সংবাদ প্রতিদিন ডিজি়টাল ডেস্ক: কিছু দিন আগে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আলিগড়ে পথ কুকুরের হামলায় মৃত্যু হয়েছিল চার মাসের শিশুকন্যার। ঘুমন্ত শিশুকে ঘর থেকে তুলে নিয়ে গিয়েছিল কুকুর, অভিযোগ করেছিল পরিবার। ফের পথ কুকুরের নৃশংস হামলায় শিশুমৃত্যুর ঘটনা যোগীরাজ্যে। এবারের ঘটনাটি বরেলির। সেখানে ১২ বছরের একটি কিশোরকে কামড়ে-খুবলে হত্যা করল কুকুরের একটি দল। ওই ঘটনায় আহত হয়েছে আরও এক শিশু।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি বরেলির সিবি গঞ্জ এলাকার। মৃত কিশোরের নাম অয়ন। মঙ্গলবার গ্রামেই নিজের বাড়ির কাছে বন্ধুদের সঙ্গে খেলছিল সে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, হঠাৎই তার দিকে তেড়ে যায় একদল কুকুর। ভয়ে দৌড়ে পালাতে যায় অয়ন। কিন্তু কিছুটা ছুটে পড়ে যায়। তখনই একদল পথ কুকুর দাঁত-নখ বের করে তার উপর লাফিয়ে পড়ে এবং কামড়ে-খুবলে অত্যাচার চালায়। ঘটনা দেখে কয়েক জন গ্রামবাসী ছুটে যান। তাতে কুকুরগুলি পালিয়ে যায়। ততক্ষণে পথ কুকুরের হামলায় নিস্তেজ হয়ে পড়েছে রক্তাক্ত শিশু।
[আরও পড়ুন: ৫৪৮ জনের গ্রেপ্তারি, দোষী মাত্র ১২! সুপ্রিম নির্দেশে রাষ্ট্রদ্রোহ আইন বদলাবে কেন্দ্র]
দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া অয়নকে। যদিও বাঁচানো যায়নি তাকে। চিকিৎসকরা জানান, কিশোরের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও এক কিশোর আহত হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীদের অভিযোগ, বরেলিতে পথ কুকুর হামলার ঘটনা বেড়ে চলেছে। দু’মাস আগে তিন বছরের একটি শিশুর মৃত্যু হয়েছিল। গত ডিসেম্বর মাসে ১২ বছরের এক কিশোরের প্রাণ গিয়েছে কুকুরের কামড়ে। একের পর এক ঘটনায় পথকুকুর নিয়ন্ত্রণে প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা।
[আরও পড়ুন: ইস্তফার সিদ্ধান্ত পুনর্বিবেচনায় রাজি! কয়েক ঘণ্টার মধ্যে ‘ইউ-টার্ন’ পওয়ারের]
Source: Sangbad Pratidin