ইপিএল দলের বিরুদ্ধে খেলবে মোহনবাগান, নেক্সট জেন কাপে আসছে তিন ক্লাব

স্টাফ রিপোর্টার: প্রিমিয়ার লিগের নামী ক্লাবগুলির বিরুদ্ধে খেলতে চলেছে মোহনবাগান (Mohun Bagan)। রিলায়েন্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লিগের জাতীয় পর্যায়ের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে সেই সুযোগ পেয়েছেন সবুজ-মেরুন শিবিরের যুব ফুটবলাররা। চলতি মাসেই মুম্বইতে হবে নেক্সট জেন কাপ (Next Gen Cup)। আরএফডিএল-এর জাতীয় পর্যায়ের চার গ্রুপ চ্যাম্পিয়ন সরাসরি খেলবে সেই প্রতিযোগিতায়। সেই তালিকায় মোহনবাগান ছাড়াও রয়েছে রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ং চ্যাম্পস, বেঙ্গালুরু এফসি ও সুদেভা দিল্লি এফসি।
ওই প্রতিযোগিতায় খেলবে প্রিমিয়ার লিগের তিন ক্লাব এভার্টন, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড এবং উলভারহ্যাম্পটন ওয়ান্ডার্সও। সঙ্গে দক্ষিণ আফ্রিকার স্টেলেনবস এফসি, যারা গতবারের চ্যাম্পিয়ন। মুম্বইয়ে ১৭, ২০, ২৩ ও ২৬ মে নেক্সট জেন কাপের ম্যাচগুলি হবে। ফাইনাল ২৬ মে। গতবছর ইংল্যান্ডে হয়েছিল এই প্রতিযোগিতা। সেখানে ভারতের প্রতিনিধিত্ব করে বেঙ্গালুরু এফসি এবং কেরল ব্লাস্টার্স। 
[আরও পড়ুন: কালিয়াগঞ্জে ছাত্রীমৃত্যু: সিট গঠন করে দিল হাই কোর্ট, রয়েছেন দময়ন্তী সেন-সহ ৩ আধিকারিক]
ভারতে তরুণ ফুটবলারদের প্রতিষ্ঠার মঞ্চ হিসাবে ২০১৯ থেকে আয়োজিত হচ্ছে আরএফডিএল। চলতি বছরে অনেকটাই বড় আকারে আয়োজিত হয়েছে এই লিগ। দেশের ৯ জোন মিলিয়ে তিনশোর বেশি ম্যাচ খেলা হয়েছে। আইএসএল ও আই লিগ ছাড়াও বেশ কিছু অ্যাকাডেমি অংশ নিয়েছে লিগে। সেখান থেকে উঠে আসা ২০ দলকে চারটি গ্রুপে ভাগ করে হয়েছে জাতীয় পর্বের লড়াই। সেই চার গ্রুপের সেরা হিসাবে নেক্সট জেন কাপ খেলার সুযোগ পেয়েছে মোহনবাগান-সহ চার দল। তার আগে অবশ্য লিগের জাতীয় চ্যাম্পিয়নশিপ পর্বে খেলবে এই চার দল। লিগের আয়োজক রিলায়েন্স ফাউন্ডেশনের বক্তব্য, ‘চলতি বছরের লিগ দারুণ সফল হয়েছে। আরও বেশি ফুটবলার নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেয়েছেন। পাশাপাশি প্রিমিয়ার লিগও ভারতীয় ফুটবলের উন্নতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।’
ইংল্যান্ডের তিন নামী ক্লাবের ভারতে খেলতে আসা নিয়ে উচ্ছ্বসিত প্রিমিয়ার লিগের ডিরেক্টর অফ ফুটবল নীল স্যান্ডার্স। তাঁর কথায়, “ভারতে ফের নেক্সট জেন কাপ হওয়া নিয়ে আমরা উত্তেজিত। পাশাপাশি এভার্টন, উলভস এবং ওয়েস্ট হ্যামের তরুণ ফুটবলাররাও একটা নতুন সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে।” এর আগে চেলসির মতো ক্লাবও নেক্সট জেন কাপে অংশ নিয়েছে। এবছর প্রতিযোগিতায় আট দলকে দু’টি গ্রুপে ভাগ করা হবে। রাউন্ড রবিন ভিত্তিতে গ্রুপের ম্যাচগুলি হবে। গ্রুপ চ্যাম্পিয়নরা ফাইনাল খেলবে।
[আরও পড়ুন: মর্মান্তিক! ভাইপোর বিয়ের আসরে নাচতে নাচতে মৃত্যু ভিলাই স্টিল প্ল্যান্টের ম্যানেজারের]

Source: Sangbad Pratidin

Related News
সরকারি ক্ষেত্রে বিপুল কর্মসংস্থানের সুযোগ, পঞ্চায়েত ভোটের আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী
সরকারি ক্ষেত্রে বিপুল কর্মসংস্থানের সুযোগ, পঞ্চায়েত ভোটের আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী

গৌতম ব্রহ্ম: পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে বড়সড় কর্মসংস্থানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। শিক্ষা, স্বাস্থ্য-সহ একাধিক দপ্তরে Read more

উপাসনা চলাকালীন জার্মানির গির্জায় ঢুকে তাণ্ডব বন্দুকবাজের, মৃত অন্তত ৭, আহত বহু
উপাসনা চলাকালীন জার্মানির গির্জায় ঢুকে তাণ্ডব বন্দুকবাজের, মৃত অন্তত ৭, আহত বহু

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার জার্মানির (Germany) গির্জায় ঢুকে হামলা চালাল বন্দুকবাজরা। বৃহস্পতিবারের এই হামলায় মৃত্যু হয়েছে অন্তত সাত জনের। Read more

কথা রাখলেন শ্রীলেখা, জন্মদিনে ফাঁস করলেন আসল বয়স!
কথা রাখলেন শ্রীলেখা, জন্মদিনে ফাঁস করলেন আসল বয়স!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়েদের নাকি বয়স জিজ্ঞাসা করতে নেই। অন্তত, জেন্টালম্যান রুলস তাই বলছে। সেই মেয়ে যদি নায়িকা হন, Read more

সাড়ে ৪ ঘণ্টায় জিব্রাল্টার প্রণালী পার বাংলার সাঁতারু তাহরিনার, খুশির হাওয়া উলুবেড়িয়ায়
সাড়ে ৪ ঘণ্টায় জিব্রাল্টার প্রণালী পার বাংলার সাঁতারু তাহরিনার, খুশির হাওয়া উলুবেড়িয়ায়

মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: ফের সাফল্যের শিখর ছুঁয়ে ফেললেন বঙ্গতনয়া। আন্তর্জাতিক মঞ্চে আরও একবার উজ্জ্বল হল ভারত তথা বাংলার নাম। জিব্রাল্টার Read more

‘খুনের হুমকি নিয়ে ভাবি না, মরতে একদিন তো হবেই’, আমেরিকা সফরে বললেন রাহুল
‘খুনের হুমকি নিয়ে ভাবি না, মরতে একদিন তো হবেই’, আমেরিকা সফরে বললেন রাহুল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর ভারত জোড়ো যাত্রার সময় খুনের হুমকি দেওয়া হয়েছিল তাঁকে। সেই প্রসঙ্গে আমেরিকায় বসে কংগ্রেস Read more

কাকের ডাকে জঙ্গলে ঢুকে চোখ কপালে মায়ের, মাটিতে পোঁতা মেয়ের দেহাংশ, খুবলে খাচ্ছে শিয়াল
কাকের ডাকে জঙ্গলে ঢুকে চোখ কপালে মায়ের, মাটিতে পোঁতা মেয়ের দেহাংশ, খুবলে খাচ্ছে শিয়াল

সুকুমার সরকার, ঢাকা: আপনজনেরা তন্ন তন্ন করেও খুঁজেও নিখোঁজ গৃহবধূকে পাননি। অথচ বনের মধ্যে কাকের ডাকাডাকি শুনে এগিয়ে যান তাঁর Read more