ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে বিদেশমন্ত্রী, ঢাকা নেমেই হাসিনার সঙ্গে সাক্ষাৎ

সুকুমার সরকার, ঢাকা: ঢাকা (Dhaka)সফরে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। বৃহস্পতিবার সন্ধে নাগাদ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জয়শংকরকে স্বাগত জানান সে দেশের বিদেশ প্রতিমন্ত্রী মহম্মদ শাহরিয়ার আলম। সেখান থেকেই গণভবনে চলে যান বিদেশমন্ত্রী। দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Bangladesh PM Sheikh Hasina) সঙ্গে। কিছুক্ষণ কথাবার্তা হয় তাঁদের মধ্যে।
শুক্র ও শনিবার ঢাকায় ভারত মহাসাগরীয় সম্মেলন। বাংলাদেশের (Bangladesh) বিদেশ মন্ত্রক ও ভারতের বিদেশমন্ত্রকের আওতাধীন গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ফাউন্ডেশনের যৌথ আয়োজন দু’দি‌নের জন্য শুক্রবার ঢাকায় বস‌ছে ভারত মহাসাগরীয় সম্মেলন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স‌ম্মেল‌ন উদ্বোধন করবেন। তাতে যোগ দি‌তে বৃহস্পতিবার ঢাকায় এসে‌ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। হাসিনা ও জয়শংকরের বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিক বৈঠক করেন।
[আরও পড়ুন: ঘুষ দিয়ে চাকরির প্রমাণ দেখান, প্রাথমিক মামলায় বিকাশকে বলল সুপ্রিম কোর্ট, প্রশ্নের মুখে পর্ষদও]
তিনি জানান, ‘‘উভয় পক্ষই বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার স্তর নিয়ে সন্তোষ প্রকাশ করেছে।’’ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অর্থনীতি নিয়ে আলোচনা হয় দু’জনের মধ্যে। এছাড়াও ষষ্ঠ ভারত মহাসাগর সম্মেলন এবং আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে চলা জি-২০ শীর্ষ সম্মেলন নিয়েও তাঁরা আলোচনা করেন। প্রধানমন্ত্রী হাসিনা আশাপ্রকাশ করেন যে, ভারত উন্নত ও স্বল্পোন্নত দেশের মানুষের স্বার্থকে এগিয়ে নিতে উল্লেখযোগ্য অবদান রাখবে। শেখ হাসিনা ভারতের বিদেশমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর শুভেচ্ছা পৌঁছে দেওয়ার কথা বলেন। জয়শঙ্কর ষষ্ঠ ভারত মহাসাগর সম্মেলন আয়োজনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘‘সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ অনেক বড়।’’
[আরও পড়ুন: যশস্বীর জয়গান বিরাট-সূর্যকুমারদের, শেষদিকে ‘কুকীর্তি’ ঘটিয়ে সমালোচিত তরুণ নাইট তারকা]
ঢাকায় ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেওয়া ছাড়াও জয়শংকর বিদেশমন্ত্রী মো‌মেনের স‌ঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক কর‌ার কথা তাঁর। এর আগে গত বছরের এপ্রিলের শেষের দিকে ঢাকা সফরে আসেন এস জয়শংকর। বিদেশমন্ত্রী হিসেবে তিনি ২০১৯ সালে প্রথম ঢাকা সফর করেন। এরপর ২০২১ সালের মার্চে বাংলাদেশে এসেছিলেন তিনি।

Source: Sangbad Pratidin

Related News
আইনি জটিলতায় কোন ১৮ হাজার পদে নিয়োগ থমকে, দ্রুত রিপোর্ট তলব কলকাতা হাই কোর্টের
আইনি জটিলতায় কোন ১৮ হাজার পদে নিয়োগ থমকে, দ্রুত রিপোর্ট তলব কলকাতা হাই কোর্টের

গোবিন্দ রায়: প্রাথমিক (Primary), উচ্চ প্রাথমিক (Upper Primary), এসএলএসটি (SLST), মাদ্রাসা-কোথায় কত শূন্যপদ রয়েছে, রিপোর্ট চাইলেন কলকাতা হাই কোর্টের (Calcutta Read more

একই সঙ্গে বাবা ও ছেলের শয্যাসঙ্গিনী সেলিনা জেটলি! অভিনেত্রীকে কটাক্ষ ফিল্ম সমালোচকের
একই সঙ্গে বাবা ও ছেলের শয্যাসঙ্গিনী সেলিনা জেটলি! অভিনেত্রীকে কটাক্ষ ফিল্ম সমালোচকের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেলিটা জেটলি। এক সময় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। তবে এখন নিজের ইচ্ছেতেই বলিউড ছেড়ে দেশের বাইরে রয়েছেন। Read more

শিয়রে পঞ্চায়েত, মেয়েদের কাছে টানতে বিশেষ মহিলা টিম গড়ছে তৃণমূল
শিয়রে পঞ্চায়েত, মেয়েদের কাছে টানতে বিশেষ মহিলা টিম গড়ছে তৃণমূল

শ্রীকান্ত পাত্র, ঘাটাল: পঞ্চায়েত ভোটকে সামনে রেখে মহিলা ভোটারদের কাছে টানতে বুথ ভিত্তিক মহিলা টিম গড়ছে মহিলা তৃণমূল। যাঁরা কেবলমাত্র Read more

দু’পক্ষের হাতাহাতি, দোকান ভাঙচুর, বসন্ত উৎসবকে কেন্দ্র করে শ্রীরামপুরে ব্যাপক চাঞ্চল্য
দু’পক্ষের হাতাহাতি, দোকান ভাঙচুর, বসন্ত উৎসবকে কেন্দ্র করে শ্রীরামপুরে ব্যাপক চাঞ্চল্য

দিব্যেন্দু মজুমদার, হুগলি: শ্রীরামপুর কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ও শ্রীরামপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে গান্ধী ময়দানে অনুষ্ঠিত এক Read more

দ্রুত চুলে পাক ধরছে? সমস্যা দূর করতে খাদ্যতালিকায় রাখুন এসব খাবার
দ্রুত চুলে পাক ধরছে? সমস্যা দূর করতে খাদ্যতালিকায় রাখুন এসব খাবার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অল্প বয়সেই অনেকের চুল পেকে যায়। অনেকের আবার পুরো চুল না পাকলেও, শুধুমাত্র জুলফি পেকে যায়। Read more

কী কারণে সানি লিওনির বাংলাদেশের ভিসা বাতিল? মুখ খুলল ঢাকা
কী কারণে সানি লিওনির বাংলাদেশের ভিসা বাতিল? মুখ খুলল ঢাকা

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশের জনপ্রিয় পরিচালক শামীম আহমেদ রনির নতুন ছবি ‘সোলজার’-এর শুটিংয়ে বাংলাদেশে যাওয়ার কথা ছিল সানি লিওনির (Sunny Leone)। Read more