‘সন্ত্রাস জগতের মুখপাত্র’, পাক বিদেশমন্ত্রী বিলাওয়ালকে তোপ জয়শংকরের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জরদারিকে একহাত নিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। বেনজিরভাবে বিলাওয়ালকে ‘সন্ত্রাস জগতের মুখপাত্র’ বলে তোপ দাগেন তিনি।
শুক্রবার গোয়ায় শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (SCO) বিদেশমন্ত্রীদের সম্মেলনে কোনও রাখঢাক না করেই পাকিস্তানকে তুলোধোনা করেন জয়শংকর। তিনি বলেন, “বিলাওয়াল ভুট্টো জরদারি এসসিও সদস্য দেশের প্রতিনিধি হিসেবে এখানে এসেছেন। এটা বহুআঙ্গিক কূটনীতির অংশ মাত্র। এর চাইতে বেশি কিছু বলে আমরা মনে করি না। বিলাওয়াল সন্ত্রাস জগতের পৃষ্ঠপোশক ও মুখপাত্র।”
উল্লেখ্য, কাশ্মীর নিয়ে একাধিক যুদ্ধ। ভারতের বিরুদ্ধে আইএসআইয়ের লাগাতার ছায়াযুদ্ধ। মুম্বইয়ে জেহাদি হামলা ও পুলওয়ামার মতো ক্ষত। সবমিলিয়ে, ভারত ও পাকিস্তানের সম্পর্ক যে কোথায় দাঁড়িয়ে তা স্পষ্ট। এহেন পরিস্থিতিতে প্রায় এক দশক পর ভারতে পা রাখেন পাকিস্তানের কোনও বিদেশমন্ত্রী। আর তা নিয়েই তৈরি হয় জল্পনা। অনেকেই মনে করেছিলেন আবার হয়তো আলোচনার টেবিলে দেখা যাবে নয়াদিল্লি ও ইসলামাবাদকে। কিন্তু সন্ত্রাসবাদ নিয়ে যে কোনও আপোস করা হবে না তা স্পষ্ট করে দিলেন জয়শংকর।
[আরও পড়ুন: আর ‘আপৎকালীন স্বাস্থ্য বিপর্যয়’ নয় করোনা ভাইরাস, স্বস্তি দিয়ে জানাল WHO]
দুই দেশেক মধ্যে দ্বীপাক্ষিক আলোচনার সম্ভাবনার জল্পনা উড়িয়ে বিদেশমন্ত্রী জয়শংকর (S Jaishankar) বলেন, “ভুক্তভোগীরা সন্ত্রাসবাদের জনকের সঙ্গে সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা করে না। এই বিষয়ে পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা তাদের বিদেশি মুদ্রা ভাণ্ডারের মতোই তলানিতে ঠেকেছে।”
প্রসঙ্গত, শুক্রবার পাকিস্তান, চিন-সহ অন্যান্য দেশের বিদেশমন্ত্রীদের করমর্দনের বদলে হাতজোড় করে নমস্কার জানান ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। এর আগে দু’দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন চিনা বিদেশমন্ত্রী কিন গ্যাং ও রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে পার্শ্ববৈঠক সারেন জয়শংকর। টুইট করে তিনি জানান, দ্বীপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করা ও সীমান্ত সমস্যা নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। ইউক্রেন যুদ্ধের আবহে রুশ বিদেশমন্ত্রীর সঙ্গেও দ্বীপাক্ষিক সম্পর্ক মজবুত করা নিয়ে আলোচনা হয় বলে জানান জয়শংকর।
[আরও পড়ুন: ইউক্রেন ও রাশিয়ার হাতাহাতি! পতাকা কাড়তেই ঘুষি খেলেন রুশ প্রতিনিধি! ভিডিও ভাইরাল]

Source: Sangbad Pratidin

Related News
অব্যাহত রক্তক্ষরণ! চার রাজ্যের ভোটে সিপিএমের ঝুলিতে শূন্য
অব্যাহত রক্তক্ষরণ! চার রাজ্যের ভোটে সিপিএমের ঝুলিতে শূন্য

স্টাফ রিপোর্টার: কোথাও নোটার (NOTA) চেয়েও ভোট কম, কোথাও আবার নোটার সঙ্গে সমানে সমানে লড়াই। চার রাজ্যের বিধানসভা নির্বাচনে হাস‌্যকর Read more

বিজেপি ভোটারদের চমকানোর নিদান দিয়ে শাস্তির মুখে TMC বিধায়ক, উপনির্বাচনের প্রচারে নিষেধাজ্ঞা
বিজেপি ভোটারদের চমকানোর নিদান দিয়ে শাস্তির মুখে TMC বিধায়ক, উপনির্বাচনের প্রচারে নিষেধাজ্ঞা

সুদীপ রায়চৌধুরী: বিজেপি (BJP) কর্মীদের চমকানোর নিদান দিয়ে বিপাকে তৃণমূল বিধায়ক। কমিশনের শাস্তির মুখে পড়লেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী (Narendranath Chakraborty)। Read more

Sonu Nigam: কেকে’র মৃত্যুর পরেও বাতিল নয় কনসার্ট, জুলাইতে কলকাতায় আসছেন সোনু নিগম
Sonu Nigam: কেকে’র মৃত্যুর পরেও বাতিল নয় কনসার্ট, জুলাইতে কলকাতায় আসছেন সোনু নিগম

স্টাফ রিপোর্টার: কেকে’র (Singer KK) ঘটনা নেহাতই আকস্মিক, অনভিপ্রেত এবং একান্ত বিক্ষিপ্ত। এর ভিত্তিতে কোনও সার্বিক ধারণা তৈরি করা চূড়ান্ত Read more

কমনওয়েলথে স্বপ্নের দৌড় স্মৃতিদের, ক্রিকেটের ফাইনালে ভারতের মেয়েরা, হেঁটে পদক আনলেন প্রিয়াঙ্কা
কমনওয়েলথে স্বপ্নের দৌড় স্মৃতিদের, ক্রিকেটের ফাইনালে ভারতের মেয়েরা, হেঁটে পদক আনলেন প্রিয়াঙ্কা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমনওয়েলথ গেমসে ভারতের মেয়েদের স্বপ্নের দৌড় অব্যাহত। ক্রিকেটে ইংল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে ইংরেজদেরই গুঁড়িয়ে দিল ভারতের মহিলা Read more

‘যত মারবেন তত বাড়ব’, তৃণমূলকে নিশানা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের, পালটা দিলেন কুণাল  
‘যত মারবেন তত বাড়ব’, তৃণমূলকে নিশানা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের, পালটা দিলেন কুণাল  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বিজেপি (BJP)। পুলিশ এবং বিজেপি কর্মী সমর্থকদের Read more

গলা ভেজাতে ডাবের জলে চুমুক দেওয়ার অভ্যাস? অজান্তে নিজের ক্ষতি করছেন না তো!
গলা ভেজাতে ডাবের জলে চুমুক দেওয়ার অভ্যাস? অজান্তে নিজের ক্ষতি করছেন না তো!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল গরমে একটু ডাবের জলে গলা ভেজাতে অনেকেই পছন্দ করেন। বাজারচলতি নরম পানীয়র চাইতে ডাবের জল Read more