গোবিন্দ রায়: কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে এবার সিবিআই তদন্তের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হলেন মৃত নাবালিকার বাবা। বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার (Rajashekhar Mantha) এজলাসে।
এর আগে এনিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয় হাই কোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। মামলায় সিবিআই তদন্তের আর্জির পাশাপাশি, নিহত নাবালিকার পরিবারকে পুলিশি নিরাপত্তা ও ১ কোটি টাকা ক্ষতিপূরণের আর্জি জানিয়েছেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। ওই ঘটনা নিয়ে রবিবারই একযোগে রাজ্যপালের দ্বারস্থ হয়েছে বিজেপি (BJP) এবং কংগ্রেস। বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগগার নেতৃত্বে এক প্রতিনিধি দল এদিন রাজ্যপালের কাছে নালিশ জানিয়ে আসেন। একইভাবে কংগ্রেসের (Congress) তরফেও একটি প্রতিনিধি দল এ নিয়ে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করেছেন।
[আরও পড়ুন: কালিয়াগঞ্জে তক্তার নিচে লুকিয়ে পুলিশ, টেনে বের করে বেধড়ক মারল উন্মত্ত জনতা, ভাইরাল ভিডিও]
গত সপ্তাহে নাবালিকাকে গণধর্ষণ করে খুনের অভিযোগের ঘটনায় উত্তাল হয়ে ওঠে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। ঘটনায় রবিবারই কালিয়াগঞ্জে যায় জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। মৃতার পরিবারের সঙ্গে দেখা করেন এনসিপিসিআর চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো। যা নিয়ে, একের পর এক টুইটে আক্রমণ শানানো হয় রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের তরফে। কালিয়াগঞ্জে যান জাতীয় তফশিলি কমিশনের ভাইস প্রেসিডেন্ট অরুণ হালদারও। পুলিশ বিষক্রিয়ায় মৃত্যুর কথা বললেও মৃতার পরিবারের তরফে সিবিআই তদন্তের দাবি তোলা হয়। এবার এনিয়ে হাই কোর্টের দ্বারস্থ মৃত নাবালিকার পরিবার।
[আরও পড়ুন: অগ্নিকাণ্ডের জেরে বিদ্যুৎ বিচ্ছিন্ন, মোবাইলের আলোয় অস্ত্রোপচার কলকাতা মেডিক্যাল কলেজে]
এদিকে কালিয়াগঞ্জের মতো মালদহের কালিয়াচকে নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগেও জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে। এই মামলাটিও করেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। বৃহস্পতিবার হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবাগ্নাণম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হতে পারে। মামলায় সিবিআই তদন্তের আরজির পাশাপাশি, নাবালিকার পরিবারকে আর্থিক সাহায্য ও নিরাপত্তার আবেদন জানানো হয়েছে। বুধবার আদালতের উল্লেখ পর্বে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের আবেদন জানান মামলাকারি আইনজীবী। কলিয়াচকের গোটা বিষয়টি উল্লেখ করে আদালতের হস্তক্ষেপ চান তিনি। তার প্রেক্ষিতে মামলা দায়েরের অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
Source: Sangbad Pratidin