সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিস্ফোরণ অমৃতসরের স্বর্ণ মন্দিরের (Amritsar Golden Temple) কাছে। নতুন করে বিস্ফোরণ ঘটে বুধবার মধ্যরাতে। আচমকা কেঁপে ওঠে পাঞ্জাবের (Punjab) পবিত্র মন্দিরের আশপাশের এলাকা। এই নিয়ে গত সাত দিনে তিনবার বিস্ফোরণ ঘটল স্বর্ণ মন্দিরের কাছে। যদিও হতাহতের খবর নেই। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনী। এদিকে স্বর্ণ মন্দির চত্বরে একাধিক বিস্ফোরণের ঘটনার তদন্তে নেমে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত সাড়ে ১২টা নাগাদ স্বর্ণমন্দির এলাকার শ্রী গুরু রামদাস নিবাসের কাছে বিস্ফোরণ ঘটে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে বেশ কিছু লিফলেট এবং বোমার অবশিষ্টাংশ উদ্ধার করে পুলিশ। তদন্তে নেমে গ্রেপ্তার করা হয়েছে ৫ অভিযুক্তকে। উল্লেখ্য, গত ৬ মে স্বর্ণ মন্দিরের কাছে হেরিটেজ সরণিতে প্রথমবার বিস্ফোরণ হয়েছিল। দু’দিন পর ওই এলাকাতেই আবারও বিস্ফোরণের প্রবল শব্দ পাওয়া গিয়েছিল। এরপর বুধবার মধ্যরাতে বিস্ফোরণ ঘটে। ধৃতদের জের করছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মন্দির চত্বরে অশান্তি সৃষ্টি করাই উদ্দেশ্য ছিল দুষ্কৃতীদের।
Source: Sangbad Pratidin