‘তৃণমূলকে ভোট না দিলে দুয়ারে প্রহার’, বিতর্কিত মন্তব্য উদয়ন গুহর

বিক্রম রায়, কোচবিহার: আসন্ন পুরভোটের প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য উদয়ন গুহর (Udayan Guha)। রবিবার দিনহাটার ৯ নম্বরে ওয়ার্ডে এক জনসভায় গিয়ে তৃণমূল বিধায়ক হুমকির সুরে বলেন, যাঁরা তৃণমূলকে ভোট দেবেন না তাঁদের জন্য ‘দুয়ারে প্রহার’ প্রকল্প চালু হবে।
[আরও পড়ুন: রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ নামল ২ হাজারের নিচে, তবে চিন্তায় রাখছে মৃত্যুহার]
রাজ্যে বিগত বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে হিংসা ও ভোটপরবর্তী জুলুমবাজির ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় দেশে। সিবিআই তদন্ত থেকে শুরু করে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। রাজ্যের শাসক ও বিরোধী দল উভয়েই একে অপরের বিরুদ্ধে পেশীশক্তি ব্যবহারের অভিযোগ আনে। সেসব ঘটনার স্মৃতি সম্পূর্ণ না মুছতেই আবারও হিংসায় উসকানি দিয়ে বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল নেতা তথা বিধায়ক উদয়ন গুহ। বলে রাখা ভাল, ফেব্রুয়ারি মাসেই কোচবিহার-সহ রাজ্যের বিভিন্ন পুরসভাগুলিতে ভোট। তারই প্রচারে যান উদয়ন। এদিকে, তৃণমূল বিধায়কের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি।
এই বিষয়ে কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিরাজেন্দ্র কুমার বসু বলেন, “”গতকাল রাতে দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক একটি প্ররোচনামূলক বক্তব্য রেখেছেন। যার সারমর্ম, সরকারে দুয়ারে সরকার প্রকল্পের ধাঁচে তিনি দুয়ারে প্রহার – এই প্রকল্প চালু করে যাকে যেভাবে শায়েস্তা করার, তা করবেন। তাঁর এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পশ্চিমবঙ্গ তোলপাড় হয়ে গিয়েছে। উনি একজন জনপ্রতিনিধি এবং কোচবিহার জেলা তৃণমূলের চেয়ারম্যান। উনি যদি এমন প্ররোচনামূলক বক্তব্য রাখেন, তাহলে মানুষ কি শান্তিতে থাকতে পারে? কোচবিহারের মানুষ গুলির শব্দে ঘুমোতে যায়, বোমার শব্দে জেগে ওঠে।”      
জনসভায় উদয়ন বলেন, “পুরুষদের উদ্দেশে একটা কথা কিন্তু পরিষ্কারভাবে বলি, সুযোগ নিয়েছেন সরকারের। মিছিল মিটিংয়ে মুখও দেখাচ্ছেন কিন্তু ভোট দেওয়ার সময় অন্য কিছু ভাবছেন, তা কিন্তু হবে না। আমরা অনেককে সরকারিভাবে না পারলেও বেসরকারিভাবে নারায়ণের ভাণ্ডারের সুযোগ দিয়েছি। আর এই নারায়ণের ভাণ্ডাড়ের সুযোগ নিয়ে কেউ যদি বিশ্বাসঘাতকতা করে তাহলে তাঁর জন্য একটা নতুন প্রকল্প শুরু করা হবে–দুয়ারে প্রহার, সেই কথাটা জেন মাথায় থাকে।”
তবে এহেন মন্তব্য করে শিরোনামে আশা উদয়ন গুহর ক্ষেত্রে নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন তিনি। গতবছর বিধানসভা নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামীকে মেরে পা ভেঙে দেওয়ার হুমকি দেন উদয়ন।
[আরও পড়ুন: বেশ কিছু ক্ষেত্রে আরও ছাড় দিয়ে রাজ্যে বাড়ল কোভিড বিধির মেয়াদ, ঘোষণা মুখ্যমন্ত্রীর]

Source: Sangbad Pratidin

Related News
কোহলির উপর এখনও ক্ষুব্ধ? নবীনের পাশে দাঁড়িয়ে আইপিএলের ‘ঝামেলা’ নিয়ে মুখ খুললেন গম্ভীর
কোহলির উপর এখনও ক্ষুব্ধ? নবীনের পাশে দাঁড়িয়ে আইপিএলের ‘ঝামেলা’ নিয়ে মুখ খুললেন গম্ভীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নবীন উল হক (Naveen Ul Haq) কোনও ভুল করেননি তাই তাঁর পাশে দাঁড়িয়েছিলেন বলে জানালেন গৌতম Read more

শচীনের ব্যাট নিয়েও খেলেছি: সৌরভ গঙ্গোপাধ্যায়
শচীনের ব্যাট নিয়েও খেলেছি: সৌরভ গঙ্গোপাধ্যায়

সৌরভ গঙ্গোপাধ্যায়: জীবনে এমন কিছু সম্পর্ক থাকে যার মাধুর্য একেবারে অন্যরকম। শচীনের (Sachin Tendulkar) সঙ্গে আমার সম্পর্কটা তেমনই। এই তো Read more

‘শচীনকে আঘাত করতে চেয়েছিলাম,’ বিস্ফোরক স্বীকারোক্তি শোয়েব আখতারের
‘শচীনকে আঘাত করতে চেয়েছিলাম,’ বিস্ফোরক স্বীকারোক্তি শোয়েব আখতারের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শচীন তেণ্ডুলকরের সঙ্গে শোয়েব আখতারের ২২ গজের ‘শত্রুতা’ গোটা বিশ্বের জানা। এই দুই মহারথী ক্রিজে মুখোমুখি Read more

মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, কলকাতায় দুর্গাপুজোর মহামিছিলে যোগ দেবেন ইউনেস্কোর প্রতিনিধিও
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, কলকাতায় দুর্গাপুজোর মহামিছিলে যোগ দেবেন ইউনেস্কোর প্রতিনিধিও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে মিলল সাড়া। বাংলার দুর্গাপুজোর আনন্দে এবার গা ভাসাবে ইউনেস্কোও। তাদের তরফে চিঠি Read more

কলকাতায় আর কোনও গোশালা নয়! শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে বড় সিদ্ধান্ত পুরসভার
কলকাতায় আর কোনও গোশালা নয়! শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে বড় সিদ্ধান্ত পুরসভার

অভিরূপ দাস: খাতায় কলমে নেই। কিন্তু বাস্তবে গিজগিজ করছে। খাটাল বা গোশালা নিয়ে আপাতত এমনই অবস্থা মহানগরের। ট‌্যাংরা, তিলজলা, মুকুন্দপুর Read more

‘পরিযায়ী শ্রমিক থেকে আমাকে ঘরে ফিরিয়েছে গল্পই’, জানাচ্ছেন সদ্য যুব অ্যাকাডেমি জয়ী হামিরউদ্দিন
‘পরিযায়ী শ্রমিক থেকে আমাকে ঘরে ফিরিয়েছে গল্পই’, জানাচ্ছেন সদ্য যুব অ্যাকাডেমি জয়ী হামিরউদ্দিন

সোনামুখী থেকে সাহিত্য অ্যাকাডেমি। রূপকথার মতো শোনালেও এ-যাত্রাপথে মিশে আছে ঘাম-শ্রম-সংগ্রামের ইতিবৃত্ত। মিশে আছে জেদ আর লড়াইয়ের অকথিত কাহিনি। আর Read more