‘স্ত্রী’ বুবলির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে নারাজ শাকিব, পালটা জবাব দিলেন অভিনেত্রীও

সুকুমার সরকার, ঢাকা: ঘরে-বাইরে বিতর্কই বাংলাদেশি অভিনেতা শাকিব খানের (Shakib Khan) নিত্যসঙ্গী। একদিকে প্রয়োজক রহমত উল্লাহর ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ মামলায় শাকিবকে আগামী ১৫ মে-র মধ্যে লিখিত জবাব দেওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে শাকিব আবার শবনম বুবলির (Shobnom Bubly) সঙ্গে নিজের সমস্তরকম সম্পর্ক অস্বীকার করেছেন। ফেসবুক পোস্টে যার কড়া জবাব দিয়েছেন বাংলাদেশি অভিনেত্রী। তাঁর আর শাকিবের যে ডিভোর্স হয়নি। জানিয়ে দিয়েছেন সেকথাও।

গত ৩০ এপ্রিল রহমত উল্লাহ ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে শাকিব খানের বিরুদ্ধে মামলা করেন। মামলা গ্রহণ করে বিচারক বাদীকে কোর্ট ফি জমা দিতে বলেন। এর আগে রহমত উল্লাহকে নিয়ে গণমাধ্যমে দেওয়া আপত্তিকর ও মানহানিকর মন্তব্য প্রত্যাহার চেয়ে তার আইনজীবী শাকিব খানকে আইনি নোটিস পাঠিয়েছেন। গত ২৩ মার্চ রহমত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা করেন শাকিব খান। শুনানির পর আদালত মামলা আমলে নিয়ে শাকিব খানের সাক্ষ্যগ্রহণ করেন। শাকিব তার সম্পর্কে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগ তুলে রহমত উল্লাহর বিরুদ্ধে ২৭ মার্চ ঢাকা ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা দায়ের করেন।
আদালত সূত্রে জানা গিয়েছে, ওই মামলার শুনানি শেষে ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক এএম জুলফিকার হায়েত শাকিবের জবানবন্দি রেকর্ড করেন এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) বিষয়টি তদন্ত করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। এরই মধ্যে শাকিব খানের বিরুদ্ধে কটূক্তি করার অভিযোগে রহমত উল্লাহ এই মামলা করেন।
[আরও পড়ুন: ‘গীতাঞ্জলি’, ‘সঞ্চয়িতা’র পাশে রক্তমাখা ছুরি! ঋত্বিক-শ্রাবন্তীর ‘রবীন্দ্র কাব্য রহস্য’র পোস্টারে চমক]
এদিকে মঙ্গলবার ঢাকার একটি পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিব বলেন, “বুবলির সঙ্গে আমি আর কোনও ছবিতে কাজ করব না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। বুবলিকে আমার সঙ্গে আর অনস্ক্রিন-অফস্ক্রিন কোথাও দেখা যাবে না। আপনারা যদি ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির ‘সুরমা সুরমা’ গানটি দেখে থাকেন, তাহলে খেয়াল করবেন, একটা রোম্যান্টিক গান, তবে দুই শিল্পীর একটা দূরত্ব ছিল। কাছাকাছি দেখা যায়নি তাঁদের। আমার পুরো অভিনয় জীবনে এমনটা কখনও ঘটেনি। কারণ, আমি আর কোনও দিন বুবলির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই না।”

সোশ্যাল মিডিয়ায় শাকিবের এই বক্তব্যের জবাব দিয়ে দীর্ঘ বিবৃতি দিয়েছেন বুবলি। অভিনেত্রী লেখেন, “মিস্টার শাকিব খান, আপনার বিশেষ কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে, কেমন যেনো! বাস্তবে দেখা আপনার সাথে মেলে না…আপনি কি সবসময় সজ্ঞানে কথা বলেন নাকি অজ্ঞানেও মাঝেমাঝে কথা বলেন? নাকি আপনার হয়ে আপনার একান্ত মুখপাত্ররাও কথা বলে? কিছুদিন পর পর হঠাৎ হঠাৎ করে আমাকে নিয়ে আপনার এরকম নিউজ দেখে খুব অবাক হয়ে ভাবি হচ্ছেটা কি!”
এরপরই আবার বুবলি লেখেন, “শেহজাদের মুখের দিকে তাকিয়ে আপনাকে নিয়ে অনেক কিছুই বলতে চাই না, এড়িয়ে যাই কিন্তু আমার ছেলের সম্মানের জন্য যদি মা হয়ে আমাকে কথা বলতে হয়, সময় হলে আমি অবশ্যই বলব…আমরা জাস্ট একটা সুন্দর ইদ কাটালাম, শেহজাদকে সহও একসাথে ইদ কাটিয়েছি, গাড়িতে ঘুরেছি, গান শুনেছি, আপনার আপকামিং মুভির ইদ নিয়ে গানও শোনালেন, আপনার জোকস শুনে হেসেছি, একসাথে খাবার খেয়েছি, আপনাকে খাইয়েও দিয়েছি, গল্প করেছি… শেহজাদ ছাড়াও কয়েকদিন আগেও আমরা এই ইদ এবং ইদ এরপরও একসাথে থেকেছি , টাইম স্পেন্ড করেছি…কিন্তু কিছুদিন পর পর কি উদ্দেশ্যে আপনি আপনার স্ত্রী (এখনও আপনার সাথে আমার ডিভোর্স হয়নি) এবং আপনার সন্তানের মাকে নিয়ে আপত্তিকর ইঙ্গিতপূর্ণ কথা বলে সংবাদ করে ক্ষীণ চিন্তা প্রকাশ করেন?” অভিনেত্রী জানান, এগুলো আর্কাইভে থেকে যাবে এবং তাঁর ও শাকিবের ছেলে শেহজাদ সমস্ত কিছু দেখবে। শাকিবকে তাঁর জীবন গুছিয়ে নেওয়ারও পরামর্শ দেন অভিনেত্রী।

[আরও পড়ুন: সবাইকে জানিয়ে পরজায়াকে নিয়ে উধাও রথীন্দ্রনাথ]

Source: Sangbad Pratidin

Related News
বড় ধাক্কা ভারতীয় শিবিরে, কুঁচকির চোটে কমনওয়েলথ গেমসে নেই নীরজ চোপড়া
বড় ধাক্কা ভারতীয় শিবিরে, কুঁচকির চোটে কমনওয়েলথ গেমসে নেই নীরজ চোপড়া

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার থেকে বার্মিংহামে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস (Commonwealth Games)। তার আগেই ভারতীয় শিবিরে বড় ধাক্কা। কুঁচকির Read more

পড়াশোনার ক্ষতি নয়, গরমের ছুটির পরই স্কুলে বাড়তি ক্লাস নেওয়ার নির্দেশ শিক্ষা দপ্তরের
পড়াশোনার ক্ষতি নয়, গরমের ছুটির পরই স্কুলে বাড়তি ক্লাস নেওয়ার নির্দেশ শিক্ষা দপ্তরের

স্টাফ রিপোর্টার: স্কুলের গরমের ছুটি এগিয়ে আসায় বেশ কিছু ক্লাস নষ্ট হতে পারে। তাই স্কুল খুললে শিক্ষকদের অতিরিক্ত ক্লাস নেওয়ার নির্দেশ Read more

ওয়ার্ক ফ্রম হোমে ভারচুয়াল মিটিং? বাড়ির দেওয়াল সজ্জায় দিন বিশেষ নজর
ওয়ার্ক ফ্রম হোমে ভারচুয়াল মিটিং? বাড়ির দেওয়াল সজ্জায় দিন বিশেষ নজর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। ইতিমধ্যেই রাজ্যে জারি কড়া বিধিনিষেধ। খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে Read more

প্রয়াত জাতীয় দলের সম্পদ নরিন্দর থাপা, খেলেছেন তিন প্রধানেও
প্রয়াত জাতীয় দলের সম্পদ নরিন্দর থাপা, খেলেছেন তিন প্রধানেও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সতীর্থরা তাঁকে বলতেন ম্যান মার্কিংয়ের মাস্টার। লড়াকু ফুটবলার হিসেবে ময়দানে ছিল বিরাট নাম। জাতীয় দলের প্রাক্তন Read more

Presidential polls: রাষ্ট্রপতি ভোটে দ্রৌপদী মুর্মুর পক্ষে ব্যাপক ক্রস ভোটিং, খুশি বিজেপি নেতৃত্ব
Presidential polls: রাষ্ট্রপতি ভোটে দ্রৌপদী মুর্মুর পক্ষে ব্যাপক ক্রস ভোটিং, খুশি বিজেপি নেতৃত্ব

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) জিতবেন সেটা প্রত্যাশিতই ছিল। কিন্তু কত ভোটের ব্যবধানে তিনি জয় Read more

Coronvirus Update: চলতি বছরে প্রথমবার রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ একশোর কম, স্বস্তি দিচ্ছে সুস্থতার হার
Coronvirus Update: চলতি বছরে প্রথমবার রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ একশোর কম, স্বস্তি দিচ্ছে সুস্থতার হার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কড়া বিধিনিষেধ, মাস্ক-স্যানিটাইজার ব্যবহার করে সুস্থতার পথে অনেকটা এগোল বাংলা। নতুন বছরে প্রথমবার রাজ্যের দৈনিক সংক্রমণ Read more