সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) খারগোন এলাকায় মর্মান্তিক পথদুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ খেকে পড়ে গেল একটি যাত্রীবোঝাই বাস। এই ঘটনায় মৃত্যু হয়েছে ১৫ জনের। আহত ২০-২৫ জন। উদ্ধারকাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। আহত যাত্রীদের উদ্ধারে হাত লাগিয়েছেন স্থানীয়রাও। দুর্ঘটনাগ্রস্ত বাসে ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, মৃতের সংখ্যা বাড়তে পারে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হচ্ছে। দুর্ঘটনার কথা জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।
(প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।)
Source: Sangbad Pratidin