ফেসবুক মেসেঞ্জারে নয়া চমক, আসছে একগুচ্ছ আকর্ষণীয় ফিচার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেসবুক (Facebook) মেসেঞ্জার (Facebook Messenger) এবার নিয়ে আসতে চলেছে একগুচ্ছ নয়া ফিচার। মেটা জানিয়েছে, এবার থেকে মেসেঞ্জারে চালু হচ্ছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন (End-To-End Encryption)। সেই সঙ্গে স্ক্রিনশট (Screenshot) ডিটেকশন, মেসেজ রিঅ্যাকশন ও আরও নানা ধরনের পরিবর্তন আনা হয়েছে।
মেটা জানিয়েছে, এতদিন মেসেঞ্জারের এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু ছিল স্রেফ সীমিত ব্যবহারকারীদের জন্য। কিন্তু এবার তা বাই ডিফল্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ এখন থেকে সকলেই এই ফিচারের সুবিধা পাবেন। তবে তা সেটি কার্যকর করতে আরও কিছুদিন সময় লাগবে। কেননা, অনেকেই আপত্তি তুলেছেন এই নয়া নিয়মে। তাঁদের দাবি, এটি সকলের জন্য়ই প্রযোজ্য হলে জন নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তবে সমস্ত দিক খতিয়ে দেখে শেষ পর্যন্ত গ্রুপ চ্যাট এবং কলের ক্ষেত্রে এই এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। এন্ড-টু-এন্ড এনক্রিপশন ক্ষেত্রে পাঠানো যাবে জিএফ, স্টিকার, রিঅ্যাকশনও। এছাড়া এন্ড-টু-এন্ড এনক্রিপশন চ্যাটের ক্ষেত্রে মিলবে ভ্যারিফায়েড ব্যাজের অপশন। যা থেকে বোঝা যাবে, কোনটি অথেন্টিক অ্যাকাউন্ট আর কোনটি ফেক।
[আরও পড়ুন: আমজনতার চিন্তা বাড়িয়ে পাউরুটির মূল্যবৃদ্ধি, নতুন দাম কত ?]
এছাড়াও নতুন ফিচার আনা হয়েছে। যার মধ্যে অন্যতম, ছবি ও ভিডিও এডিট করার সুযোগ। ছবিতে স্টিকার লাগানো কিংবা ক্রপ করার সুযোগ থাকবে। এছাড়াও আরও একটি ফিচার আনা হচ্ছে। সেটি স্ক্রিনশট ওয়ার্নিং ফিচার। কী কাজ এই ফিচারের? বলা হচ্ছে, এর ফলে এবার থেকে কখনও চ্যাটের স্ক্রিনশট নেওয়া হলেই আপনি তা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। উল্লেখ্য, একই ফিচার হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও চালু হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে মেসেঞ্জারের ক্ষেত্রে নয়া ফিচারগুলি এসে পড়বে আগামী সপ্তাহ থেকেই।
মেটা নতুন করে এই সব ফিচার আনতে চাইছে, এই প্ল্যাটফর্মটিকে ইউজারদের মধ্যে আরও জনপ্রিয় করে তুলতে। পাশাপাশি ইউজারদের গোপনীয়তা বজায় রাখা এবং নিরাপত্তা বিঘ্নিত হতে না দেওয়ার দিকেই লক্ষ্য রাখা হচ্ছে।
[আরও পড়ুন: ন’বছর পর রেকর্ড ঠান্ডা জানুয়ারিতে, কবে বিদায় নেবে হাড় কাঁপানো শীত?]

Source: Sangbad Pratidin

Related News
মডেলের বাড়িতে ‘হামলা’ প্রাক্তন স্বামীর, নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের
মডেলের বাড়িতে ‘হামলা’ প্রাক্তন স্বামীর, নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবাহবিচ্ছেদের ৮ বছর পর মডেলের বাড়িতে হামলা প্রাক্তন স্বামীর। আক্রান্ত তাঁর মা। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর Read more

আরও ৩ বছর বোর্ড সভাপতি থাকবেন সৌরভই! সুপ্রিম সিদ্ধান্তে স্বস্তিতে ‘মহারাজ’
আরও ৩ বছর বোর্ড সভাপতি থাকবেন সৌরভই! সুপ্রিম সিদ্ধান্তে স্বস্তিতে ‘মহারাজ’

সোমনাথ রায়, নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের প্রস্তাবে বিরাট স্বস্তি পেতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহরা। সব ঠিক থাকলে আরও প্রায় ৩ Read more

আইপিএলের পরই আয়ারল্যান্ডে টি-২০ সিরিজ খেলতে যাবে ভারত, ঘোষিত দিনক্ষণ
আইপিএলের পরই আয়ারল্যান্ডে টি-২০ সিরিজ খেলতে যাবে ভারত, ঘোষিত দিনক্ষণ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা বাড়বাড়ন্তে ২০২০ সালে দীর্ঘদিন বন্ধ ছিল ক্রিকেট। গত বছরও বাতিল হয়েছিল একাধিক ম্যাচ। আর তার Read more

অভিনব পদ্ধতিতে শিরদাঁড়া-হাঁটুর ব্যথা সারিয়ে প্রাক্তন সেনা আধিকারিককে সুস্থ করল SSKM
অভিনব পদ্ধতিতে শিরদাঁড়া-হাঁটুর ব্যথা সারিয়ে প্রাক্তন সেনা আধিকারিককে সুস্থ করল SSKM

অভিরূপ দাস: পিঠে যন্ত্রণা, হাঁটুতে ব্যথা, তা থেকেই সুঠাম শরীরটা কুঁকড়ে-দুমড়ে একশা অবস্থা। খর্বকায় কুঁজো থেকে সেই শরীরটাকেই সোজা, সুঠাম Read more

অপারেশন অজয়: ইজরায়েল থেকে পঞ্চম বিমানে ফিরলেন ২৬৮ জন ভারতীয়
অপারেশন অজয়: ইজরায়েল থেকে পঞ্চম বিমানে ফিরলেন ২৬৮ জন ভারতীয়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে দেশে ফিরলেন আটকে পড়া আরও ২৬৮ জন ভারতীয়। ইজরায়েলে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার Read more

একা ওমিক্রনে রক্ষে নেই, সন্ধান মিলল আরও ছোঁয়াচে নয়া উপপ্রজাতির
একা ওমিক্রনে রক্ষে নেই, সন্ধান মিলল আরও ছোঁয়াচে নয়া উপপ্রজাতির

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একা ওমিক্রনে রক্ষে নেই, ইতিমধ্যেই আবার আসরে নেমে পড়েছে ওমিক্রনের (B.1.1.529) ‘ভাই’ (সাব লিনিয়েজ তথা উপপ্রজাতি)। Read more