WB Civic Polls 2022: পুরভোট পিছনো নিয়ে হাই কোর্টের পরামর্শ অমান্য কমিশনের, দায়ের আদালত অবমাননার মামলা

শুভঙ্কর বসু: ফের শিরোনাম পুরভোট মামলা। এবার রাজ্য নির্বাচনের বিরুদ্ধে দায়ের আদালত অবমাননা মামলা। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবে ডিভিশন বেঞ্চে মামলা রুজু হয়েছে। করোনার বাড়বাড়ন্তের কথা মাথায় রেখে হাই কোর্ট রাজ্যে চার পুরনিগমের ভোট চার থেকে ছয় সপ্তাহ পিছনোর কথা বললেও কেন তা মানল না কমিশন, সে প্রশ্ন তুলেছেন মামলাকারী।
কলকাতা পুরসভায় ভোটের ফলপ্রকাশের পরই বকেয়া পুরভোটগুলির দাবি আরও জোরাল হয়। কলকাতা হাই কোর্টের তরফে যত তাড়াতাড়ি সম্ভব ভোট করার কথা বলা হয় রাজ্য সরকারকে। সেই অনুযায়ী রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী গত ২২ জানুয়ারি রাজ্যের চার পুরনিগমে ভোটের দিন স্থির করা হয়। তবে করোনার বাড়বাড়ন্তে ভোট পিছিয়ে দেওয়ার দাবি ওঠে। কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলাও দায়ের হয়। তারই পরিপ্রেক্ষিতে ভোট পিছিয়ে দেওয়া যায় কিনা, সে বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেয় হাই কোর্ট। এরপরই ভোট পিছিয়ে যায়। তাই আগামী ১২ ফেব্রুয়ারি বিধাননগর, চন্দননগর, আসানসোল এবং শিলিগুড়ি পুরনিগমে ভোটাভুটি।
[আরও পড়ুন: কালো তালিকাভুক্ত হয়েও ৪ বছর ধরে চলছে ধর্মতলার দুর্ঘটনাগ্রস্ত বাস! তদন্তে চাঞ্চল্যকর তথ্য]
কিন্তু কলকাতা হাই কোর্টের নির্দেশের পরেও কেন মাত্র তিন সপ্তাহ পিছিয়ে দেওয়া হল পুরভোট, ব্যাখ্যা তলব করে কমিশনকে আদালত অবমাননার নোটিস পাঠান মামলাকারী বিমল ভট্টাচার্য। মামলাকারীর প্রশ্ন, কোন যুক্তিতে তিন সপ্তাহ ভোট পিছনো হল? কেন আদালতের পরামর্শ মতো ৪ থেকে ৬ সপ্তাহ পুরভোট পিছিয়ে দেওয়া হল না? এ ক্ষেত্রে কমিশনের যুক্তি কী রয়েছে? সেসব বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে নোটিস পাঠানো হয়। সাত দিনের মধ্যে কমিশন ওই নোটিসের জবাব না দিলে কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার হুঁশিয়ারি দেন তিনি। নোটিসের জবাব না মেলায় এবার দায়ের হল মামলা।  
যদিও এই নোটিসের যৌক্তিকতা নিয়ে ওঠে প্রশ্ন। কলকাতা হাই কোর্টে পুরভোট পিছিয়ে দেওয়া নিয়ে পরামর্শ দেওয়ার পাশাপাশি সিদ্ধান্ত ছেড়েছিল কমিশনের হাতে। হাই কোর্টের তরফে বলা হয়েছিল, রাজ্য নির্বাচন কমিশন একটি পৃথক ও স্বতন্ত্র সংস্থা। তাই সরাসরি আদালত কোনও নির্দেশ কমিশনের মাথায় চাপিয়ে দিতে চায়নি। ফলে নোটিসের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
[আরও পড়ুন: করোনার কবল থেকে সুস্থতার পথে রাজ্য, একদিনে সংক্রমিত সাড়ে ৩ হাজারের কম]

Source: Sangbad Pratidin

Related News
উদ্দাম যৌনতার জন্য কোন কোন দিক মাথায় রাখবেন, ‘টিপস’ দিলেন খোদ পর্ন তারকা!
উদ্দাম যৌনতার জন্য কোন কোন দিক মাথায় রাখবেন, ‘টিপস’ দিলেন খোদ পর্ন তারকা!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্ন তারকাদের নিয়ে কত রকম ধারণাই রয়েছে। অনেকের এমন ধারণা রয়েছে, ব্যাপারটা বেশ গ্ল্যামারাস। রোজ রোজ Read more

কেন্দ্রীয় হারে DA’র দাবিতে পথে রাজ্য সরকারি কর্মীরা, বাড়ল মমতা-অভিষেকের পাড়ার নিরাপত্তা
কেন্দ্রীয় হারে DA’র দাবিতে পথে রাজ্য সরকারি কর্মীরা, বাড়ল মমতা-অভিষেকের পাড়ার নিরাপত্তা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনশন, আন্দোলনের পর এবার মহামিছিল। কেন্দ্রীয় হারে ডিএ’র দাবিতে কলকাতার রাজপথে রাজ্য সরকারি কর্মীদের একাংশ। শঙ্খধ্বনি Read more

বিমানসেবিকার হাত ধরে টানাটানি! বেঙ্গালুরু বিমানবন্দরে গ্রেপ্তার মদ্যপ যাত্রী
বিমানসেবিকার হাত ধরে টানাটানি! বেঙ্গালুরু বিমানবন্দরে গ্রেপ্তার মদ্যপ যাত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিমানসেবিকার সঙ্গে অভব্য ব্যবহারে অভিযুক্ত এক যাত্রী। এবার এয়ার এশিয়ার (Air Asia) বিমানের মধ্যে তরুণীর Read more

‘কিচ্ছু চাই না বাবা, শুধু তুমি ফিরে এসো’, মৃতদেহ দেখে ডুকরে উঠল রাজৌরিতে শহিদের শিশুকন্যা
‘কিচ্ছু চাই না বাবা, শুধু তুমি ফিরে এসো’, মৃতদেহ দেখে ডুকরে উঠল রাজৌরিতে শহিদের শিশুকন্যা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “বাবা তুমি উঠছ না কেন? আমি কিচ্ছু চাই না, তুমি শুধু ফিরে এসো বাবা।” হাউহাউ করে Read more

কেকেআরে ছাঁটাই শাকিব-শার্দূল-সহ একডজন ক্রিকেটার, নারিনের সঙ্গে ধরে রাখা হল কাদের?
কেকেআরে ছাঁটাই শাকিব-শার্দূল-সহ একডজন ক্রিকেটার, নারিনের সঙ্গে ধরে রাখা হল কাদের?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশঙ্কা ছিলই। সেটাই সত্যি করে একডজন ক্রিকেটারকে ছেঁটে ফেলল কলকাতা নাইট রাইডার্স। মেন্টর গৌতম গম্ভীরের হার Read more

সেপ্টেম্বরে মোদি-জিনপিং বৈঠকের সম্ভাবনা, পূর্ব লাদাখের সংঘাত নিয়ে আলোচনা!
সেপ্টেম্বরে মোদি-জিনপিং বৈঠকের সম্ভাবনা, পূর্ব লাদাখের সংঘাত নিয়ে আলোচনা!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পূর্ব লাদাখ (East Ladakh LAC) সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্ররেখায় সংঘাত মিটমাটের জন‌্য কূটনৈতিক ও সামরিক স্তরে ব‌্যস্ততার Read more