‘না জেনে লিখে এনে বড় বড় ভাষণ’, নাম না করে শাহর কবিপ্রণাম নিয়ে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবীন্দ্রজয়ন্তী নিয়েও রাজনৈতিক তরজা। জোড়াসাঁকোয় এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) কবিপ্রণামে রাজনীতির ছায়া দেখছে শাসকদল। পরোক্ষে তা নিয়ে আলগা সমালোচনাও করলেন মুখ্যমন্ত্রী। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কেন্দ্রীয় নেতাদের যথেষ্ট জ্ঞানের অভাব স্পষ্ট বলে তিনি উল্লেখ করেন। মঙ্গলবার ধনধান্যে প্রেক্ষাগৃহে রাজ্য সরকারের রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamta Banerjee) বলেন, ”না জেনে লিখে এনে কিংবা টেলিপ্রম্পটার দেখে অনেক বড় বড় কথা বলা যায়। কিন্তু যাঁদের হৃদয়ে রবীন্দ্রনাথ, তাঁরা সবসময়ে তাঁকে অনুভব করেন। হদয়ের মধ্যে দিয়েই রবি-উপাসনা হোক, তবে তা হবে প্রকৃত রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানানো।”
মুখ্যমন্ত্রীর এই আক্রমণের নিশানায় শুধু আজ জোড়াসাঁকোয় অমিত শাহর কবিগুরুকে শ্রদ্ধা জানানোর কর্মসূচিই নয়। সামগ্রিকভাবে নির্বাচনের সময় বাংলায় এসে যেভাবে দিল্লির বিজেপি নেতারা বিশ্বকবির মাটি নিয়ে অনেক কথাই বলেছেন, যার মাধ্যমে বিশ্ববরেণ্য কবি সম্পর্কে তাঁদের অজ্ঞতাই প্রকাশ পেয়েছে। খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শান্তিনিকেতনকেই (Santiniketan) রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমি হিসেবে উল্লেখ করেছিলেন, যা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে একসময়ে। এছাড়া কলকাতায় তাঁরই নির্বাচনী সফরে বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটে।
[আরও পডুন: আগামী সপ্তাহেই মাধ্যমিকের ফলপ্রকাশ? ইঙ্গিত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর]
সেসব ঘটনার কথা ছুঁয়েই মুখ্যমন্ত্রী বিজেপি (BJP) নেতাদের নিশানা করলেন। তাঁর কথায়, ”ভোটের সময় রবীন্দ্রনাথকে ব্যবহার করা হচ্ছে। অনেক কিছু না জেনে লিখে এনে কিংবা টেলিপ্রম্পটার দেখে অনেক বড় বড় কথা বলা যায়। এমনকী বলে দেওয়া যায়, শান্তিনিকেতন কবিগুরুর জন্মস্থান। বিদ্যাসাগরের মূর্তি ভেঙে ফেলা যায়। এসব ঘটে। কিন্তু যাঁদের হৃদয়ে রবীন্দ্রনাথ, তাঁরা সবসময়ে তাঁকে অনুভব করেন। হদয়ের মধ্যে দিয়েই রবি-উপাসনা হোক, তবেই তা হবে প্রকৃত রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানানো।” 
[আরও পডুন: আইপিএলেও ডিএ প্রতিবাদ, ব্যানার হাতে ইডেনে ম্যাচ দেখতে হাজির সরকারি কর্মীরা]
শুধু মুখ্যমন্ত্রীই নন, এর আগে অমিত শাহর এই কর্মসূচিকে কটাক্ষ করেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এদিন সকালে তৃণমূল ভবনে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানের পর তিনি বলেন, ”চব্বিশের লোকসভা ভোটের আগে বাঙালিকে কাছে টানার চেষ্টা। তবে রবীন্দ্রনাথকে ভোটের কাজে ব্যবহার করলে হবে না। তাঁর আদর্শ বুঝতে হবে। সেই পথে চলতে হবে। অর্থাৎ সহিষ্ণুতা, সর্বধর্ম সমন্বয়। কেন্দ্র তা করে না।”

Source: Sangbad Pratidin

Related News
অসুস্থ পোষ্যের চিকিৎসার অজুহাতে ডেকে জোর করে বিয়ে দেওয়া হল পশু চিকিৎসককে
অসুস্থ পোষ্যের চিকিৎসার অজুহাতে ডেকে জোর করে বিয়ে দেওয়া হল পশু চিকিৎসককে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিহারে ‘পাকড়াও বিয়ে’। এবার অসুস্থ পোষ্যের চিকিৎসার বাহানায় ডেকে সোজা বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়া হল Read more

করোনা বড় বালাই, ভূমিকম্পে বাড়ি কাঁপলেও বেরনো নিষেধ! প্রশ্নের মুখে চিনের কোভিড বিধি
করোনা বড় বালাই, ভূমিকম্পে বাড়ি কাঁপলেও বেরনো নিষেধ! প্রশ্নের মুখে চিনের কোভিড বিধি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে অতিমারীর (Pandemic) আতঙ্ক। তার মধ্যেই ভয়াবহ ভূমিকম্পে (Earthquake) বিপর্যস্ত চিনের (China) সিচুয়ান প্রদেশের কাংডিং। ২০১৭ Read more

চিটফান্ডের টাকা নিয়েছেন, জানতেনই না! আদালতে সওয়াল CBIয়ের হাতে ধৃত রাজু সাহানির
চিটফান্ডের টাকা নিয়েছেন, জানতেনই না! আদালতে সওয়াল CBIয়ের হাতে ধৃত রাজু সাহানির

শেখর চন্দ্র, আসানসোল: চিটফান্ডের (Chit Fund) টাকা লেনদেনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন হালিশহর পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল (TMC) নেতা রাজু সাহানি। Read more

‘এমন অনেক নেতা আসে-যায়’, সিব্বলের দলত্যাগকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস
‘এমন অনেক নেতা আসে-যায়’, সিব্বলের দলত্যাগকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কপিল সিব্বলের (Kapil Sibal) দলত্যাগকে গুরুত্বই দিচ্ছে না কংগ্রেস। এ হেন বর্ষীয়ান নেতা দলত্যাগের পরও কংগ্রেসের Read more

Panchayat Vote 2023: কুলপিতে কংগ্রেস বুথ সভাপতি খুনে জারি ধরপাকড়, তৃণমূল প্রার্থীর দুই ছেলে-সহ গ্রেপ্তার ৪
Panchayat Vote 2023: কুলপিতে কংগ্রেস বুথ সভাপতি খুনে জারি ধরপাকড়, তৃণমূল প্রার্থীর দুই ছেলে-সহ গ্রেপ্তার ৪

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: কুলপিতে কংগ্রেস বুথ সভাপতিকে খুনে জারি ধরপাকড়। চারজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতেরা হল খাসমুর হোসেন হালদার, Read more

মোমিনপুর হিংসা: ৭ অভিযুক্তর বিরুদ্ধে হুলিয়া জারি NIA-এর, খোঁজ দিতে পারলে আর্থিক পুরস্কার
মোমিনপুর হিংসা: ৭ অভিযুক্তর বিরুদ্ধে হুলিয়া জারি NIA-এর, খোঁজ দিতে পারলে আর্থিক পুরস্কার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোমিনপুর হিংসায় এবার আরও কড়া পদক্ষেপ করল এনআইএ (NIA)। এবার ৭ অভিযুক্তের বিরুদ্ধে হুলিয়া জারি করেছে Read more