বাংলায় নিষিদ্ধ হওয়ার পরেই উত্তরপ্রদেশে করমুক্ত ‘দ্য কেরালা স্টোরি’, ছবি দেখবেন যোগী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলায় নিষিদ্ধ হওয়ার পরের দিনই বিতর্কিত ‘দ্য কেরালা স্টোরি’কে (The Kerala Story) করমুক্ত ঘোষণা করল উত্তরপ্রদেশ। মঙ্গলবার সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) টুইট করে জানান, উত্তরপ্রদেশে করমুক্ত করা হল ‘দ্য কেরালা স্টোরি’। আরও জানা গিয়েছে, ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে বসে এই ছবিটি দেখবেন যোগী। প্রসঙ্গত, প্রথম রাজ্য হিসাবে এই বিতর্কিত ছবিটিকে করমুক্ত ঘোষণা করেছিল মধ্যপ্রদেশ।
সোমবারই ‘দ্য কেরালা স্টোরি’কে নিষিদ্ধ ঘোষণা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ বলেন, “কেরলের মানুষকে অসম্মান করে তৈরি হয়েছে এই ছবি। আমি সে রাজ্য়ের মুখ্যমন্ত্রীকে বলব, তাঁর পার্টি বিজেপিকে সাহায্য করছে। আর সেই কারণেই কেরালা স্টোরি তৈরি হচ্ছে বিকৃত তথ্য নিয়ে।” তারপরেই নির্দেশ দেন, এই ছবি নিষিদ্ধ করা হবে বাংলায়। ইতিমধ্যেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে এই ছবিটির প্রদর্শন বন্ধ করেছে তামিলনাড়ু সরকার। 
[আরও পড়ুন: গলায় বিঁধে বল্লম! অপারেশন থিয়েটারে ডাক পড়ল ওয়েল্ডিং মিস্ত্রির]
এহেন পরিস্থিতিতেই যোগী আদিত্যনাথ ঘোষণা করলেন, তাঁর রাজ্যে করমুক্ত হবে এই ছবি। সূত্র মারফত জানা গিয়েছে, আগামী ১২ মে ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে বসে এই ছবিটি দেখবেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী। তাঁদের জন্য ‘দ্য কেরালা স্টোরির’ বিশেষ প্রদর্শনী হবে লোক ভবনে। একই পথে হাঁটতে পারে উত্তরাখণ্ডও। সেরাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী মঙ্গলবার সিনেমা হলে গিয়ে এই ছবিটি দেখবেন বলে সূত্রের খবর। তারপরেই দ্য কেরালা স্টোরিকে করমুক্ত ঘোষণা করতে পারে উত্তরাখণ্ডও।
প্রসঙ্গত, বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ হওয়ার পর এই বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফ থেকে পরিচালক সুদীপ্ত সেনের সঙ্গে যোগাযোগ করে হলে তিনি জানান, ”নিষিদ্ধ শব্দটাই ভুল। এই ছবি সেন্সর বোর্ডে পাশ হয়েছে, আর সেন্সর বোর্ডের সাংবিধানিক স্বীকৃতি রয়েছে। সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এই ছবি দেখানো বন্ধ করা যাবে না। নিষিদ্ধ করার বিষয়টা ওর ব্যক্তিগত পছন্দের হতে পারে। আমরা এর বিরুদ্ধে অবশ্যই আইনি পদক্ষেপ নেব।”
[আরও পড়ুন: ‘বিশ্বাস ছিল, রিঙ্কু ঠিক জিতিয়েই ফিরবে’, রুদ্ধশ্বাস ম্যাচের পর জানালেন রাসেল]

Source: Sangbad Pratidin

Related News
‘ভিক্ষা চাওয়ার জন্য তৈরি হয়নি পাকিস্তান’, IMF’র টালবাহানায় হতাশ পাক প্রধানমন্ত্রী
‘ভিক্ষা চাওয়ার জন্য তৈরি হয়নি পাকিস্তান’, IMF’র টালবাহানায় হতাশ পাক প্রধানমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেয়েও টাকা পাচ্ছে না পাকিস্তান! ফলে আরও দেনার দায়ে ডুবে যাচ্ছে পড়শি দেশ। পরিস্থিতি সামাল দিতে Read more

দলীয় কার্যালয়েই কানহাইয়াকে লক্ষ্য করে ছোঁড়া হল কালি, অ্যাসিড বলে দাবি কংগ্রেসের
দলীয় কার্যালয়েই কানহাইয়াকে লক্ষ্য করে ছোঁড়া হল কালি, অ্যাসিড বলে দাবি কংগ্রেসের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার লখনউয়ের (Lucknow) একটি কংগ্রেস (Congress) কার্যালয়ে ছিলেন কংগ্রেসের যুব নেতা তথা জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (Jwaharlal Read more

করোনার তিনটি ঢেউ সামলেও অর্থনৈতিক বিপর্যয়কে রুখে দিয়েছে ভারত, দাবি মার্কিন রিপোর্টের
করোনার তিনটি ঢেউ সামলেও অর্থনৈতিক বিপর্যয়কে রুখে দিয়েছে ভারত, দাবি মার্কিন রিপোর্টের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত দু’বছরেরও বেশি সময় ধরে অতিমারীর (Pandemic) মধ্যে দিয়ে যেতে হয়েছে পৃথিবীকে। অন্যান্য দেশের সঙ্গে ভারতকেও Read more

২৪ পরিবারের সঞ্চয় হাতিয়ে আইপিএল বেটিং! এক কোটি টাকা নয়ছয় পোস্টমাস্টারের
২৪ পরিবারের সঞ্চয় হাতিয়ে আইপিএল বেটিং! এক কোটি টাকা নয়ছয় পোস্টমাস্টারের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল বেটিংয়ে (IPL Betting) ব্যবহার করা হয়েছে পোস্ট অফিসে জমা রাখা টাকা! প্রায় চব্বিশটি পরিবারের টাকা Read more

‘ডবল ইঞ্জিন সরকার মানে দু’মুখো সরকার, কেন্দ্র একনায়কতন্ত্র চালাতে চাইছে’, তোপ যশবন্তের
‘ডবল ইঞ্জিন সরকার মানে দু’মুখো সরকার, কেন্দ্র একনায়কতন্ত্র চালাতে চাইছে’, তোপ যশবন্তের

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বিজেপির ডবল ইঞ্জিন সরকারকে ফের নিশানা তৃণমূলের। সোমবার দেশের প্রাক্তন অর্থমন্ত্রী তথা দলের অন্যতম সর্বভারতীয় সহ-সভাপতি যশবন্ত সিনহার Read more

পশ্চিমে ধাক্কা! উত্তরপ্রদেশ দখল করতে পূর্বাঞ্চলে আরও বড় ‘খেলা’র আশায় বিজেপি
পশ্চিমে ধাক্কা! উত্তরপ্রদেশ দখল করতে পূর্বাঞ্চলে আরও বড় ‘খেলা’র আশায় বিজেপি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট হয়ে গিয়েছে। প্রথম দফায় ভোট হয়েছে পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায়। যেখানে Read more