুপম হাজরার!
Anupam Hazra: ‘ব্যক্তিত্বহীন’, ‘দো-আঁশলা’, বিজেপি রাজ্য সভাপতিকে সরাসরি তোপ অনুপম হাজরার!

নন্দিতা রায়, নয়াদিল্লি: এবার বঙ্গ বিজেপির কোন্দল একেবারে প্রকাশ্যে। সরাসরি রাজ্য সভাপতিকে আক্রমণ করলেন বিজেপির (BJP) ন্যাশনাল সেক্রেটারি অনুপম হাজরা Read more

ক্ষতিপূরণ, ন্যায্যমূল্যের দাবিতে পাঞ্জাবে ‘রেল রোকো’ কৃষকদের, বাতিল বহু ট্রেন
ক্ষতিপূরণ, ন্যায্যমূল্যের দাবিতে পাঞ্জাবে ‘রেল রোকো’ কৃষকদের, বাতিল বহু ট্রেন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাম্প্রতিক বন্যায় বিপুল ক্ষতি হয়েছে চাষের। ক্ষতিপূরণে আর্থিক প্যাকেজ, এমএসপি এবং ঋণের আইনি গ্যারান্টি-সহ একাধিক দাবিতে Read more