বাড়ছে খরছ! কোন বিনিয়োগে মিলতে পারে সমস্যার সমাধান?

আয়-বাবদ মেলা অর্থ হোক বা বয়সকালে মেলা পেনশনের টাকা, সর্বোচ্চ উপযোগিতা তখনই মেলে যখন খরচে রাশ টানা যায়। কিন্তু তা কীভাবে? যত দিন যাচ্ছে, পারিপার্শ্বিক নানা কারণে চড়ছে খরচাপাতিও। এই পরিস্থিতিতে কোন বিনিয়োগ-পদ্ধতিতে মিলতে পারে এই সমস‌্যার সমাধান? জানালেন সৌমিক সাহা

কেমন আছেন দেশের সিনিয়র সিটিজেনরা? তাঁদের বেশিরভাগের সার্বিক ছবিটা কেমন? সম্ভবত, খুব একটা আশাব‌্যঞ্জক নয়। দেশের প্রবীণ নাগরিকরা সামগ্রিকভাবে নানা কারণে মুশকিলেই আছেন। আজীবন টাকা জমিয়েও পরিণত বয়সে তেমন একটা সুবিধাজনক পরিস্থিতি অনেকেরই নেই।
বিশদে বলার আগে আমার পরিচিত এক প্রবীণ মানুষের উদাহরণ দিই। ২০০৭-০৮ সালে পোস্ট অফিসে টাকা রেখে MIS-এর মাধ‌্যমে মাসিক খরচাপাতি চালাতেন, সে সময় দশ লক্ষ টাকার লগ্নি থেকে আনুমানিক ৭,০০০ টাকা মাসে পেতেন। তাতে তাঁর খরচের একটা বড় অংশ মেটানো যেত। ২০১১ সালে রিনিউয়াল করলেন, তখনও তেমন অসুবিধা হয়নি। তবে গণ্ডগোলটা শুরু হল আনুমানিক ২০১৫-১৬ সাল থেকে। মান্থলি ইনকাম বাড়ল না, কিন্তু মাসের খরচাপাতি প্রায় দেড়গুণ বৃদ্ধি পেল। আজ সেই মানুষটির ৭,০০০ টাকার খরচ বেড়ে হয়েছে ১৮,০০০ টাকার কাছাকাছি। ওঁর ভয়, ভবিষ‌্যতে এই খরচ তো আরও বাড়বে, শেষ পর্যন্ত ওঁকে নির্ভর করতে হবে নিজের ছেলেমেয়েদের উপর। ভাববেন না এই দৃষ্টান্ত কেবলমাত্র একটা টুকরো ছবি। অগণিত সিনিয়র সিটিজেনের এটাই পরিস্থিতি, বিশেষ করে ষাঁরা কেবল ব‌্যাংক ডিপোজিট বা পোস্ট অফিসের আমানতের উপর ভরসা রেখেছেন। এবার তাঁদের জন‌্যই কলম ধরেছি, সুরাহা কীভাবে পাওয়া যায়, সেই পন্থা আলোচনা করছি।
[আরও পড়ুন: ‘ডাব্বা ট্রেডিং’ থেকে সাবধান, লগ্নি করার আগে মাথায় রাখুন এই বিষয়গুলি]
সোজাসুজি বললে, মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ এবং আনুসঙ্গিক স্ট্র্যাটেজির কথা ধরুন। হাইব্রিড ফান্ড, অর্থাৎ যেখানে ইকুইটি এবং ডেট, এই দুই অ‌্যাসেটই আছে, সঙ্গে গোল্ডও থাকতে পারে, বেছে নিন। এককালীন বিনিয়োগ করুন এবং নিজের প্রয়োজন বুঝে সিস্টেম‌্যাটিক উইথড্রয়াল প্ল‌্যান (SWP) শুরু করুন। মনে রাখবেন, কেবল হাইব্রিড ফান্ডই আপনার নজরে থাকবে তা নয়, ঝুঁকি নিতে আপত্তি না থাকলে ইকুইটি ফান্ডও বেছে নিতে পারেন। হাইব্রিড বললাম, কারণ একাধিক অ‌্যাসেট ক্লাসের সমন্বয় থাকে এই জাতীয় ফান্ডে, এবং ‘ডাউনসাইড রিস্ক’-এর পরিপ্রেক্ষিতে, এমন ফান্ড অনেক ক্ষেত্রে বেশ কার্যকরি হতে পারে।
অব‌শ‌্য, কোন ফান্ড নির্বাচন করবেন, তার উপর অনেক কিছু নির্ভর করবে। বলা বাহুল‌্য, মিউচুয়াল ফান্ডের দুনিয়ায় আজ নানা ধরনের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, কাজেই বৈচিত্র্যের অভাব হবে না। এই প্রসঙ্গে বলে রাখি, ডাইভারসিফিকেশনের প্রয়োজনীয়তা কিন্তু ভুলবেন না। নিজের টাকা একাধিক জায়গায় ছড়িয়ে রাখুন, অবশ‌্যই ভাল পরামর্শদাতার সাহায‌্য নিন এর জন‌্য।
ফিরে আসি SWP-র কথায়। খেয়াল করে দেখবেন, নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে টাকা পেতে পারবেন এর মাধ‌্যমে। হয়তো প্রতি কোয়ার্টারে আপনি হাতে টাকা পেতে চান, সংসার চালানোর খরচ তুলতে চান। তা খুব ভাল করেই সম্ভব, কাজেই SWP-কে নিজের অন‌্যতম বড় কৌশল হিসাবে দেখুন। এখানে মনে রাখুন, বাজারের নিয়ম অনুযায়ী কিন্তু আপনার ইউনিটের ভ‌্যালুয়েশন বদলাবে। ভাল মার্কেটে অবশ‌্যই আপনি সম্পদ গঠন করতে পারবেন, আপনার পরিশ্রম সার্থক হবে, চেষ্টা বৃথা যাবে না। তাই মূলধন বৃদ্ধির সম্ভবনা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীর জন‌্য সুখবর। ভুলবেন না, মুদ্রাস্ফীতি কিন্তু লগ্নিকারীর সর্বকালের শত্রু। মূলধন যদি যথেষ্ট ভাল ভাবে না বাড়ে, তাহলে সমূহ বিপদ। সেইজন‌্য আপনাকে বাজারে থাকতে হবে, সামান‌্য দু’-পাঁচ বছরের কথা বলছি না। যদি বিগত ১০-১৫ বছরের উদাহরণ দিই, তাহলে দেখবেন ভাল ‘পারফর্ম’ করা হাইব্রিড ফান্ড মূল‌্যবৃদ্ধির অভিঘাত কাটিয়ে উঠতে সাহায‌্য করেছে, SWP চলা সত্ত্বেও। তাই লং টার্মের সুবিধার উপর জোর দিন, তাতেই কৌশলী বিনিয়োগকারীর মঙ্গল।
কেমন হতে পারে রিটার্ন? মাঝে মাঝেই এই প্রশ্নের সম্মুখীন হই। প্রতিবারই বলি- না আগে থেকে সঠিকভাবে বলা সম্ভব নয়, সমীচিনও হবে না। তবে এ কথা জোর গলায় বলা যায় যে, ধৈর্য‌্যশীল লগ্নিকারী আশাহত হবেন না। নির্দ্বিধায় SWP করুন, তার সুফল হাতে হাতেই পাবেন।
(লেখক বৃশাঙ্ক ফিনান্সিয়াল সার্ভিসেসের সঙ্গে যুক্ত)
[আরও পড়ুন: শেয়ার কেনার আগেই বিক্রি করে মুনাফার সুযোগ, কী এই শর্ট সেলিং?]

Source: Sangbad Pratidin

Related News
কেমন দেখতে আমাদের সূর্য? দেখিয়ে দিল আদিত্য
কেমন দেখতে আমাদের সূর্য? দেখিয়ে দিল আদিত্য

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাঁদের মাটিতে নেমে ইতিহাস গড়েছিল ইসরোর চন্দ্রযান। এবার সূর্যের ছবি তুলে তাক লাগাল ভারতীয় মহাকাশ সংস্থার Read more

Hangzhou Asian Games 2023: ১০ গোল খেল পাকিস্তান! ৪ গোল করে চিরপ্রতিদ্বন্দ্বীকে উড়িয়ে দিলেন অধিনায়ক হরমনপ্রীত
Hangzhou Asian Games 2023: ১০ গোল খেল পাকিস্তান! ৪ গোল করে চিরপ্রতিদ্বন্দ্বীকে উড়িয়ে দিলেন অধিনায়ক হরমনপ্রীত

ভারত: ১০ (‘৮ মনদীপ, ‘১১, ‘১৭, ‘৩৩, ‘৩৪ হরমনপ্রীত, ‘৩০ সুমিত, ‘৪১ ‘৫৩ বরুণ, ‘৪৬ সমশের, ‘৪৯ ললিত) পাকিস্তান: ২ Read more

রাতের কলকাতায় ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য, পরপর পথচারীদের ধাক্কা, মৃত ১
রাতের কলকাতায় ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য, পরপর পথচারীদের ধাক্কা, মৃত ১

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতের শহরে ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য। যাদবপুরের বাপুজিনগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত অন্তত ১। জখম হয়েছেন Read more

আয়ুর্বেদিক কফ সিরাপে বিষাক্ত রাসায়নিক! কাশির ওষুধ খেয়ে গুজরাটে মৃত অন্তত ৫
আয়ুর্বেদিক কফ সিরাপে বিষাক্ত রাসায়নিক! কাশির ওষুধ খেয়ে গুজরাটে মৃত অন্তত ৫

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আয়ুর্বেদিক কফ সিরাপ খেয়ে ৫ জনের মৃত্যু হল গুজরাটে। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ২ জন। Read more

রোগা হওয়ায় শুনতে হয় কটূক্তি, মানসিক অবসাদে আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খান
রোগা হওয়ায় শুনতে হয় কটূক্তি, মানসিক অবসাদে আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খান

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক সময় বলিউডে পা দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন আমির খানের ভাগ্নে ইমরান খান। প্রথম ছবি ‘জানে Read more

ভারতের দুই পিচকে ‘অ্যাভারেজ’ রেটিং আইসিসির, ফুঁসে উঠলেন দ্রাবিড়
ভারতের দুই পিচকে ‘অ্যাভারেজ’ রেটিং আইসিসির, ফুঁসে উঠলেন দ্রাবিড়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের দুই ম্যাচের উইকেটকে ‘অ্যাভারেজ’ রেটিং দিয়েছে আইসিসি (ICC)। আর সেই সিদ্ধান্তেই বেজায় খাপ্পা টিম ইন্ডিয়ার Read more